New to Nutbox?

স্বরচিত কবিতা:- "বিজয়ের গান" 🇧🇩

11 comments

mohamad786
74
4 days agoSteemit3 min read

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।

আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস🇧🇩
এটি আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায়। এই দিনে বাঙালি জাতি বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জন করে তাদের বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা। বিজয় দিবস উপলক্ষে আমি সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

বিজয় দিবস আমাদের কাছে শুধু একটি তারিখ নয়; এটি আমাদের জাতীয় গৌরব ও পরিচয়ের প্রতীক। এটি সেই দিন, যখন বীর বাঙালির ত্যাগ, সাহসিকতা ও আত্মোৎসর্গের বিনিময়ে মুক্ত আকাশের নিচে লাল-সবুজের পতাকা উড়ল।২৫শে মার্চের কালরাত্রি থেকে শুরু হওয়া সংগ্রামের রক্তাক্ত ইতিহাসের সমাপ্তি ঘটেছিল এই বিজয়ের মাধ্যমে। এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই সব সাহসী যোদ্ধাকে, যারা অকাতরে প্রাণ উৎসর্গ করেছেন আমাদের স্বাধীনতার জন্য।

বিজয় দিবসের এই বিশেষ মুহূর্তে, আমার লেখা একটি কবিতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। কবিতাটির নাম “বিজয়ের গান”। এটি লিখেছি বিজয়ের অনুভূতি, মুক্তিযুদ্ধের ত্যাগ ও বীরত্বকে হৃদয়ে ধারণ করে।

1000042667.jpg

সোর্স

"বিজয়ের গান" 🇧🇩
মোঃ ফয়সাল আহমেদ

সালটা ছিল একাত্তর, রক্তে রাঙা দিন,
স্বাধীনতার দাবিতে উঠল জনতার রিন।
শোষণের জবাব দিল বীরদের দল,
মায়ের মাটি বাঁচাতে ঝাঁপালো সবাই একসাথে।

সাত মার্চের ভাষণ শুনে জ্বলে উঠল প্রাণ,
বঙ্গবন্ধুর ডাক যেন বিজয়ের গান।
রক্ত দিয়ে কেঁদে বলল, "স্বাধীন হবে দেশ,"
পঁচিশে মার্চের রাতে হলো রক্তশেষ।

গণহত্যার কালো রাতে রক্ত নদীর ধারা,
মুক্তির জন্য শুরু হলো যুদ্ধের খেলা সারা।
নয় মাসের রক্তমাখা অশ্রু, ব্যথা, ক্ষোভ,
অবশেষে এল বিজয়, দূর হলো সব শোক।

১৬ ডিসেম্বরের দিন লাল-সবুজের রং,
উড়ল পতাকা, সবার মুখে মুক্তির জয়ধ্বনি।
যাঁরা দিলেন জীবন, তাঁদের স্যালুট জানাই,
তাঁদের ত্যাগে আজ আমরা স্বাধীন পথের সাথি।

বাংলার মাঠে, বাংলার ঘাটে, গাই গান বিজয়ের,
বীর বাঙালি লড়াই করে ছিনিয়ে আনল স্বদেশ।
মুক্ত আকাশ, মুক্ত আলো, স্বাধীন দেশের নাম,
তাঁদের রক্তে লেখা হলো বাঙালির অধিকার।

আজকে সবাই একসাথে বলি একটাই কথা,
"এই দেশ আমার, স্বাধীনতার অমর সংগীত গাঁথা।"
শ্রদ্ধা জানাই শহীদদের, যাঁরা হারাল প্রাণ,
তাঁদের ত্যাগেই আজ আমাদের বিজয়ের এই গান।

জয় বাংলা🇧🇩✊


আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Comments

Sort byBest