নাটক রিভিউঃ ধনী গরিবের লড়াই [পর্ব-১৪ তম]❤️
15 comments
আমি তানহা তানজিল তরসা । আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........
আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আমার নতুন ব্লগে সকল সদস্য বৃন্দকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি।আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজ আমি ধনী গরিবের লড়াই নাটকের ১৪ তম পর্ব নিয়ে কথা বলবো।এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যার কারনে আমি এই নাটকটি প্রতিনিয়ত রিভিউ করার জন্য সিদ্ধান্ত নেয়েছি। আসলে ঈগল টিম বেশ চমৎকার ভাবে কাজ করে যাচ্ছে। আশা করি আমার নাটক রিভিউটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ব্যাক্তিগত ভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে যার কারনে আপনাদের মাঝে রিভিউ টা নিয়ে এসেছি। চলুন তাহলে দেখে আসা যাক।
নাটকের প্রথমে দেখা যায় নায়কের দুই বন্ধু নায়কের বোনকে বলছে ছলনা আজ তুই আদালতে যাবি না। তখন ছলনা বলে না ভাইয়া আমার কলেজ আছে ভাইয়া ও ভাবি যাবে। তখন তার ভাইয়ের বন্ধুরা বলে ও আচ্ছা আর বলে তোকে যদি কেউ ডিস্টার্ব করে তাহলে আমাদেরকে জানাবি। তখন ছলনা বলে তোমাদের কে কেন জানাবো আমি ধরে মারবো। তারা দুজন বলে বাহ আমাদের বোনতো বড় হয়ে গেছে। তারপর সেখান থেকে ছলনা কলেজের উদ্দেশ্যে রওনা দেই।
এরপর দেখা যায় নায়ক ও নায়িকা আদালতে যাবে বলে নায়কের বাবার ও মায়ের সাথে কথা বলছে। নায়কের মা বলে তোমরা কেস তুলে নাও। তখন নায়ক ও নায়িকা বলে না মা কেস তুলবো না তুললে ওরা আরো আমাদের কে বাঁচতে দেবে না। এরপর নায়ক-নায়িকা সেখান থেকে চলে যায় এই কোটের উদ্দেশ্যে। যাওয়ার পথে রাস্তায় মোড়ল বাড়ির সদস্যদের সাথে তাদের দেখা হয়। মোড়ল সাহেব তার মেয়েকে বলে কাজটা তুই ঠিক করলে না। তখন তার ভাইয়েরা বলে তোদেরকে দেখে নেব। এরপর সেখান থেকে তারা যার যার মতন করে চলে যাই।
এরপর আদালতে বিচারের জন্য বিচারক আসে এবং প্রথমে সাক্ষী হিসেবে নায়িকা কে কাঠগোড়ায় ডাকা হয়। এবং নায়িকা সেখানে বিস্তারিত সব কথা বলে। এরপর কাজ করা হয় পুলিশ অফিসারকে ডাকা হয় এবং তাকে প্রশ্ন করা হয় ড্রাইভারকে আটক করেছে কিনা। তখন পুলিশ অফিসার বলে ড্রাইভারকে আটক করা হয়নি। এরপর পুলিশ অফিসার কে ড্রাইভারকে আটক করার জন্য বলা হয়। তারপরে আদালতের কার্যক্রম ওখানে শেষ করে দেই। পরবর্তীতে আবার নতুন করে ডেট দেই।
এরপর দেখা যায় মোড়ল বাড়ির মাস্টার ও কাজের মেয়ে দাঁড়িয়ে কথা বলছে। মোড়ল বাড়ির কাজের মেয়ে মাস্টারকে বলছে আপনি সুলতানা আপারে পছন্দ করেন তাই না। তখন মাস্টার ও বলে ফেলে হ্যাঁ তারপরে আবার মাস্টার কথা ঘোরাতে যাই। তখন কাজের মেয়েটা বলে সুলতানা আপার পেছনে পড়ে না থেকে আমার দিকেও একটু তাকান।এই কথা বলে কাজের মেয়েটি ওখান থেকে চলে যায়।
এরপর দেখা যায় নায়কের পরিবারের সবাই এক জায়গায় হয়ে এ কথা বলছে। নায়কের বাবা নায়ক ও নায়কাকে বলছে কেচ কোথায় নেওয়ার জন্য। কিন্তু নায়ক ও নায়িকা মোটেও রাজি না। এরপর নায়কের বোন বলে কাল থেকে ঘরের চাল নেই। এরপর নায়ক বলে চাল নেই কি হয়েছে। তখন তার মা বলে চাল ফুরায়ে গেছে নায়ক বলে দোকান থেকে বাকি আনলেই হয়। তখন নায়কের বাবা বলে দোকানে অনেক টাকা বাকি হয়ে গেছে এখন আর বাকি দিচ্ছে না। তারপর নায়িকা বলে তুমি তো একটা কাজ করতে পারো। নায়ক বলে আমি তো ও চাকরি চেষ্টা করছি কিন্তু না পেলে কি করব। তখন নায়িকা বলে তুমি রিকশা চালাও। তখন নায়কের মা বলে ও রিকশা চালালে তোমার মান সম্মান থাকবে না বৌমা। তখন নায়িকা বলে ও তো চুরি ডাকাতি করছে না ও কর্ম করে টাকা উপার্জন করে আনছে।
এরপর দেখা যায় পুলিশ অফিসার মাইক্রো ড্রাইভারকে একটি চায়ের দোকান থেকে আটক করেছে। এবং সেই ছেলেটাকে থানায় নিয়ে যাওয়ার জন্য তাদের সাথে করে নিয়ে যাই।
এদিকে দেখা যায় মোড়লের বউ ও তার বড় বৌমা কেনাকাটা করার জন্য শপিং মলে গেছে। তারা শপিং করে বাসায় যাওয়ার জন্য রিক্সার জন্য রাস্তায় অপেক্ষা করছে।
এদিকে দেখা যায় রিমা ছোটমা রিমার জন্য তার শ্বশুরবাড়িতে খাবার নিয়ে গেছে। রিমা তার ছোট মাকে দেখতে পেয়ে অনেক খুশি। এরপর নাটকটি আগামী পর্বে দেখিয়ে দেই। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। খুব শীঘ্রই পরবর্তী পর্বটি আমি আপনাদের মাঝে শেয়ার করব।
পোস্টের ধরন | নাটক রিভিউ |
---|---|
নাটকের নাম | ধনী গরিবের লড়াই পর্ব ১৪ |
পরিচালক | সুলাইমান। |
অভিনয়ে | ইফতি,জান্নাতুল মাওয়া, রাফি ইসলাম সৌরভ, মায়া মিম, জাহাঙ্গীর কবির ও আরও অনেকেই। |
দৈর্ঘ | ২৪ মিনিট ০৩ সেকেন্ড |
মুক্তির সময় | ১০ আগস্ট ২০২৪ খ্রিঃ |
এরপর নাটকটি শেষ হয়ে যায়.............
পোস্টের বিষয় | নাটক রিভিউ |
---|---|
পোস্টকারী | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
Comments