New to Nutbox?

এসিআই মটরস থেকে গিফট এবং সর্বোচ্চ সার্ভিস উপলক্ষে সিলেব্রেশন।

2 comments

razuahmed
72
3 days agoSteemit3 min read

C##

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



_1731437387727.jpg

ক্যানভা প্রো দিয়ে তৈরি।

কি অবস্থা সবার। আশা করি আপনারা সবাই জোশ মুড এ আছেন। আমিও আছি চমৎকার। ব্যস্ততা থাকার মাঝেও চেষ্টা করছি সময় করে স্টিমিটে আসার। আপনাদে ছাড়া থাকা মুশকিল। অবশ্য অফিসের ব্যস্ততার জন্য ভালো ফল ও পেয়েছি। তা নিয়েই আমার আজকের এ পোস্ট।

IMG-20241106-WA0007.jpg

অফিসের ব্যস্ততা আমাকে খুব ভালো ভাবেই ঘিরে ধরেছিলো। সব দিক থেকে অনেক অনেক প্রেশারের মাঝেও সার্ভাইব করে যেতে হয়েছে আমাকে। এমনকি এর জন্য আমি স্টিমিটে প্রায় পার্মানেন্টলি ইনএকটিভ হয়ে যেতে নিয়েছিলাম। কিন্তু আপনাদের প্রতি ও আমার বাংলা ব্লগ এর প্রতি যে ভালোবাসা রয়েছে তা আমাকে ইনএকটিভ থাকতে দেয়নি। এত্তো এত্তো ব্যস্ততার মাঝেও চেষ্টা করছি পোস্ট করে যাওয়ার। আসলে আমার দিকটা আমি বুঝি। আর এডমনি মডারেটর ভাইদের ও অনেক অনেক ধন্যবাদ তারা আমাকে কখনো প্রেশার দেয়নি যে কেনো কাজ করছিনা বা কিউরেশন অফ করে দিবে। তাদের প্রতি সত্যি আমি অনেক কৃতজ্ঞ। আমি নিজেও জানি একটিভিটি আমার খুব কম বা নাই বলা চলে। তবুও কখনো কেউ আমাকে বকাও দেয়নি। কিন্তু আমি খুব করে চেষ্টা করি আগের মতন হয়ে যাওয়ার। আসলে অফিসের ব্যস্ততায় তেমনটা করাও সহজ হয়ে উঠেনা। এই চাকরীর শুরুতে আমি স্টিমিটে খুব ভালো সময় দিতে পারতাম। আসলে তখন কাজ জানতাম কম। তাই অত চাপ ছিলোনা। কিন্তু এখন সম্পূর্ণ দায়িত্ব বুঝে পাওয়ার পর সব যেনো আমার উপর এসে পরে। সব কাজ আমার একারই করতে হয়। এ জন্যই সমস্যা তৈরি হয়ে গিয়েছে।

IMG-20241106-WA0005.jpg

IMG-20241106-WA0021.jpg

তো কিছু মাস আগে আমাদের এসিআই মোটরস থেকে একটা মিটিং এর আয়োজন করা হয়। সেখানে আমাদের লোকাল মেকানিক্স নামে একটা এপ এর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। যার মাধ্যমে আমাদের সার্ভিসের আশে পাশে যে লোকাল শপ গুলো আছে ওদের ডিস্কাউন্ট এর আয়োতায় আনার একটা সিস্টেম তুলে ধরা হয়। এর জন্য আমার উপর কাজ আসে নতুন করে অনেক। আমাকে আশে পাশে লোকাল মেকানিক্স দের ভিজিট এর দায়িত্ব দেওয়া হয়। আমিও এগুলো নিয়ে অনেক এনালাইসিস করি। এবং আমাদের সেল বৃদ্ধি করি। যদিও আমি ভিজিটে যাইনি। এই কাজ গুলো আমার এসিস্ট্যান্ট একটা রে দিয়ে করিয়েছি। তবে সেল বৃদ্ধি করতে পেরেছি বুঝিয়ে শুনিয়ে। সে প্রজেক্ট এর ৩ মাস হওয়াতে আমাদের আবার একটা মিটিং ডাকা হয়। সে মিটিং এ শুনি আমাদের সার্ভিস সেন্টার ঢাকা সেন্ট্রাল রিজিয়নে ২য় হয়েছে। আমার তো দেখে খুবই ভালো লাগে। এতো দিনের ব্যস্ততা এসব নিয়ে প্ল্যান সব সাক্সেস হয়েছে।

IMG-20241106-WA0040.jpg

IMG-20241106-WA0037.jpg

IMG-20241106-WA0034.jpg

তো এইতো গত বুধবার আমাদের মান্থলি মিটিং এর আয়োজন করা হয়। যেখানে আমাকে এসিআই মোটরস থেকে গিফট দেওয়া হবে। যেহেতু সেলস এর বেশিরভাগ ক্রেডিট আমার। সাথে আমাদের এক মাসে সর্বোচ্চ সার্ভিস এর রেকর্ড ও হয়। তারও সেলিব্রেশন করা হবে। আমার তো শুনেই খুব ভালো লাগলো। তবে মিটিং এ একটু বকুনি খেলাম। আবার সেল বৃদ্ধির জন্য স্যার এর প্রশংসাও পেলাম অনেক। এরপর আমাদের গিফট বুঝিয়ে দেওয়া হলো । খুবই ভালো লাগছিলো। এরপর আমরা কেক কেটে সিলেব্রেশন করলাম আমাদের সর্বোচ্চ সংখ্যক সার্ভিস এর জন্য।



░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

break .png

Purple Yellow Black Neon SciFi YouTube Banner (800 × 260 px) (800 × 250 px).gif

break .png

আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।

break .png

Banner.png

break .png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Comments

Sort byBest