New to Nutbox?

গোলাপি কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি | 10% beautycreativity

7 comments

ride1
72
17 days agoSteemit2 min read

সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকের সম্পূর্ণ খুবই সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি। আজকে আমি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন যেকোনো নতুন কিছু দেখলে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এজন্য আজকে ফটোগ্রাফি গুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি আজকের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি। আজকে আমি আপনাদের মাঝে গোলাপী কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করছি। ফুল পছন্দ করো না এমন মানুষ খুবই কম আছে। আমি খুব বেশি ফুল পছন্দ করি। আমার কাছে সব ধরনের ফুলি খুবই ভালো লাগে। তবে আমার কাছে বন্যফুল গুলো ভীষণ ভালো লাগে। আর গোলাপ ফুল ও ভীষণ ভালো লাগে আর গোলাপ ফুল হচ্ছে ফুলের রানী। এবং কি গোলাপ ফুলকে ভালোবাসার প্রতীকও বলা হয়ে থাকে। আর গোলাপ ফুলের বেশ কয়েকটি জাতের ও হয়ে থাকে ।আর এদের বেশ কয়েক ধরনের কালারের ও হয়ে থাকে। যেমন লাল গোলাপি কমলা হলুদ ও সাদা ইত্যাদি এসব কালারের হয়ে থাকে। তবে আমার কাছে সাদা লাল ও গোলাপি কালারের গোলাপ ফুল খুব ভালো লাগে। আর এইসব কালারের ফুল গুলো ভীষণ সুন্দর। আর গোলাপ ফুল এখন তো সবাই বাগানে লাগিয়ে থাকে। আর এখন তো সবার বাড়িতে একটি করে ফুলের বাগান থাকে। আর এই ফুলের ফটোগ্রাফিটি করেছি আমি আমার এক কাকার বাসার সামনে তাদের বাগান থেকে। তাদের বাগানে বেশ কয়েক ধরনের ফুল রয়েছে। তার মধ্যে আমার কাছে এই গোলাপি কালারের গোলাপ ফুল ভীষণ ভালো লেগেছে। আর তাই আজকে আপনাদের মাঝে তার ফটোগ্রাফি শেয়ার করতে চলে আসলাম । আশা করি আপনাদের কাছেও ফটোগ্রাফিটি ভালো লাগবে। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

1000015779.jpg

1000015772.jpg

1000015775.jpg

1000015783.jpg

1000015781.jpg

1000015785.jpg

লোকেশন

device : Redme note 9

IMG-20220603-WA0000.jpg

ধন্যবাদ সবাইকে

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

Comments

Sort byBest