New to Nutbox?

$PUSS এখন ডানা ছড়াচ্ছে

11 comments

maksudakawsar
73
2 months agoSteemit4 min read

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে থাকেন না কেন বেশ ভালোই আছেন। আমিও আছি ব্যস্ত জীবনে ব্যস্ত সময় কে নিয়ে চলে যাচেছ দিন আর রাত গুলো। বুঝলাম না কেমন করে যে এমন ব্যস্ত হয়ে গেল জীবনের সময়গুলো, কখন যে সূর্য ‍উঠে আর ‍ডুবে তার কিছুই আজকাল বুঝতে পারি না। আরে ভাই বুঝবো কেমন করে? আমার চোখে তো আবার রঙিন চশমা পড়া আছে। তাই সেই চশমার ফাঁক দিয়ে দিনের আলো আর রাতের অন্ধকার কিছুই দেখা যায় না। তবুও আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছি জবনের তাগিদে।

আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার। ব্যস্ততার মাঝেও চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাথে যুক্ত থাকার। আর নিজের একটিভিটিস ধরে রাখার। কারন দিন শেষে তো নিজের কাজের হিসাব নিজেকেই করতে হবে। প্রতিদিনের মত করে আজও চলে আসলাম নিজের একটি লেখা শেয়ার করার জন্য। হয়েতো আমি আপনাদের মত এত ক্রেয়েটিভ মানুষ নয়। তবুও নিজের যতটুকু মেধা আছে তাই নিয়েই এগিয়ে যেতে চাই। যদি আপনাদের দোয়া পাই।

জীবনের কিছু ভুল আছে যে গুলো কেবল বুকের ভিতর যন্ত্রণার তৈরি করে। আর আমার মনে হয় আমার জীবনে ভুলের সংখ্যাটাই বেশী। এই যেমন আরও একটি ভুল হয়ে গেল । ভুল হয়ে গেল প্রিয় $PUSS কে বেশী করে না কিনে রাখা। আজ যখন দেখলাম $PUSS এর দাম আকাশ ছোঁয়া তখন থেকেই শুধু বুকের মধ্যে একটু একটু কষ্ট হচ্ছে। আচ্ছা আমার মত করে আপনাদেরও কি বুকের মধ্যে একটু একটু করে কষ্ট হচ্ছে? জানি আমার মত সবারই হচেছ। তবে একটু খুশির ব্যাপার হলো কম হলেও কিছু $PUSS আমি ঘরে তুলতে পেরেছি।


image.png

$PUSS এখন ডানা ছড়াচ্ছে

দিনের পর দিন বেড়েই চলেছে $PUSS এর কদর। $PUSS এখন শুধু আমার বাংলা ব্লগ কমিউনিটিতে নয়। বরং অন্য কমিউনিটিগুলোর জন্য স্বপ্ন। স্টিমিট প্লাটফর্মের অনেকেই এখন $PUSS কে নিয়ে স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছে। কারন $PUSS তো তার রূপ প্রথম ধাক্কাতেই সবাইকে বুঝিয়ে দিয়েছে।$PUSS বুঝিয়ে দিয়েছে সে হলো আমাদের স্বপ্নের বাস্তবতার রূপ।$PUSS হলো আমাদের সুন্দর ভবিষৎ। আর $PUSS হলো নতুন স্বপ্নের সিঁড়ি। আমার মনে হয়ে আমাদের মধ্যে যারা প্রথম দিকে $PUSS কিনতে পারেননি তারা অনেককেই $PUSS নিয়ে আফসোস করছে।আফসোস করছে নিজের বোকামীর জন্যও। কারন $PUSS এর এখনকার অবস্থা দেখে সত্যি কিন্ত সবাই হতবাক। আর নির্বাকও বটে।

আমার মনে হয় সত্যিকারের ভাগ্যবান তাড়াই যারা কিনা $PUSS এর সঠিক কদর বুঝতে পেরে $PUSS কে নিজের মত করে ঘরে তুলে নিয়েছে। গড়ে সুন্দর ভবিষৎ। আমরা যারা সরকারি চাকরি করি তারা চাকরি শেষে এককালীন যে পেনশন পাবে সেটাই এক সময়ে $PUSS হতে ইনকাম করতে পারবে বলে আমার বিশ্বাস। তাই আমাদের সবার উচিত $PUSS এর হাত কে আরও বেশী শক্তিশালী করে তুলতে বেশী বেশী করে $PUSS এর প্রমোশন করা। যাতে করে ডানা মেলে দেওয়া $PUSS এর কদর সারা বিশ্বের মানুষ বুঝতে পারে। আর এক সময়ে আমাদের দাদার আবিস্কার করা এই $PUSS নিয়ে সারা বিশ্বের মানুষ গর্ব করে।

হাজার স্বপ্নে কর্ণধার এই $PUSS নিয়ে আমাদের স্বপ্নগুলো বৃথা যাবে না, এটা আমার বিশ্বাস। কোন এক সময় এই $PUSS অনেক ডানা ছড়াবে। ডানা ছড়িয়ে তার ঘরে আবার নাতি পুতি বানাবে। তাই অনেক শক্ত মন নিয়ে আমাদের কে $PUSS এর সাথে সন্ধি করে, তাকে ভালোবেসে আর আদর যত্ন দিয়ে সবার মাঝে সেই ভালোবাসা ছড়িয়ে দিতে হবে। তাহলেই সবাই দিনের পর দিন চিনতে পারবে $PUSS কে । বুঝতে পারবে $PUSS এর কদর। তাই আসুন আমরা সবাই মিলে সবার কাছে $PUSS কে মেলে ধরার চেষ্টা করি। ডানা মেলে দেওয়া $PUSS কে আরও বেশী ডানা গজাতে সহায়তা করি।

image.png

শেষ কথা

জানিনা কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের পোস্ট। তবে ভালো লাগলে আমার ও ভালো লাগবে। ভালো থাকেন, সুস্থ থাকেন।

image.png

ধন্যবাদ সকলকে

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

image.png

![Twitter_Banner_24.webp]

IMG_5113.webp

Comments

Sort byBest