শীতকাল আসলেই শরীরটা অলস হয়ে যায়।কাজ কর্মেও অলসতা আসে সেই সাথে আসে নানান রোগ।কয়েকদিন বেশ অসুস্থ থাকার পরে এখন কিছুটা ভালো থাকায় ভাবলাম আপনাদের মাঝে নতুন মানে একদমি নতুন কিছু পাগলামি করি।মানে যা পারি আরকি।আঁকাআকি ছাড়া তো কোন গুণ নেই।নতুন আঙ্গিকে বাগান বিলাস আঁকাবো আজকে তবে রঙ করবো ভিন্ন কিছু দিয়ে।এমনিতেই বাগান বিলাস আমার খুব পছন্দের ফুল। এই ফুল কে ঘিরে রয়েছে নানা কবিতা,প্রেমিকার সাথে প্রেমিকের কত উপমা।এই বাগান বিলাস বেশি দেখা যায় গ্রাম -শহরের বাসা-বাড়ির গেইট এ। এত সুন্দর লাগে এই বাগান বিলাস তা বলার বাহিরে।যাই হোক কথা না বাড়িয়ে চলুন একটু মজা করি এক সাথে।আব্বু বাজার থেকে অনেক ফলমূল এবং সবুজ শাকসবজি এনেছিল। এই ফলের মধ্যে ছিল ড্রগন ফল যা খাওয়ার পর মুখ পার্পেল রঙ হয়ে যায় আর সবুজ সবজি তো সবুজ রঙের হয়।এই থেকেই ভাবনা আসলে বাগান বিলাস আঁকানো।
১. ড্রইং খাতা।
২. কলম।
৩.ড্রাগন ফলের টুকরা ।
৪.পালং শাক ।
৫.তুলি।
প্রথমে কলম দিয়ে খাতায় ২টি দাগ দিয়ে নিব দেয়াল বুঝাতে।
কলম দিয়েই কোট কোট করে নিব ইটের দেওয়াল বুঝাতে।
| |
এখন ইট রঙ গাঢ় করতে কলম দিয়েই রঙ করে নিব।হয়ে গেল একটা দেয়াল এটার উপরেই বাগন বিলাস আঁকাব।
এখন দেওয়ালের উপরে ডাল পালা এবং কলম দিয়ে বাগান বিলাস আঁকাব।
| |
এবার রঙ করার পালা।বাটিতে থাকা ড্রাগন ফলের রস দিয়ে রঙ করা শুরু করলাম।
সম্পূর্ণ বাগান বিলাস রঙ করাত পর পাতা রঙ করার পালা।তাই আমি আগে থেকেই পালং শাক গুলো ছেচে নিয়েছি।এই রস দিয়ে তুলির সাহায্যে পাতা রঙ করবো এখন।
পাতা ভালোভাবে রঙ করলেই রেডি। নিজ হাতে বানানো রঙ দিয়ে এরকম বাগান বিলাস আঁকাতে পেরে বেশ মজা লাগছে।সত্যি এরকম ভাবে রঙ করতে পারলে বেশ ভালোলাগে।আপনারাও এভাবে চেষ্টা করতে পারবেন।নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে আমার আনন্দ হয়।আমি চেষ্টা করি সেই আনন্দ আপনাদের সাথে ভাগ করে নেবার।কত টুকু আনন্দ দিতে পেরেছি জানিনা তবে আশা করছি আপনাদের সবার আমার এক্সপেরিমেন্ট টি ভালো লাগবে।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
ক্যামেরা.মডেল | note9 |
ধরন | আর্ট🖼️। |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
Comments