শ্বশুরের অসুস্থতা।
9 comments
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
হ্যালো বন্ধুরা 💞
আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। চলুন এবার শুরু করা যাক।
বেশ কিছুদিন ধরে আমার শশুর অসুস্থ ছিলো। মাঝখানে কিছুদিন চিকিৎসা করার পরে আল্লাহর রহমতে সুস্থ হোন। এর পরে হঠাৎ করে একদিন চোখে ব্যথা পায়। যদিও সেভাবে গুরুত্ব দেয় নি। এর কয়েকদিন পরে তো চোখ নিয়ে খুব খারাপ অবস্থা। এর পরে মক্কা চক্ষু হাসপাতাল নিয়ে গিয়ে চোখের বেশ কিছু চিকিৎসা করানো হয়। এর পরে চোঁখের পরিক্ষা নিরিক্ষা করে বুঝতে পারেন চোখের লেন্সে সমস্যা হয়েছে। চোঁখের অপারেশন করতে হবে। এর পরে হাসপাতাল থেকে চোঁখের অপারেশন এর তারিখ নিয়ে বাসায় চলে আসে।
এর পরে দুইদিন মোটামুটি ভালো ছিলো। তার পরে হঠাৎ করে পেশার অনেক বেশি হাই হয়ে যায়। যার কারনে বিভিন্ন ধরণের সমস্যা দেখা যায়। তার পরে আবারো কুয়েত হাসপাতালে নিয়ে গেলে তারা সেখানে ঠিক করতে পারে না। এর পরে করমিতলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরিক্ষা করে হার্টের সমস্যা ধরা পরে এবং পেশার অনেক বেশি। এর পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সব মিলিয়ে খুব খারাপ অবস্থা।
রাস্তার যে অবস্থা অনেক কষ্ট করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলো। তার পরে সেখানে পরিক্ষা নিরিক্ষা করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হলো। সেখানে প্রায় দুইদিন চিকিৎসার পর এখন আল্লাহর রহমতে মোটামুটি ভালো। আমি গতকাল সেখানে দেখতে গিয়েছিলাম। আজকে বিকেল বেলায় হাসপাতাল থেকে রিলিজ করে দিয়েছে। সবাই মিলে সন্ধ্যায় বাসায় আসলাম।
অতিরিক্ত টেনশন এর কারনে এধরনের সমস্যা গুলো বেশি দেখা দিয়েছে। হাসপাতালে না গেলে আসলে বোঝা যায় না। হাজার হাজার মানুষ অসুস্থ। কিছুক্ষণ পর পর একজন করে লোক মারা যায় সত্যি ভীষণ খারাপ লাগে। শশুর মশাই হয়তো চোখের অপারেশন নিয়ে বেশি টেনশন করেছেন। বাসায় এসে সবাই মিলে শশুর মশাই কে ভালো ভাবে বোঝা হলো। শরীর মোটামুটি ভালো হলে পরে চোখের অপারেশন করা হবে। এখন আল্লাহর রহমতে শশুর সুস্থ হয়েছেন এজন্য সবার মনটা বেশ ভালো। আসলে পরিবারের কেউ অসুস্থ হলে পুরো পরিবারের অবস্থা খারাপ হয়ে যায়। আপনাদের পরিবারের জন্য দোয়া এবং শুভ কামনা রইলো। সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন। চোঁখের অপারেশন যেনো ভালো ভালোয় হয়ে যায়। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
Comments