New to Nutbox?

"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

10 comments

rayhan111
76
22 days agoSteemit3 min read

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

আজকে আমি আপনাদের মাঝে কিছু অনুভূতি নিয়ে হাজির হলাম। আসলে মনের অনুভূতি থেকে আমি কিছু কবিতা লিখেছি। মূলত আমি ভালোবাসার কিছু অনু কবিতা লিখেছি আরো বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু অনু কবিতা লিখেছি। বাংলাদেশের কিছু খারাপ মানুষ রয়েছে যারা অগ্রবাদী তারা আমাদের বন্ধু দেশ, পার্শ্ববর্তী ভারত দেশের পতাকাকে অসম্মান করেছে।এরকম জঘন্যতম কাজ যেন দ্বিতীয় বার না হয় সেই জন্য প্রতিবাদ জানাই। এদেরকে শাস্তির আওতায় আনলে দ্বিতীয়বার আর কেউ এরকম জঘন্য কাজ করার সাহস পাবে না বলে আমি মনে করি। তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে ভালোবাসার কবিতা আর প্রকৃত বন্ধু দেশকে নিয়েই মনের অনুভূতি থেকে দুটি কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার লেখা কবিতা পড়ে আপনাদের ভালো লাগবে।


একগুচ্ছ অনু কবিতা

মোঃরায়হান রেজা

অনু কবিতা-১


বন্ধু তুমি উপকারী,
ছিলে পাশে সব সময়।
তাইতো তোমার উপকার,
ভুলতে পারিনা আমরা সবাই।

তাইতো তোমার ইতিহাস,
স্মরণ করে দেয় আমায়।
তুমি ছিল প্রকৃত বন্ধু,
আছো তাই হৃদয়ের মনিকোঠায়।

তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
আমরা দুচোখ ভরে,
পাশে থাকবে বন্ধু তুমি,
আজীবন ধরে।

অনু কবিতা-২


সব ভেদাভেদ ভুলে গিয়ে,
গঠন করবো জাতি আমরা সকলে মিলে।
সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে,
এগিয়ে যাব আমরা বিশ্বের বুকে।

তাইতো আজ এসেছি মোরা,
মানুষ পরিচয়ে।
ভরে উঠবে পৃথিবীর মাঝে,
সুখের ঠিকানা জুড়ে।

অনু কবিতা-৩


সুখের রাজ্য গড়বো আমি।
তোমার ভালোবাসা দিয়ে।
তাইতো ভালোবাসার সকল স্বপ্ন,
পূরণ করব আমি তোমায় ভালোবেসে।

তোমায় নিয়ে সুখের রাজ্য,
তৈরি করব আমি।
ভালোবাসায় ভরিয়ে দিয়ো।
সুখের রাজ্যখানি।

অনু কবিতা-৪


মনের মাঝে রয়েছি তুমি,
খুব যত্ন করে।
ভালোবাসায় ভরিয়ে দেবো,
আমার জীবন জুড়ে।

তোমায় পেয়ে আমি হলাম ধন্য,
তাই তো বেঁচে আছি আমি প্রিয়,
তোমার ভালোবাসার জন্য।

fox-ga73d03b37_1920.png

source

আজকে আমি মনের অনুভূতি থেকেই চারটি অণু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। এই অনু কবিতাগুলো আমি আমার মনের অনুভূতি থেকে লিখেছি। ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে আর প্রকৃত বন্ধু দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা আমি উপলব্ধি করেছি মনের অনুভূতি দিয়ে। আসলে প্রকৃত বন্ধুরা সব সময় বিপদে আমাদের পাশে থাকে। ভারত আমাদের প্রকৃত বন্ধু। যারা আমাদের দেশ স্বাধীন হওয়ার থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের পাশেই রয়েছে। এত বড় একটি দেশ চাইলে আমাদের দেশকে নিমিষেই শেষ করতে পারে, কিন্তু সেই দেশ সব সময় বন্ধুরূপ আচরণ করেছে। আমাদের পাশে রয়েছে। তাই প্রকৃত বন্ধুকে সবসময় ভালোবাসা দিয়ে আগলে রাখা আমাদের দেশের প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব বলে আমি মনে করি।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Comments

Sort byBest