New to Nutbox?

মজাদার ইয়াম্মী মুরগির রোস্টের রেসিপি

28 comments

mahfuzanila
64
11 days agoSteemit4 min read

আসসালামু আলাইকুম

আমার প্রিয় পরিবারের প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি সবাই এই প্রচন্ড গরমের তাপদাহে ভালোই আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। কিন্তু গরমে অস্থির জীবন পার করছি। এই সমস্যাটি শুধু আমার নয় সারা বাংলাদেশ জুড়ে সবাই অস্থির জীবন পার করছে। বিশেষ করে যারা দিনমজুর বা রিক্সা ওয়ালা। রোদে খেটে খাওয়া মানুষগুলোর অবস্থা আরও খারাপ। আল্লাহ্ যেন আমাদের সবাইকে অতি তাড়াতাড়ি এই সমস্যা থেকে মুক্তি দান করেন।

image.png

image.png

আমার সকল ভাই-বোনেরা আজ আবারও হাজির হলাম আপনাদের সবার মাঝে
আমার আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজ যেই ব্লগটি নিয়ে এলাম তা হলো ঈদে রান্না করা একটি রেসিপি। ঈদে প্রতিদিনের তুলনায় সবাই ঘরে ঘরে অনেক ভালো ও বিভিন্ন মজাদার আইটেম রান্না করি। আসলে ঈদের আনন্দের অনুভূতির কথা বলে শেষ করা যাবে না। তবে এবার ঈদ আমার ভালো কাটেনি। অসুস্থ ছিলাম ।তারপরও ঈদ, পরিবার ও মেহমানদের কথা ভেবে রান্নাতো করতেই হবে। তাই এবার ঈদে তেমন একটা আইটেম করা হয়নি। শুধু পোলাও রোস্ট ও আরও একটি রেসিপি রান্না করেছিলাম । আর তার থেকে আজ আমি মুরগির রোস্ট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে এসে। আমি কিন্তু মুরগির রোস্ট দিয়ে পোলাও খেতে পছন্দ করি। তাও আবার রান্না করা পোলাও পরদিন বা দুদিন পর ফ্রিজ থেকে বের করে ও গরম করে আমার মতো কে কে খেতে পছন্দ করেন? হাত তুলেন। তবে আজ আমার মুরগির রোস্টটি কিন্তু অনেক ইয়াম্মী হয়েছিল। ভাবিনি যে এতটাই মজা হবে। তাহলে চলুন কথা না বলে আজ আমার মজাদার ইয়াম্মী মুরগির রোস্টের রেসিপিটি দেখে আসি।

মজাদার ইয়াম্মী মুরগির রোস্টের রেসিপি

প্রয়োজনীয় উপকরণ সমূহ

রেসিপির বিবরণ
মুরগির মাংস১০ পিস
টকদইহাফ কাপ
চিনাবাদামপরিমান মত
কাঠ বাদামপরিমান মত
কাজু বাদামপরিমান মত
পেস্তা বাদামপরিমান মত
জয়ফল জয়ত্রীপরিমান মত
পোস্ত দানাপরিমান মত
দারুচিনিপরিমান মত
গোলমরিচপরিমান মত
এলাচীপরিমান মত
লবঙ্গপরিমান মত
মরিচগুড়াপরিমান মত
দুধপরিমান তা
জর্দ রং পরিমান মতপরিমান মত
পেঁয়াজ কুচিপরিমান মত
চিনিপরিমান মত
কেওরা জলপরিমান মত
লবনপরিমান মত

প্রস্তুত প্রণালী

ধাপ-১

image.png

image.png

প্রথমে মুরগির পিছগুলো কেটে ধুয়ে জর্দা রং দিয়ে কিছুক্ষন ভিজিয়ে নিলাম। এরপর তুলে ঝড়িয়ে নিলাম

ধাপ-২

image.png

image.png

এবার রোস্টের জন্য সকল মসলাগুলো পাটায় বেটে নিলাম

ধাপ-৩

image.png

image.png

image.png

image.png

এবার চুলায় প্যান বসিয়ে তাতে পরিমান মত তেল দিয়ে একে একে রোস্টগুলো ভেজে নিলাম।

ধাপ-৪

image.png

image.png

image.png

এবার ভাজা শেষ হলে প্যানে রাখা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো বেরেস্তা করে অর্ধেক তুলে নিলাম।

ধাপ-৫

image.png

image.png

এবার তার মধ্যে একে একে পরিমানমত আদা রসুন বাটা, মরিচগুড়া, বেটে রাখা রোস্টের মসলা ও পরিমান মত লবন দিয়ে নেড়ে দিলাম ও সামান্য একটু পানি দিলাম।

ধাপ-৬

image.png

image.png

image.png

এবার তার মধ্যে টকদইগুলো দিয়ে মসলগুলো কসিয়ে নিলাম এবং কসানো হয়ে এলে ও মসলগুলো লাল হয়ে এলে তার মধ্যে ভেজে রাখা রোস্টগুলো দিয়ে দিলাম।

ধাপ-৭

image.png

image.png

image.png

এবার রোস্টগুলো কিছুক্ষন পরপর উল্টে পাল্টে নেড়ে দিলাম। আর পরিমান মত পানি দিয়ে দিলাম।

image.png

image.png

image.png

এবার কিছুক্ষন পর তার মধ্যে গুড়াদুধ গুলো দিয়ে আবারও নেড়ে দিলাম।

image.png

image.png

এবার তুলে রাখা পেঁয়াজ বেরেস্তা গুলোর সাথে পরিমান মত চিনি মেখে নিলাম। আর রোস্টগুলোর মধ্যে দিয়ে দিলাম।

image.png
image.png

এখন কিছুক্ষন পর রোস্টগুলোর মধ্যে কয়েক ফোটা কেওরা দিয়ে কিছুক্ষন অপেক্ষা করলাম হয়ে যাওয়া পর্যন্ত।

শেষ-ধাপ

image.png

image.png

এবার যখন বুঝলাম যে হয়ে গেছে তখন গরম গরম পোলাও এর সাথে খাওয়ার জন্য পরিবেশননের জন্য নামিয়ে নিলাম।

পরিবেশন

image.png

আজ সবাই বলেন তো কেমন হলো আমার আজকের মজাদার ইয়াম্মী মুরগির রোস্ট রেসিপি? আমি আশা করবো আমার আজকের এই রেসিপিটিও আগের মতো আপনাদের সবার কাছে ভালো লাগবে। আজ তাহলে এখানেই আমার রেসিপির ব্লগটি শেষ করছি। আগামীতে আবারও নতুন কোন সুন্দর ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ্। এই পচন্ড গরমে সকলের সুস্থ্যতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।সবাই ভালো থাকবেন।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা আমার ইউজার নাম @mahfuzanila আমার পছন্দ ঘুরাঘুরি ভ্রমন করা ,ছবি আঁকা,বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে,ফটোগ্রাফি,ডাই প্রজেক্ট বানাতে ও পেইন্টিং করতেও দারুণ পছন্দ করি। আর বেশী পছন্দ করি মজার রেসিপি করতে,মন খারাপ থাকলে গান শুনতে ও গান গাইতে আর সবচেয়ে বেশী ঘুমাতে।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Comments

Sort byBest