New to Nutbox?

প্রতিবেশীর বাচ্চার জন্মদিনের পার্টিতে একদিন

7 comments

wahidasuma
77
5 days agoSteemit4 min read

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে ।আজ আমি মূলত একদিন প্রতিবেশীর বাচ্চাদের জন্মদিনের পার্টিতে যাওয়ার অনুভূতি শেয়ার করতে এসেছি ।একটা সময় ছিল এলাকায় জন্মদিনের অনুষ্ঠান লেগেই থাকতো। কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে দেখা যায় সবাই অনেক বেশি সংকীর্ণ মন মানসিকতার হয়ে গিয়েছে। যার কারণে এখন আর প্রতিবেশীদের সঙ্গে সেই আগের মতো সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে দেখা যায় না। সবাই যার যার বাড়িতে নিজেদের মতো করে থাকতেই ভালবাসে। আর অনুষ্ঠানগুলোও ঘরোয়াভাবেই করে থাকে। তবে কয়েকদিন আগে এক প্রতিবেশীর বাচ্চাদের জন্মদিনের আয়োজন করা হয়েছিল মূলত শহরের নামকরা কমিউনিটি সেন্টারে। যেখানে বড় বড় অনুষ্ঠানের আয়োজন করা হয় ।সেখানেই আমরা জন্মদিনের ইনভাইটেশন পাই ।মূলত প্রতিবেশীর দুই ভাইয়ের বাচ্চার জন্মদিনের তারিখটি একই ছিল। একজনের মেয়ে এবং আরেকজনের ছেলে। যার কারণে দুজনের জন্মদিনের অনুষ্ঠান একসঙ্গে করা হয় ।অনেকদিন পরে এরকম জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেশ ভালো লেগেছিল ।সে অনুভূতিই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব।

প্রতিবেশীর বাচ্চার জন্মদিনের পার্টিতে একদিন


IMG20241102210649.jpg

IMG20241102210651.jpg

আমরা মূলত সন্ধ্যার বেশ খানিকটা পর সেই পার্টিতে গিয়েছিলাম। যদিও আগে থেকেই ধারণা করেছিলাম বড় কোন আয়োজনই হচ্ছে। যেহেতু রেস্টুরেন্ট নয় ,কমিউনিটি সেন্টার ভাড়া করা হয়েছে ।অনেক লোকের আয়োজন হবে ।সেখানে যাওয়ার পর দেখলাম অসংখ্য লোকজনে ভরপুর। যার ভেতরে বেশিরভাগই ছিল এলাকার লোকজন । এলাকার লোকজন মূলত ছিল তাদেরই আত্মীয়-স্বজন ।আত্মীয় বাদে এলাকার লোকদের মধ্যে আমরাই মনে হয় ছিলাম একমাত্র। এলাকার অন্যান্য দেরকে দেখলাম দাওয়াত করা হয়নি ।আমাদের সঙ্গে তাদের আবার বেশ ভালো সম্পর্ক যার কারণে শুধুমাত্র আমাদেরকেই এলাকার হিসেবে দাওয়াত করা হয়েছিল।


IMG20241102212758.jpg

IMG20241102212730.jpg

সেখানে যাবার পর সত্যিই ভীষণ ভালো লেগেছিল ।কেননা দীর্ঘদিন আমরা একই এলাকায় থাকি ।তারপরেও অনেকদিন হয় এলাকার সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ হয় না ।একটা সময় ছিল সন্ধ্যার পর যখন ইলেকট্রি সিটি চলে যেত সবাই বাইরে বের হতাম। গল্প, গুজব ,হাটাহাটি করে বেড়াতাম। রাস্তা দিয়ে হৈ হুল্লোড় একটা আনন্দমুখর পরিবেশ বজায় ছিল। যা সময়ের সঙ্গে সঙ্গে এখন সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। দীর্ঘদিন পরে অনুষ্ঠানের মাধ্যমে সবার সঙ্গে দেখা হয়েছে বিষয়টা বেশ ভালো লেগেছে। সবার কাছেই মনে হল বেশ ভালো লেগেছে। কেননা অনেকের সঙ্গেই অনেকের একই এলাকায় থাকা সত্ত্বেও দেখা হয় না।


IMG20241102212803.jpg

IMG20241102213107.jpg

অনেকে আমাকে দূর থেকে দেখে কাছে এসে কথা বলল এবং বলল আগেকার সেই দিনগুলো সত্যিই ভীষণ মিস করি। তোদেরকে ভীষণ মিস করি। যদিও তিনি আমার এলাকার সম্পর্কে আন্টি হন ।আরো অনেক মামি দের সঙ্গেও দেখা হল। যাদের সঙ্গে এলাকায় বেশ ভালো সম্পর্ক ।কিন্তু অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না ,সত্যি ভীষণ ভালো লেগেছিল এই অনুষ্ঠানে যেতে পেরে। কেননা সবার সঙ্গে দেখা হওয়াটা সত্যি ভীষণ আনন্দের ছিল।


IMG20241102213106.jpg

IMG20241102204300.jpg

আমার মেয়েও জন্মদিনের পার্টিতে যেয়ে ভীষণ আনন্দ পেয়েছিল ।সবাই মিলে কেক কাটার ওখানে গিয়েছিল ।সবাই মিলে কেক কেটেছে। বেশ ভালো লেগেছে ।কেক কাটা পর্ব শেষ হওয়ার আগেই মূলত সবাইকে খাবার দেওয়া হয়েছিল। কাচ্চি বিরিয়ানির আয়োজন করা হয়েছিল ।রান্নাটা বেশ মজার হয়েছিল, খেতে বেশ ভালো লেগেছিল ।খাওয়া শেষ হলে কেক কাটার আয়োজন করা হয়। বাচ্চারা সবাই মিলে কেক কাটে। তারপর আমরা বাসায় আসার জন্য যখনই রওনা দেবো তখন মেয়ে আর সেখান থেকে আসতে চাইছিল না।সে আরও বেশ কিছুক্ষণ সেখানে থাকতে চাইছিল।


IMG20241102204430.jpg

কিন্তু তখন রাত দশটায় বেশি বেজে গিয়েছিল ,বাসা খালি ছিল। তাই আর বেশি সময় সেখানে থাকার সুযোগ হয়ে উঠছিল না ।যদিও তখনও লোকজন সবাই ওখানেই ছিল। যাই হোক মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম ।তবে অনুষ্ঠানটা বেশ ভালই হয়েছিল। দু ভাইয়ের বাচ্চার জন্মদিন একসঙ্গে হয়েছিল ,সবাই বেশ আনন্দ করেছিল। সে সঙ্গে আমরাও একটু ইনজয় করলাম।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Comments

Sort byBest