আজকে আমি আপনাদের মাঝে আমার লেখা কিছু ভালোবাসার কবিতা নিয়ে হাজির হলাম। আসলে ভালোবাসার হৃদয়ের অনুভূতি, আর এই অনুভূতিগুলো হৃদয় থেকে জন্ম হয়ে থাকে। তাই হৃদয়ের অনুভূতিগুলো আমি অনু কবিতার মাধ্যমে প্রকাশ করেছি, আসলে গতকাল রাতে আমি একাই বসে ছিলাম। আর একা একা বসে প্রিয় মানুষের কথা ভাবতেছিলাম। সেই ভাবনাতেই কিছু অনুভূতি যেন আমার মনের ভিতর থেকে বের হচ্ছিল। সেই অনুভূতিগুলো নিয়ে আমি কবিতা লেখা শুরু করে দিলাম। আর এই কবিতাগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভালবাসার এই অনু কবিতা গুলো পড়ে আপনাদের কাছে ভালো লাগবে।
মনের মাঝে আছো তুমি,
মনের মানুষ হয়ে।
থাকবে তুমি মনের মাঝে,
জনম জনম ধরে।
ভালবাসার মানুষ হয়ে,
আছো তুমি আমার মনের জুড়ে,
রাখবো তোমাকে মনের,
ঘরে খুব যত্ন করে।
আজ এই বৃষ্টি ভেজা বিকাল বেলা,
তোমার কথা খুবই মনে পড়ে।
বৃষ্টির ফোঁটায় দেখলে আমার,
ভিজতে তাই যে ইচ্ছা করে।
তোমার হাতটি ধরে আমি,
ভিজবো এই বৃষ্টির দিনে।
ভালোবাসার গান বলবো আমি,
শুনবে তুমি আমার হাতে হাত রেখে।
চলো দুজন হারিয়ে যাই,
স্বপ্নের কোন এক দেশে।
যেখানে থাকবে না কেউ,
থাকব শুধু আমরা দুজন মিলে।
দুজন মিলে সুন্দর একটি,
ঘর সাজাবো ভালোবাসা দিয়ে।
ভালোবাসায় পরিপূর্ণতা পাবে,
মোদের এই রাজ্য জুড়ে।
জোসনা ভরা এই সুন্দর রাতে,
তোমার কথা খুবই মনে পড়ে।
তোমার কোলে মাথা রেখে,
তারা গুলো গুনবো আমি সারা রাত ভরে।
জোসনার এই মিটি মিটির আলো,
দেখতে লাগে ভালো।
তোমার কোলে মাথা রেখে,
পার করে দেবো এই রাতের আলো।
source
প্রিয় মানুষকে কেন্দ্র করে মনের অনুভূতিগুলো কবিতার মাধ্যমে প্রকাশ করার মধ্যে অন্যরকম মনের ভিতর শান্তি লাগে। যার কারণে আমি কবিতা লিখতে ভালবাসি, আর প্রিয় মানুষকে নিয়ে ভালোবাসার কবিতা গুলো লিখতে আরো বেশি ভালো লাগে। তাই আজকে আপনাদের মাঝে আমার লেখা চারটি অণু কবিতা শেয়ার করলাম। আর ভালোবাসার এই অনু কবিতাগুলো লিখতে পেরে আমি সত্যি অনেক আনন্দিত। আশা করছি আমার এই কবিতাগুলো পড়ে আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।💗🙏💗।
আমার পরিচয়
আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।
👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
Comments