New to Nutbox?

ডাই পোস্টঃ রঙ্গিন কাগজ দিয়ে ফুল তৈরি।

21 comments

selina75
72
2 days agoSteemit3 min read

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২রা পৌষ ১৪৩১ বঙ্গাব্দ,শীতকাল। ১৭ই ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

dt3.jpg

d2.jpg

বন্ধুরা নিয়মিত ব্লগিং এ আজ আবারও নতুন আর একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আর তা হলো একটি ডাই পোস্ট।রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার বেশ ভালো লাগে। তাইতো কাগজ দিয়ে বানানো বিভিন্ন জিনিস আপনাদের সাথে শেয়ার করি।আর আজ তাই একটি কাগজের ফুল বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। বেশ সহজ ফুলটি বানানো। তবে দেখতে বেশ সুন্দর। মনে হয় ফুলটি যেনো তার সকল সৌন্দর্য নিয়ে ফুটে রয়েছে। বেশ কম সময়ের মধ্যেই ফুলটি বানিয়ে নিয়েছি। আর এই ফুলটি বানাতে আমি উপকরণ হিসাবে ব্যবহার করেছি রঙ্গিন কাগজ সহ আরও কিছু উপকরণ।তাহলে আর দেরি না করে চলুন দেখে নেই ফুল তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি ফুলটি আপনাদের ভালো লাগবে।

উপকরণ

d14.jpg

d1.jpg

১। রঙ্গিন কাগজ
২।গাম
৩।কাঁচি
৪।হলুদ রং এর ক্লে
৫।টুথপিক

কাগজের ফুল তৈরির ধাপ সমুহ

ধাপ-১

d17.jpg

প্রথমে লাল রং এর কাগজ ১৪ সে;মিঃ X ২০ সেঃমিঃ সাইজের কেটে নিয়েছি ফুল বানানোর জন্য।

ধাপ-২

d13.jpg

কাগজটিকে জিকজাকভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

d12.jpg

d11.jpg

ভাঁজ করা কাগজটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। সেই সাথে কাগজের দু'প্রান্ত কোনা করে কেটে নিয়েছি।

ধাপ-৪

d10.jpg

d9.jpg

d8.jpg

দু'ভাজ করা কাগজটির খোলা অংশ দুটো গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। তাতে একটি ফুল তৈরি হয়েছে।

ধাপ-৫

d7.jpg

d6.jpg

এবার হলুদ রং এর ক্লে গোল করে চেপ্টা করে নিয়েছি। এবং তাতে টুথ পিক দিয়ে ডট ডট করে নিয়েছি। বানানো হলুদ ক্লে টি ফুলের মাঝখানে গাম দিয়ে লাগিয়ে দিয়েছি। একইভাবে ফুলের অপর পাশেও লাগিয়ে দিয়েছি।

ধাপ-৬

d5.jpg

d4.jpg

এবার সবুজ রং এর কাগজ কেটে পাতা বানিয়ে নিয়েছি। এবং ভাঁজ করে পাতার শিরা করে নিয়েছি।

ধাপ-৭

d3.jpg

d2.jpg

এবার সবুজ রং কাগজ প্যাচিয়ে ফুলের ডালা বানিয়ে নিয়েছি ।বানানো ডাল ফুলের সাথে গাম দিয়ে লাগিয়ে দিয়েছি। সেই সাথে বানানো পাতা দু'টোও ডালের সাথে লাগিয়ে দিয়েছি গাম দিয়ে। আর এভাবেই বানিয়ে নিলাম সুন্দর একটি কাগজের ফুল।

উপস্থাপন

dt2.jpg

d21.jpg

dt3.jpg

আশাকরি আজকে কাগজ দিয়ে বানানো ফুলটি আপনাদের ভালো লেগেছে।আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন ধরনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই
ক্যামেরাSamsung Galaxy A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ১৭ই ডিসেম্বর, ২০২৪ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Comments

Sort byBest