অনু-কবিতা :- ১১৪
4 comments
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে যারা কষ্ট করতে পারে তারা জীবনে অবশ্যই উন্নতি লাভ করতে পারে। আসলে পৃথিবীর মানুষ সবসময় একটু আরাম জীবন যাপনের জন্য বিভিন্নভাবে চেষ্টা করে। আসলে তারা যদি জীবনে একবার কষ্ট থেকে বের হয়ে এসে উন্নতির দিকে উঠে যেতে পারে তখন তাদের আর কখনো পিছনে দেখে ফিরে দেখাতে হয় না। এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে খুব নিম্ন শ্রেণি থেকে আজ উপরের দিকে উঠে এসেছে। আর তাদের পরিবার তাদেরকে কখনো একটু সাহায্য করতে পারেনি। কেননা তাদের পরিবারের অবস্থা তখন বেশি খারাপ ছিল। আসলে এইসব মানুষদের জীবনের সংগ্রাম যদি আপনি কখনো কারো কাছ থেকে জানতে পারবেন তখন আপনার মধ্যে আলাদা ধরনের একটা অনুভূতি চলে আসবে।
আসলে আমরা যদি সামান্য চেষ্টা করতে পারি তাহলে জীবনে অবশ্যই বড় হতে পারব। কেননা এই পৃথিবীতে চেষ্টা দ্বারা সবকিছুই সম্ভব। আর যারা সব সময় চেষ্টা করে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং জীবনের প্রত্যেকটা বাঁধা-বিপত্তিকে উপেক্ষা করে চাওয়ার মত মন মানসিকতা রাখতে পারে তারাই কিন্তু জীবনে বড় হতে পারে এবং এর মাধ্যমে তারা অবশ্যই পৃথিবীর উন্নতির শিকড়ে পৌঁছে যেতে পারে। একটা জিনিস আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে যে আপনার বিপদের সময় কিন্তু কেউ আপনার কখনো পাশে এসে দাঁড়াবে না। অর্থাৎ আপনার যখন বিপদ কেটে যাবে এবং আপনার জীবনের সুখ শান্তি পুনরায় চলে আসবে তখন কিন্তু সবাই আপনার পাশে পুনরায় চলে আসবে।
কেননা এই পৃথিবীতে দুঃখের সময় কেউ পাশে না থাকলেও সুখের সময় সবাই কিন্তু পাশে থাকে। আর এজন্য আমরা যতই দুঃখ কষ্ট সহ্য করি না কেন আমরা কিন্তু আমাদের লক্ষ্য থেকে কখনো পিছিয়ে আসবো না। আসলে কষ্ট করলে যেমন কেষ্ট মেলে তাই কষ্টকে সঙ্গী করে আমাদের জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আর এভাবে যদি আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে সংগ্রাম করে বেঁচে থাকার মত কঠোর মনোবল তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা কখনো জীবনে পিছনের দিকে ফিরে দেখাতে হবে না। আর এর ফলে জীবনে আমরা অবশ্যই একদিন না একদিন সফলতা অর্জন করব এবং মানুষের সাহায্যে সব সময় এগিয়ে আসব।
✠ ০১ ✠
কষ্টগুলো শুধু বাড়তে থাকে,
নিজের কষ্ট নিজের ভেতরে থাকে।
কষ্টের ভাগ কেহ নিতে চায় না,
কষ্টের জন্য আর বাঁচা যায় না।
এই পৃথিবীতে যারা কষ্ট করে,
তারা পরবর্তীতে আনন্দে থাকে।
সময়কে নষ্ট করে যারা বসে থাকে,
তারা বাকি জীবনটাতে কষ্টে থাকে।
পৃথিবীতে সফলতা অর্জনের জন্য,
সবাই দিনরাত অনেক পরিশ্রম করে।
পরিশ্রম করলে জীবনে সার্থকতা মেলে,
পাশে থাকবে তখন সবাই মিলে।
✠ ০২ ✠
কষ্টের সময় কেউ পাশে থাকে না,
সবাই পাশে থাকে সুখের সময়।
নিজের কষ্ট নিজেকেই দূর করতে হবে,
আপনার কষ্টকে শুধু দূর করবে না।
এই পৃথিবী একটা আজব জায়গা,
যেখানে সবাই সবার স্বার্থ বড় করে দেখে।
স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না,
স্বার্থ ফুরালে সবাই কেটে পড়ে।
তাইতো নিজের মনোবল বাড়িয়ে,
সামনের দিকে এগিয়ে যেতে হবে।
যতই বাঁধা বিপত্তি আসুক না জীবনে,
সবকিছুকে কাটিয়ে উপরে উঠতে হবে।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Comments