New to Nutbox?

পুজোর শপিং ও মামার বাড়ি যাওয়া।

2 comments

uttsho
62
yesterdaySteemit2 min read
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ পোস্ট করব পুজোর শপিং করা ও মামার বাড়ি যাওয়া নিয়ে। চলুন শুরু করা যাক আমার আজকের পোস্ট টি।

IMG_20241121_210235.jpg
এবার দুর্গা পুজা শুরু হয়েছিল ০৯/১০/২০২৪ তরিখ থেকে।
আর আমার পরীক্ষার তারিখ ও ঘোষণা করে দেওয়া হয়েছিলো।তাই নিশ্চিত ছিলাম না যে মামার বাড়ি যাব কি না। কিন্তু আমার দাদু অস্থির হয়ে থাকে। আর আমারা না গেলে খুব মন খারাপ করে থাকে।
তারপর এবার মামা মামী ছিলো না তারা ইন্ডিয়া বেরাতে গিয়েছিলো।
অবশেষে ঠিক হলো আমার যাব, ষষ্ঠীর দিন আমরা রওনা দেই মামার বাড়ী।
তার আগে গিয়েছিলাম বাজার করতে।বাজার থেকে আমার জন্য নতুন জুতা, বোনের জন্য নতুন জুতা, ক্লিপ মায়ের জন্য শাখা, ব্যাগ।

IMG_20241009_131253.jpg

IMG_20241009_131124.jpg

IMG_20241009_131047.jpg
এদিকে ব্যাগ গুছাতে গিয়ে দেখি বোনের জুতার সাইজ ভুল হয়েছে ৩৬ আর ৩৯ দোকানদার ভুল তুলে দিয়েছিলো।

IMG_20241009_133351.jpg

IMG_20241009_131109.jpg
জুতা পরিবর্তন করে নতুন তালা চাবি কিনে আমি আর বোন আমাদের এলাকার মন্দির এ একটু ঘুরে আসলাম। কারন বেশ কিছু বছর নিজের এলাকার মন্দির ঘোরা হয় না।

IMG_20241121_210249.jpg

IMG_20241009_134652.jpg
এবার বেরিয়ে পড়লাম মামার বাড়ির দিকে, প্রথমে রিকশা করে বাসস্টান্ড। তারপর সেখান থেকে নাটোর বাইপাস সেখান থেকে আর দাশুরীয়া আর সেখান থেকে ঈশ্বরদী একদম মামার বাড়ির সামনে।
পৌঁছাতে পৌঁছাতে সাত টার মতো বেজে গিয়েছিলো।এর পর আর কি মামার বাড়ি শুধু মজা আর মাজা। যদি ও মামা মামী ছিলো না তাই একটু মজা কম হয়েছে।
যাই হোক আজ আর নয়।
আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Comments

Sort byBest