New to Nutbox?

আঁকা আঁকি :- গ্রীষ্মকাল

11 comments

uttsho
61
13 days ago2 min read

সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। প্রকৃতি খুবই গরম হয়ে উঠেছে।সাথে তাল মিলাচ্ছে বিদ্যুৎ, একবার যায় একবার আসে।আজ তাই গ্রীষ্মকালের দৃশ্য আঁকালাম।আজ অনেক দিন পর কাঠ রং পেন্সিল দিয়ে আঁকলাম।

চলুন শুরু করা যাক আজকের আঁকা আঁকি।

প্রয়োজনীয় উপকরণ
কাগজ
পেন্সিল, কাটার,রবার
স্কেল ও কাঠ পেন্সিল রং

**আঁকার পদ্ধতি **

প্রথম এ কাগজ এ স্কেল এর সাহায্যতে বডার টানব। এবং যে বিষয় গুলো আঁকব তা এঁকে নিব।



এখন রং করব, শুরুতে হলুদ রং, কমলা রং ও খয়েরী রং দিয়ে পলের পালা গুলো রং করব।

এবার হলুদ রং, খয়েরী রং ও সবুজ রং দিয়ে মাঠ ও রাস্তা রং করব।


টিয়া রং ও সবুজ রং দিয়ে কলা গাছ ও দুরের ঘাস এর উপর রং করব।

ঘরের রং মনের মতো করে করব ও তাল গাছ টি রং করব খয়েরী ও সবুজ রং দিয়ে।

আকাশে এর আকাশী রং করতে হবে। ও লাল রং হলুদ রং দিয়ে সূর্য রং করতে হবে।

গাছ ও গাছ এ থাকা কাঠাল খয়েরী রং, সবুজ রং ও টিয়া রং দিয়ে রং করতে হবে।

এভাবে শেষ করলাম আমার আজকের আঁকআঁকি।



আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের পোস্ট টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Posted using SteemPro Mobile

Comments

Sort byBest