New to Nutbox?

অরিগ্যামি || দুটি ভিন্ন কালারের সাপের অরিগ্যামি তৈরি।

36 comments

ronggin
73
13 days agoSteemit4 min read

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমি যদিও খুব বেশি ভালো নেই।

বন্ধুরা, আজকের এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করবো। এই অরিগ্যামি পোস্টটিতে আমি দুটি সাপের অরিগ্যামি তৈরি করেছি। তোমরা কিন্তু সাপের অরিগ্যামি দেখে আবার ভয় পেয়ো না। এগুলো বিষাক্ত সাপ নয়, এগুলো সবই ভালো সাপ। হিহি..যাইহোক , একটু মজা করলাম আর কি। আমাদের এই কমিউনিটিতে, অনেক আগে আমি কোন একজন ব্লগারকে এই সাপের অরিগ্যামি তৈরি করতে দেখেছিলাম। তখন আমি ভেবে রেখেছিলাম কোনো একদিন আমিও সাপের অরিগ্যামি তৈরি করবো । যাইহোক, প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে একটু ভাবনা চিন্তা করতে হয়। এইজন্য এই কাজগুলো করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। যাইহোক, আজকে সাপের অরিগ্যামি দুটি আমি কিভাবে করেছি তা স্টেপ বাই স্টেপ নিচে শেয়ার করলাম। আশা করি, তোমাদের এটি ভালো লাগবে।

InShot_20240508_011248214.jpg

InShot_20240508_011825557.jpg



প্রয়োজনীয় উপকরণ:

●বিভিন্ন কালারের পেপার
●আঠা
●কাঁচি
●স্কেল
●পেন্সিল
●কালো স্কেচ পেন

20240506_093320.jpg

🐍 প্রথম ধাপ 🐍

প্রথম ধাপে, দুটি ভিন্ন কালারের পেপার নিয়ে তা স্কেলের সাহায্যে ১০/১.৫ সেমি দৈর্ঘ্য ও প্রস্থে মেপে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম কিছু সংখ্যক ‌।

20240506_093955.jpg20240506_094408.jpg20240506_094735.jpg
20240506_094806.jpg20240506_095207.jpg

🐍 দ্বিতীয় ধাপ 🐍

এবার সেই কেটে নেওয়া কাগজগুলো থেকে একটি কাগজ নিয়ে তার এক অংশে আঠা লাগিয়ে অপর অংশের সাথে গোল করে জোড়া লাগিয়ে নিলাম।

20240506_095247.jpg20240506_095300.jpg20240506_095346.jpg

🐍 তৃতীয় ধাপ 🐍

এবার আরেকটি অন্য কালারের কাগজ নিয়ে, দ্বিতীয় ধাপে গোল করে জোড়া লাগানো কাগজটির মধ্যে দিয়ে সেটিও আঠার সাহায্যে জোড়া লাগিয়ে নিলাম গোল করে। এভাবে প্রত্যেকটি কাগজ পরপর জোড়া লাগিয়ে নিলাম একটি সাথে আরেকটি।

20240506_100712.jpg20240506_101003.jpg
20240506_095407.jpg20240506_095459.jpg20240506_102625.jpg

🐍 চতুর্থ ধাপ 🐍

এবার একটি কালার পেপারের উপর পেন্সিলের সাহায্যে সাপের মাথার মত এঁকে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম এবং তা আঠার সাহায্যে জোড়া লাগিয়ে নিলাম পূর্বের অংশের সাথে ।

20240506_101852.jpg20240506_101929.jpg
20240506_101941.jpg20240506_102110.jpg

🐍 পঞ্চম ধাপ 🐍

এরপরে একটি লাল কালারের পেপার নিয়ে, সেটা থেকে সাপের জিভ তৈরি করে তা আঠার সাহায্যে মুখের অংশে জোড়া লাগিয়ে নিলাম । তারপর একটি সাদা কালারের পেপার এর উপরে স্কেচ পেনের সাহায্যে চোখ এঁকে নিয়ে তা কাঁচির সাহায্যে কেটে, আঠার সাহায্যে মাথায় লাগিয়ে নিলাম। এবার একটি কালার পেপার ১৫ /২.৫ সেমি দৈর্ঘ্য প্রস্থে স্কেলের সাহায্যে মেপে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম এবং আঠার সাহায্যে সাপের লেজ তৈরি করে নিলাম।

20240506_102319.jpg20240506_102400.jpg20240506_093520.jpg
20240506_093827.jpg20240506_102439.jpg20240506_102625.jpg

🐍 ষষ্ঠ ধাপ 🐍

এবার আরও দুটি ভিন্ন কালারের পেপারের সাহায্যে উপরের ধাপগুলো অনুসরণ করে আরেকটি সাপের অরিগ্যামি তৈরি করে নিলাম।

20240506_102840.jpg20240506_103534.jpg
20240506_105023.jpg20240506_105704.jpg

🐍 সপ্তম ধাপ 🐍

এই ধাপে দুটো সাপের অরিগ্যামি পাশাপাশি রেখে সুন্দর করে কিছু ফটো তুলে নিলাম। এইভাবে আমার সাপের অরিগ্যামি তৈরির কাজটি সম্পন্ন করে নিলাম।

InShot_20240508_011825557.jpg

InShot_20240508_011757997.jpg

InShot_20240508_011739041.jpg

InShot_20240508_011858060.jpg


🐍 পোস্ট বিবরণ 🐍

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসSamsung Galaxy M31s
অরিগ্যামি মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা সাপের অরিগ্যামি দুটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Comments

Sort byBest