অনু-কবিতা :- ১১৭
5 comments
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আসলে এই জীবনের প্রত্যেকটা দিক সম্পর্কে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। কেননা আমরা যদি জীবনের সচেতন না থাকতে পারি তাহলে কোন এক সময় আমাদের জীবনে পরাজয় নেমে আসবে এবং আমরা অনেক বেশি পিছিয়ে যাব। আসলে জীবনে চারিদিকে বিভিন্ন ধরনের সমস্যা থাকে এবং সে সমস্যাগুলো যদি আমরা আস্তে আস্তে সমাধান করতে পারি এবং এই সমাধান করে যদি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে আমাদের পিছনে আর কোন ধরনের কোন সমস্যা পড়ে থাকবে না। কেননা আমরা যদি কোন সমস্যাকে জীবনের পিছনের দিকে ফিরে আসি তখন সে সমস্যা গুলো কিন্তু কমে যাওয়ার বদলে বরং দিন দিন আরও বাড়তে থাকবে। একসময় সেটি আমাদের সামনে বড় বাঁধা হয়ে দাঁড়াবে।
তবুও একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে কেউ কারো কখনো সাহায্য করে না বরং সুযোগ পেলে সবাই সবার ক্ষতি করার চেষ্টা করে। কেননা বর্তমান সময়ে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখি যে একটা কাজের জন্য মানুষ অনেক বেশি প্রতিযোগিতা করে। আর এই প্রতিযোগিতার ক্ষেত্রে কেউ কখনো কাউকে সাহায্য করার মত মন মানসিকতা রাখেনা। কেননা তারা এখন নিজেরা বিভিন্ন ধরনের অভাবে ভোগে তাহলে তারা কি করে অন্য মানুষের সাহায্য করবে। আসলে এই জীবনটা যদি আমরা সব সময় লড়াইয়ের মাধ্যমে চালিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই একদিন না একদিন আমরা জীবনের লড়াইয়ে জয়ী লাভ করতে পারব। তাছাড়া আমাদের আর কোন উপায় কখনো থাকবে না।
আসলে এই দিকগুলো মাথায় রেখে যদি আমরা সবাই মিলে একসঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং মানুষকে ভালবাসতে পারি তাহলে একদিন না একদিন আমাদের জীবনের জয়লাভ অবশ্যই হবে। আর আমরা যদি মানুষের কথা শুনে পিছনের দিকে পড়ে থাকি এবং মন খারাপ করে ঘরে বসে থাকি তাহলে কিন্তু কেউ আমাদেরকে কোনরকম সাহায্য করবে না এবং এর ফলে কিন্তু আমাদের জীবনটা সেখান থেকে নষ্ট হতে শুরু করবে। আর আমাদের জীবনে যদি আমরা জয়লাভ করি তখন সবাই আমাদেরকে বাহবা দেবে আর যদি আমরা সব সময় পরাজয় স্বীকার করে নি তাহলে কিন্তু কেউ আমাদেরকে কখনো ভালোবাসবে না বরং সব লোকেরা আমাদের দিকে সবসময় ঘৃণার চোখে তাকাবে এবং আমাদের থেকে দূরে থাকার চেষ্টা করবে।
✠ ০১ ✠
ঠিকানা নেই তো আমার জানা,
কোথায় যে আমি চলে যাচ্ছি।
কবে আমি পৌঁছাতে পারবো,
সেটা তো আমি জানিনা।
জীবনটা এতটা সহজ নয়,
সবকিছু বুঝে নিতে হয় আমাদের।
লড়াই করে বেঁচে থাকতে হবে,
কি করে দিন আমাদের কাটবে।
তবুও বেঁচে থাকার নাম জীবন,
বাস্তবতাকে মানিয়ে নিতে হয়।
বাস্তবতার সঙ্গে যারা লড়াই করে,
তারাই জীবনে জয়ী হয়।
✠ ০২ ✠
মানুষকে যারা সব সময় ঘৃণা করে,
মানুষের উপকার কখনো করে না।
কি করে মানুষের তারা ক্ষতি করবে,
মানুষের ক্ষতি করতে মন তাদের কাঁদে না।
এই সব মানুষেরা কবে বুঝবে,
ভালো কি তারা কখনো হবে না।
ভালো পথে যদি হাঁটা যায়,
সেই আনন্দ আর কোথাও পাওয়া যাবে না।
জীবন পথে আমাদের একা চলতে হবে,
কেহ পাশে আমাদের থাকবে না।
জীবনে যারা জয়লাভ করেছে,
জীবনটা তাদের সহজ কখনো ছিল না।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Comments