PUSS কেনার গল্প। || by @kazi-raihan
3 comments
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ - ৩রা আশ্বিন | ১৪৩১ বঙ্গাব্দ | বুধবার | শরৎ-কাল |
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
আজ দীর্ঘ ১২ দিন পরে কমিউনিটিতে আবার নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। নিজেদের নতুন একটি ব্যবসা নিয়ে প্রচন্ড ব্যস্ত। যার কারণে দীর্ঘদিন কমিউনিটিতে সময় দিতে পারিনি। মোটামুটি বলা চলে আমাদের নতুন ব্যবসাটা এখন রানিং হয়ে গিয়েছে তাই আগের মতো এখন আর সেখানে পুরোপুরি সময় দিতে হচ্ছে না আব্বু একা একাই সামাল দিতে পারছে তাই কিছুটা হলেও স্বস্তিতে আছি। যেহেতু ভাইয়া আর আব্বু আলাদা দুইটা ব্যবসা সামলাচ্ছে সেক্ষেত্রে তাদের দুজনের কম বেশি সাহায্যের জন্য নিজেকে অনেক সময় ব্যস্ত থাকতে হয় তাই রুটিন অনুযায়ী কাজ করতে হয়। নিজের ব্যস্ততার কথা আসলে বলে শেষ করা যাবে না প্রতিটা মানুষ তার জীবন নিয়ে ব্যস্ত তেমনি আমিও হা হা হা। তাহলে এখন মূল প্রসঙ্গ নিয়ে কিছু আলোচনা করি।
মূলত যখন PUSS কয়েন আসলো তখন আমি অনেকটাই ব্যস্ত ছিলাম যার কারণে বিস্তারিত সবকিছু সম্পর্কে পুরোপুরি অবগত ছিলাম না তাই শুরুর দিকে খুব বেশি PUSS কয়েন কিনতে পারিনি। পরের সপ্তাহে যখন বিস্তারিত বিষয়টি সিরিয়াস নিলাম তখন অলরেডি মার্কেট অনেক বেড়ে গিয়েছে তাই চাইলেও অনেক বেশি PUSS কেনা রিস্কি মনে করেছিলাম। কিন্তু তখনও মার্কেট উপরের দিকে যাচ্ছিল অর্থাৎ মার্কেট বাড়ছিল। সব শেষে সিদ্ধান্ত নিলাম কিছু $PUSS কিনব কিন্তু কাছে সেরকম টাকা ছিল না। অবশ্য কিছু টাকা আমি জমিয়ে রেখেছিলাম বলা চলে কমিউনিটি থেকেই এই ইচ্ছাটা কারো মাধ্যমে মনে জন্মেছিল। তবে কেউ একজন কমিউনিটিতে বিভিন্ন দেশের টাকা জমিয়ে নিজের শখ নিয়ে পোস্ট করেছিল আর আমি কিছু নতুন ভিন্ন ভিন্ন টাকা জমিয়ে নিজের একটা শখ পূরণের চেষ্টা করেছিলাম। একদম ব্যাংক থেকে তোলা নতুন ১০০ টাকা ৫০ টাকা ৫০০ টাকা ১০০০ টাকা এরকম অনেকগুলো টাকার নোট আমার কাছে গোছানো ছিল। সব মিলিয়ে প্রায় দশ হাজার টাকা সবেমাত্র গুছিয়ে ছিলাম।
মনে মনে ভেবে রেখেছিলাম এই টাকাগুলো কোন একজন বিশেষ মানুষকে বিশেষ দিনে উপহার দিব তবে সেই আশা ভঙ্গ করে সিদ্ধান্ত নিলাম নতুন টাকা দিয়েই $PUSS কিনব। রাতে মোটামুটি পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে ফেললাম তাই সকাল বেলা বাজারে গিয়ে বিকাশের দোকান থেকে ১০০০০ টাকা বিকাশে ক্যাশ ইন করে নিলাম। বাইনান্স থেকে একজন বায়ারের কাছ থেকে ১০০০০ টাকার ডলার কিনলাম। বাইনাস থেকেই ডলার গুলোকে TRX রূপান্তর করলাম। পরবর্তীতে যা ডলার কিনেছিলাম তা থেকে আমি ৯৫১ TRX পেলাম যা আমি আমার TRON ওয়ালেটে ট্রান্সফার করলাম। তখন অলরেডি মার্কেট অনেক হাই ছিল যার কারণে খুব বেশি $PUSS হয়নি। যাই হোক বিকাশে টাকা ক্যাশ ইন করার পরে আমি যখন দোকানদারকে নতুন টাকা গুলো গুনে দিয়েছিলাম তখন দোকানদার আমাকে জিজ্ঞেস করল এতো নতুন টাকা কোথায় পেলে?? আমি তখন বললাম অনেক শখ করে টাকাগুলো গুছিয়ে ছিলাম কিন্তু এখন একটি কাজে লাগাবো। কথাটা শুনে দোকানদার আমার দিকে চেয়ে মুচকি হাসি দিল।
মূলত টাকাগুলো আমি অনেক শখের বসে গুছিয়ে ছিলাম কাউকে উপহার দেওয়ার জন্য তাই টাকাগুলো যখন দোকানদারকে দিয়েছিলাম তখন নিজের কাছে একটু খারাপ লাগছিল তবে পরবর্তীতে যখন আমি সব টাকার $PUSS কিনে ফেলেছিলাম আর সেটার দাম যখন অনেকটা বেড়ে গিয়েছিল তখন আর সেই নতুন টাকার কষ্টটা কিছু মনে হয়নি অর্থাৎ নতুন টাকাগুলো দোকানদারকে দেয়ার পরে মনের ভেতর যে একটা খুব তৈরি হয়েছিল একটু কষ্ট লেগেছিল সেই কষ্টটা পুরোপুরি দূর হয়ে গিয়েছিল। সত্যি বলতে আরও বেশি ভালো লাগছিল কারণ ১০০ ডলার তখন প্রায় ২০০ ডলার হয়ে গিয়েছিল। হয়তো মার্কেট আরো বাড়বে আরো বেশি প্রফিট পাব তবে এখান থেকে যে প্রফিট পাবো তার থেকে ১০ হাজার টাকা সেই মানুষটার জন্য আবার আলাদা করে রেখে দিব হয়তো কিছুদিন পরে তাকে দিতে পারব। প্রয়োজনে ঢাকা গিয়ে নতুন টাকা কিনে সেই মানুষটাকে নতুন টাকা উপহার দিব।
বর্তমানে মার্কেট বেশ ভালো পজিশনে আছে আশা রাখছি এখন যে অবস্থানে আছে মার্কেট এর দ্বিগুণ পরিবর্তন হবে অর্থাৎ যে অবস্থানে আছে তার থেকে দ্বিগুণ বৃদ্ধি পাবে। মাঝে মাঝে চিন্তা করি আমাদের সবার প্রিয় @rme দাদা যখন যে প্রজেক্টে হাত দিয়েছে সেখানেই সফলতা পেয়েছে আর ঠিক একইভাবে এই $PUSS কয়েনটাও সাকসেসফুল হয়ে যাবে। একসময় এই কয়েনটা বাইনান্সে লিস্ট হয়ে যাবে তখন সবাই জানতে পারবে আমার বাংলা ব্লগ কমিউনিটির মেমো কয়েনের নাম $PUSS। আসলে এখানে ইনভেস্ট করার সবচেয়ে বড় যে কনফিডেন্স পেয়েছি সেটা হচ্ছে দাদা নিজে এই কয়েনটা নিয়ে কাজ করেছে আর এই কয়েনটা ১০০% সাকসেসফুল হবে সেটা আমি শিওর ছিলাম। বলা চলে, দাদার প্রতি একটা দৃঢ় বিশ্বাস আছে যে তিনি যেহেতু এই কয়েনটার সাথে জড়িত আছেন সেহেতু এই কয়েনটা সাকসেসফুল হবেই ইনশাল্লাহ।
এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।
সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Comments