অনু-কবিতা :- ১১০
3 comments
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
একটা জিনিস আমরা সব সময় আমাদের নিজেদের ক্ষেত্রে লক্ষ্য করে দেখেছি যে আমরা যদি যতক্ষণ পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব ততক্ষণ মনে হবে যে সামনের পথটার কোন শেষ নেই। অর্থাৎ আপনি যতই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করবেন অথবা এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন ততই যেন পথটি বাড়তে থাকবে। একটা কথা আমরা সবাই জানি যে শেখার কোন বয়স নেই এবং জ্ঞানের কোন শেষ নেই। অর্থাৎ জীবনের যুদ্ধে যারা অংশগ্রহণ করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে তারা যদি চায় যে তারা সারাজীবন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাহলে তারা কখনো এই পথের কূল কিনারা খুঁজে পাবে না। তবুও আমরা কখনো ঘরে অলসের মতো পড়ে থাকবো না।
আমরা যদি জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমাদের দৃঢ় মনোবল থাকবে যে যত বাঁধা-বিপত্তি আসুক না কেন আমরা কখনো থমকে যাবো না তাহলে আমাদের দিনগুলো অবশ্যই ভালো হবে। আসলে এই পৃথিবীতে যারা কঠোর পরিশ্রম করার মত মন মানসিকতা রাখে তারাই অবশ্যই জীবনে সফলতা অর্জন করতে পারে। কিন্তু একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা শুধুমাত্র অন্য একটা মিশন সফল করার জন্য যদি জীবনের সংগ্রাম করে তাহলে সে জীবনের কখনো কোনো মানে নেই। অর্থাৎ আমাদের এমনভাবে এগোতে হবে যে আমাদের সামনে যে কোন কিছুই আসুক না কেন সবকিছুকে আমরা সমাধান করে অবশ্যই সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব। যদিও আমরা এর শেষ দেখতে পারবো না তবুও আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না।
আর এভাবে যারা মন মানসিকতা তৈরি করে সামনের দিকে এগিয়ে যেতে পারে তারাই কিন্তু জীবনে সফলতা অর্জন করে। আসলে এইসব লোকেদের দেখে বাকি লোকেরা সব সময় অনুপ্রাণিত হয় এবং তারাও তাদের চলা পথে এগিয়ে চলার চেষ্টা করে। এভাবে তারা কিন্তু একটা সময় এমন একটা জায়গায় পৌঁছে যায় যে তখন তাদের জীবনের শেষ সময়ে তারা চলে আসে। আমাদের জীবনটা বড়ই একটা অল্প সময়ের। আর এই ছোট জীবনে আমরা সবসময় চেষ্টা করব যে এক মুহূর্তের জন্য কোন জায়গায় স্থির না থাকার জন্য। কেননা এই জীবন সংগ্রামের মধ্যে একটা আলাদা ধরনের শান্তি থাকে। আর যারা এই শান্তিতে একবার মজা পেয়ে যায় তাদেরকে আপনি কখনো সংগ্রামের ভিতর থেকে বের করে আনতে পারবেন না।
✠ ০১ ✠
এই জীবনে পথের শেষ নাই,
সামনে এগোতে এগোতে হাঁপিয়ে যাই।
ক্লান্ত শরীর নিয়ে ভাবতে থাকি,
এ জীবনে পথ শেষ হবার নাই।
আপনি যত সামনে এগিয়ে যাবেন,
মনে হবে স্থির রয়েছেন জায়গায়।
কিন্তু যারা পৃথিবীতে পরিশ্রমী,
তাদের জীবনে কোন কষ্ট নাই।
একটা জিনিস সব সময় ভাবতে হবে,
জীবনের হিসাব বাদ রাখতে হবে।
কঠোর পরিশ্রম করলে জীবনে,
ভাতের কখনো না অভাব হবে।
✠ ০২ ✠
উন্নতির পথ এতটা সোজা নয়,
যতটা সহজ ভাবো বসে বসে।
জীবন যুদ্ধে অংশগ্রহণ করলে,
বুঝবে তুমি জীবনের আসল মানে।
এ জীবনে বহু মানুষ কষ্ট করে,
কষ্টের ফল পেয়েছে অবশেষে।
তুমিও না বসে চেষ্টা কর জীবনে,
ভালো ফল তুমি অবশ্যই পাবে।
জীবনে যারা সব সময় কষ্ট করে,
কষ্টের ফল অবশ্যই মিঠা হয়।
অলসভাবে যারা জীবন কাটায়,
জীবন থেকে তাদের সুখ হারিয়ে যায়।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Comments