অনেক দিন পর রমনা পার্কে ঘোরাঘুরি
9 comments
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেকদিন পরে রমনা পার্কে গিয়ে সুন্দর সময় কাটানোর অনুভূতি । রমনা পার্কে মাঝে মাঝে যেতে ইচ্ছা করে তবে আলসেমি করে যাওয়া হয় না । বিশেষ করে এখনকার দিনে সময় করে উঠতে পারছিলাম না । বেশ কিছুদিন ছেলের পরীক্ষা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম যার কারণে কোথাও যাওয়ার সময় হয়ে ওঠেনি । এই তো কদিন আগে হুট করে সিদ্ধান্ত হল যে রমনা পার্কে যাব । অনেকদিন ঘরে বন্দি থাকতে থাকতে আর ভালো লাগছিল না ।
আগের দিন বিকেলবেলা আমার হাসবেন্ড বলল যে চলো একদিন রমনা পার্কে যাই । তার খেয়ালই নাই যে ছেলের পরীক্ষা চলছে আমি বললাম যে চলো যাওয়া যাক । কিন্তু ছেলের যে পরীক্ষা চলছিল সেটা ভুলে গিয়েছিলাম । সেদিন বলার পর থেকে ছেলে যে জ্বালাতন করছে কি আর করা পরীক্ষার ভিতরেই পার্কে গেলাম । রমনা পার্কে বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটি এরিয়া রয়েছে এবং সেখানে গিয়ে সে অনেক সময় খেলতে পারবে সে জন্য যাওয়ার জন্য এত লাফালাফি । কিন্তু ওখানে গিয়ে একেবারে জায়গা পাওয়া যায় । সব বাচ্চারা পার্কে এসে ওই জায়গাটিতে ভিড় করে যার কারণে খুব একটা চান্স পাওয়া যায় না । তারপরও ছেলে ধাক্কাধাক্কি করে ভেতরে গিয়ে বেশ কিছু সময় খেলাধুলা করল ।
আমরা হাটাহাটি করলাম এবং কিছু ছবিও তুললাম । পার্কে খোলামেলা বড় জায়গাটা হাটাহাটি করতে ভালো লাগে । আর এখানে অনেক গাছ গাছালি রয়েছে যার কারণে পার্কের ভিতরে সময় কাটাতে খুব ভালো লাগে । তারপরে বিশাল বড় একটা লেক রয়েছে সেই লেকের উপর দিয়ে হাঁটতেও খুব ভালো লাগে । আর আমরা সব সময় যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায় যার কারণে সন্ধ্যার পরটা আমরা পার্কের ভিতরে কাটাতে পারি । বিকেল এবং সন্ধ্যা দুটো সময় আমরা খুব সুন্দর উপভোগ করি ।
ইদানিং দেখলাম যে পার্কের ভিতর প্রোফেশনাল ফটোগ্রাফার ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করছে এবং অনেকে দেখলাম সুন্দরভাবে ছবি তুলছে । অনেকগুলো লোকজন দেখলাম ছবি তুলছে । এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে মানুষজন ওদেরকে দিয়ে ছবি তোলাচ্ছে এবং খুব সুন্দর ভাবে ছবিগুলো তুলে দিচ্ছে । এখানে অনেক সময় দেখা যায় যে বিয়ের কনেও এসে ছবি তুলে আবার অনেকে বেবি শাওয়ার করে । পার্কে বসেই সুন্দর সুন্দর ছবি তুলে দেখতে আসলেই ভালোই লাগে । আর আমাদের ঢাকা শহরে এরকম খোলামেলা পার্ক আমাদের বাসার কাছেই রয়েছে যার কারণে আমরা এই সুবিধাটা পেয়ে থাকি । ভালই লাগে মাঝে মাঝে রমনা পার্কে সুন্দর সময় কাটাতে ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার | @tauhida |
---|---|
ডিভাইস | oppo reno12 |
ধন্যবাদ
আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
---|
@tauhida
*** VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
Comments