//Superwalk এর আমার এক সপ্তাহের এক্টিভিটিস//
4 comments
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আমাদের দৈনন্দিন জীবনে হাটাহাটি করেও যে টাকা আর্ন করা যায় এটা সত্যিকার অর্থেই একটি অবিশ্বাস্য বিষয় ছিল। কিন্তু যখন অবিশ্বাস্য বিষয়টি সত্যিকারের রূপ নেয় তখন যেন মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ অনুভূত হয়। যেমন বর্তমান সময়ে সুপারওয়াক অ্যাপস আমাদের সেই সুযোগ করে দিয়েছে। তার জন্য আমাদের কমিউনিটির শ্রদ্ধেয় এডমিন সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি চমৎকার প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। প্রতিনিয়ত দেখতেছি সকলেই তাদের পুরো সপ্তাহের সুপারওয়াক এ হাঁটাহাঁটি করার বর্ণনা দিচ্ছে। সেখান থেকেই আজকে আমিও আপনাদের মাঝে চলে আসলাম আমার গত সপ্তাহের সুপারওয়াকে আমি কতটুকু একটিভিটিস করতে পেরেছিলাম সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। প্রতিদিনই মূলত একরকম এক্টিভিটিস হয় না। যাইহোক তারপরেও আপনাদের মাঝে আমি শেয়ার করব যতটুকু নিজে করতে পেরেছি। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক.....
প্রথম দিন:
দ্বিতীয় দিন:
এ সপ্তাহের প্রথম দিনে Superwalk এর রিপোর্ট অনুযায়ী আমি ৪০৬৭ স্টেপ হেটেছিল। আমার যতদূর মনে পড়ছে এই সপ্তাহের এটাই আমার সবথেকে কম স্কোর। কারণ এই দিন বাসার বাইরে যাওয়াই হয়নি তেমন একটা।
এই সপ্তাহের দ্বিতীয় দিনে Superwalk এপ্স এর রিপোর্ট অনুযায়ী আমি ৬৮২২ স্টেপ হেটেছিলাম। যা আমার প্রথম দিনের তুলনায় বেশি ছিল।
তৃতীয় দিন:
এই সপ্তাহের তৃতীয় দিনে Superwalk এপ্স এর রিপোর্ট অনুযায়ী আমি ৯৭৬৭ স্টেপ হেঁটেছিলাম। যা আমার আগের দিনগুলোর তুলনায় বেশি ছিল।
চতুর্থ দিন:
এই সপ্তাহের চতুর্থ দিনে সুপারওয়াক অ্যাপস এর রিপোর্ট অনুযায়ী আমি ১৯৮৫০ স্টেপ হেঁটেছিলাম। যা আমার এই সপ্তাহের সব থেকে বড় স্কোর। আর সেই সাথে সবথেকে বেশি হেঁটেছিলাম আমি এই সপ্তাহের চতুর্থ দিনে। এটাই হচ্ছে আমার এই সপ্তাহের বেস্ট স্কোর।
পঞ্চম দিন:
এই সপ্তাহের পঞ্চম দিনে সুপারওয়াক এপ্স এর রিপোর্ট অনুযায়ী আমি ৮৬৬৬ স্টেপ হেঁটেছিলাম। আসলে এই অ্যাপসটা দারুন একটা উপকার করেছে আমাদের সকলের জন্য। এর মূল কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত এই অ্যাপসে নিজের স্কোর তৈরি করার জন্য হেঁটে চলেছি যাতে আমাদের শরীরের অনেক বড় উপকার হচ্ছে।
ষষ্ঠ দিন:
চলতি সপ্তাহের ষষ্ঠতম দিনে সুপারওয়াক এপ্স এর রিপোর্ট অনুযায়ী আমি ৬৮৯৭ স্টেপ হেটেছিলাম। প্রতিদিনের স্কোর মূলত একরকম হয় না তার কারণ আমরা একেক দিন একেক রকম চলাফেরা করে থাকি। সে কারণেই আমার চলতি সপ্তাহের এই দিনের স্কোর কম হয়েছিল।
সপ্তম দিন:
এই সপ্তাহের শেষ দিন তথা সপ্তম তম দিনে সুপারওয়াক এপ্স এর রিপোর্ট অনুযায়ী আমি ৯৪৮৮ স্টেপ হেঁটেছিলাম। তো বন্ধুরা এই ছিল আমার গত এক সপ্তাহের সুপারওয়াক এপ্স এর একটিভিটি। যা আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভাল লেগেছে।
ধন্যবাদ সবাইকে......।
আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Comments