New to Nutbox?

ভিডিওগ্রাফি || কাপল ডান্স

13 comments

ronggin
73
5 days agoSteemit3 min read

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

InShot_20240622_210312612.jpg
ব্যানারটি ক্যানভা দিয়ে তৈরি

আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি ভিডিওগ্রাফি মূলক পোস্ট শেয়ার করবো। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি, নতুন নতুন ভিডিওগ্রাফি তোমাদের সাথে শেয়ার করার জন্য। ফুল, প্রকৃতি সহ অন্যান্য অনেক ধরনের ভিডিওগ্রাফি তোমাদের সাথে এতদিনে শেয়ার করেছি আমি। তবে আজ একটু ভিন্ন ধরনের একটি ভিডিওগ্রাফি মূলক পোস্ট তোমাদের সাথে শেয়ার করবো। এই ভিডিওগ্রাফিটিতে তোমরা কাপল ডান্স দেখতে পাবে। ২০২২ সালে আমার গ্রাজুয়েশনের শেষ সময়টাতে আমাদের কলেজে একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল। অর্থাৎ কলেজ থেকে বিদায় নেওয়ার পূর্বে একটা প্রোগ্রাম হয়েছিল, যেখানে আমাদের জুনিয়ররা বিভিন্ন ধরনের সেগমেন্টের আয়োজন করেছিল।

সেগুলোর মধ্যে ছিল নাটক, গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। এখানে অনেকেই একা নৃত্য করেছিল আবার কাপলরা মিলে নৃত্য করেছিল। সেই দিন সেই অনুষ্ঠানে দুই জোড়া কাপল বেশ সুন্দর নৃত্য করেছিল। তাদের সুন্দর নৃত্য দেখে, আমি সেদিন তাদের নৃত্যের কিছু অংশ আমার ফোনের ক্যামেরা দিয়ে ধারণ করেছিলাম । আমাদের ডিপার্টমেন্টের জুনিয়র গুলো বেশ এক্সপার্ট ছিল বিভিন্ন ধরনের কাজ করার ক্ষেত্রে। তাদের নৃত্য দেখলে তোমরা সেই বিষয়টা স্পষ্ট বুঝতে পারবে। আমরা তো সবাই মুগ্ধ হয়ে গেছিলাম, জুনিয়ররা যে এতটা ট্যালেন্টেড সেই বিষয়টা দেখে। যাইহোক, সেদিন সেই অনুষ্ঠানে অনেক আনন্দ করেছিলাম আমরা। এই ভিডিওগ্রাফিটি অনেকদিন ধরেই আমি ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো। তবে বিভিন্ন কারণে তা আর হয়ে ওঠেনি। আজ অনেকদিন পর ফোনের গ্যালারিতে ভিডিওগ্রাফি টি দেখে সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে গেলো। তাই ভাবলাম ভিডিওগ্রাফিটি তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও নতুন কিছু দেখার সুযোগ পেয়ে যাবে।

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন...


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীভিডিওগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ভিডিওগ্রাফার@ronggin
লোকেশননিউ ব্যারাকপুর, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, কাপল ডান্স এর এই ভিডিওগ্রাফি টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Comments

Sort byBest