New to Nutbox?

ডিজিটাল আর্ট পোস্ট- আমার বাংলা ব্লগ ফার্ম হাউজে বর্ষপূর্তি উদযাপনের ডিজিটাল আর্ট ||original ART by @maksudakawsar||

11 comments

maksudakawsar
73
4 months agoSteemit3 min read

আসসালামু আলাইকুম

শুভ জন্মদিন আমার প্রাণের প্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লগ। পথ চলার আজ তিনটি বছর পার করে আমাদের মাঝে আবারও উপস্থিত হয়েছে আরও নতুন একটি বছর। তাই তো পুরো আমার বাংলা ব্লগ মেতেছে কমিউনিটির তৃতীয় বছর উদযাপন করার উম্মাদোনায়। আজ এই বর্ষ পূর্তিতে জানাই আমাদের ফাউন্ডার @rme দাদা কে প্রাণঢালা অভিনন্দন আর শুভেচ্ছা। সেই সাথে জানাই কৃতজ্ঞতা। আজ দাদার জন্য আমরা এমন একটি কমিউনিটি পেয়েছি। সেই সাথে পেয়েছি নিজের ভাষায় মনের কথা গুলো প্রকাশ করার সুন্দর একটি মাধ্যম।

আর তাই তো প্রিয় কমিউনিটির এমন একটি দিনে আর চুপ করে বসে থাকতে পারলাম না। মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে প্রিয় কমিউনিটিকে নিয়ে হাজারও কথা। মনে মনে ভাবছি সবাই মিলে যদি এই বর্ষপূর্তির অনুষ্ঠানটি কোন এক জোৎস্না রাতে খোলা কোন ময়দানে উপভোগ করা যেত তাহলে কতই না মজা হতো।কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তাই তো মনের কল্পনা হতে আজ একটি বর্ষপূর্তির অনুষ্ঠান তৈরি করে নিলাম। আর ডিজিটাল আর্টের মাধ্যমে সেটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

Screenshot_11.png

image.png

তৃতীয় বর্ষপূর্তি উদযাপনের ডিজিটাল আর্ট

ধাপ সমূহ

ধাপ-১

image.png

প্রথমে ৯৭৫*৫৩০ সাইজের একটি সাদা পেইজ নিতে হবে।

ধাপ-২

Screenshot_2.png

এবার টুলবার হতে রোল টুল নিয়ে পেইজটির মধ্যে কিছু দাগ অঙ্কন করে নিতে হবে।তারপর সেই দাগের মধ্যে বিভিন্ন রকমের রং দিয়ে কালার করে নিতে হবে।

ধাপ-৩

Screenshot_3.png

Screenshot_4.png

এবার রিসাইজ টুল ব্যবহার করে পুরো পেইজটির কালার মিক্সড করে নিতে হবে।

ধাপ-৪

Screenshot_5.png

এবার টুলবার বৃত্ত আকারের টুল দিয়ে পেইজ এর মাঝখানে একটি কেক বানানোর জন্য একটি গোল বৃত্ত অঙ্কন করে দিতে হবে।

ধাপ-৫

Screenshot_7.png

এবার নির্ধারিত টুল দিয়ে জন্মদিনের কেক এবং একটি এবিবি স্কুল পুরোটা অঙ্কন করে নিলাম।

ধাপ-৬

Screenshot_8.png

এবার আবার নির্ধারিত টুল ব্যবহার করে এবিবি স্কুলের সামনে কিছু ইউজারদের গল্প করার দৃশ্য অঙ্কন করে নিলাম।

ধাপ-৭

Screenshot10.png

এবার খোলা আকাশে রাতের চাঁদ, এবিবি স্কুলের পাশে একটি ফুটবল খেলার মাঠ এবং কিছু ছোট ছোট ফুল গাছ অঙ্কন করে নিতে হবে।

ধাপ-৮

Screenshot_9.png

এবার রাতের আকাশে কিছু তারা অঙ্কন করে আমার বাংলা ব্লগ ফার্ম হাউজ কথাটি লিখে দিতে হবে।

শেষ ধাপ

Screenshot_11.png

এখন পেইজের এক কোনায় একটি স্বাক্ষর করে দিলেই হয়ে যাবে আমার বাংলা ব্লগ ফার্ম হাউজে বর্ষপূর্তি উদযাপনের ডিজিটাল আর্ট।

image.png

উপস্থাপনা

Screenshot_11.png

যে কোন আর্টই যদি সুন্দর করে উপস্থাপনা করা যায় তাহলে সকলের কাছে গ্রহণযোগ্য হয়। আর আপনাদের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্যই আমার আজকের এই ডিজিটাল আর্টের মাধ্যমে ড়ন্ত বিকেলের সমুদ্র সৈকতের আর্ট।

image.png

শেষ কথা

বন্ধুরা কেমন হলো সবাই মিলে আমার বাংলা ব্লগ ফার্ম হাউজে বর্ষপূর্তি প্রোগ্রামের ডিজিটাল আর্টটি। আশা করি আপনাদের মতামত জানিয়ে ধন্য করবেন।

image.png

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

image.png

Screenshot_1.png

Comments

Sort byBest