আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৬ || শেয়ার করো তোমার সেরা শীতকালীন সেরা ফটোগ্রাফি @junaidahmed
17 comments
প্রিয় আমার বাংলা ব্লগের সদস্যবৃন্দ , শীতের ভোরে আপনাদের সবাইকে জানাই ১লা পৌষ ১৪৩১ বঙ্গাব্দের শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো ও সুস্থ আছেন , আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্।
আজকে আমি আমার বাংলা ব্লগ কতৃক আয়োজিত "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৬ || শেয়ার করো তোমার সেরা শীতকালীন সেরা ফটোগ্রাফি কনটেস্ট এ অংশ নিতে যাচ্ছি । সময়োপযোগী এই দারুণ কনটেস্টি আয়োজন করার জন্য @kingporos দাদাকে অসংখ্য ধন্যবাদ।
শীতের সকাল
এই ছবিটি নিয়েছি কুয়াশাচ্ছন্ন ভোরে আমাদের ভার্সিটির স্টেডিয়ামের পাশে ঝাউ বাগান থেকে । এই দৃশ্য গুলো সত্যিই মন ছোঁয়ে যায় । তখন এতো পরিমান কুয়াশা পরছিলো যেনো কুয়াশা নয় ফুটা ফুটা বৃষ্টিই পরছিলো । একটু পর পর মোবাইল মুছতে হচ্ছিলো অনেক কুয়াশার কারণে। |
---|
এই ছবিটি হচ্ছে ঝাউ বাগানের পাশে একটি তেতুল গাছের পাতায় কুয়াশা জমে থাকার দৃশ্য। |
---|
লোকেশনঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম
শীতের আকাশ
শীতের সময় কুয়াশার কারণে আকাশ দেখা খুবই কঠিন তবে যদি রোদ উঠে আর কুয়াশা কেটে যায় তাহলে আকাশ অনেক সুন্দর দেখা যায় যা ছবিটিতে ফুটে উঠেছে ।ছবিটি আমাদের হলের পুকুরপাড় থেকে তুলেছি । শুধু আকাশ আর নারকেল গাছসহ দুটি ছবিই আমি তুলেছি । |
---|
লোকেশনঃ শহীদ সোহরাওয়ার্দী হল পুকুর পাড়
শীতকালীন নাইট ক্রিকেট টুর্নামেন্ট
আমাদের হলের পাশের ছোট মাঠে আয়োজন হতে যাচ্ছে শীতকালীন নাইট ক্রিকেট টুর্নামেন্ট , উদ্বোধন করেন মাননীয় উপাচার্য মহোধয় , উপস্থিত ছিলেন আমাদের হল প্রভোস্ট ও প্রক্টোরিয়াল মেম্বারগণ। আমাদের হলের তিনটা ব্লকের মোট ১৭টা দল এই টুর্নামেন্টে অংশ নেয় । |
---|
লোকেশনঃ শহীদ সোহরাওয়ার্দী হল
শীতকালীন বিভিন্ন ফুল
শীতকাল মনে হয় ফুলের ঋতু। এসময় সবচেয়ে বেশি ফুলের দেখা পাওয়া যায়। এসময় গাঁদা ফুল, ডালিয়া ,চন্দ্রমল্লিকা ,কসমস,ডায়ানথাস, জিনিয়া , সূর্যমুখী , গোলাপ সহ আরও অনেক ফুলের দেখা পাকা যায়।
এটি অনেক গুলো মাইক ফুলের ঝরে পরে থাকার ছবি। |
---|
এই ফুলটির নাম বিষ্ণু ফুল ,এটি শীতের শুরুতে ফুটে শীতকে স্বাগত জানায়। |
---|
উপরের দুটি ফুল একই প্রজাতির , নাম ডায়ানথাস যা শীতের সময়ে অনেক দেখা যায়, বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যায়। |
---|
লোকেশনঃ রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভিল্ডিং
শীতের পোশাক বিক্রি
শীতের শুরুতেই ইতিমধ্যে আমাদের ক্যাম্পাসের শীতের পোশাক বিক্রির দোকান গুলো বেশ সক্রিয় হয়ে উঠেছে । বিভিন্ন সংগঠন ,জেলা সমিতি, ডিপার্টমেন্ট নিজ নিজ অবস্থান জানান দিতে নিজেদের নামে হুডি ডিজাইন ও হুডি বানাচ্ছে। এই ছবিটি আমাদের ক্যাম্পাসের একটি ছোট মার্কেটের নাম সকিনা মার্কেট, এটি প্রায় সারাবছর খোলা থাকে আর বিভিন্ন সিজনাল পোশাক বিক্রি করে। শীতের পোশাক বিক্রির দোকান গুলোতে ইতিমধ্যে ভিড় শুরু হয়েছে । |
---|
লোকেশনঃ সকিনা মার্কেট,রাজশাহী বিশ্ববিদ্যালয়
শীতের চাঁদনী রাত
গতকাল রাতের চাঁদ অনেক সুন্দর ও বেশ উজ্জ্বল ছিলো । চাঁদ দেখে আমি আর রুমে থাকতে পারিনি ,ছবি তুলার জন্য শীতের পোশাক পড়ে বের হয়ে গেলাম। প্রথম ছবিটি তুলেছি আমাদের হলের পাশে স্টেশনের রেললাইনের উপরে একটি পাকুড় গাছের আড়াল থেকে । দ্বিতীয় ছবিটি নেওয়া চারুকলা অনুষদের একটি নিম গাছের নিচ থেকে । আর তৃতীয় ছবিটি তুলেছি কৃষি অনুষদের একটি কৃষ্ণচূড়া গাছকে সামনে রেখে । |
---|
লোকেশনঃ স্টেশন বাজার
চারুকলা অনুষদ
কৃষি অনুষদ
সরিষাক্ষেত ও মৌমাছি
শীত আসবে আর সরিষা ক্ষেত করা হবে না এ যেনো ভাবাই যায় না। আমাদের ক্যাম্পাসের কৃষি অনুষদেও সরিষাক্ষেত করেছে। আর সেখানে মধু সংগ্রহে মৌমাছিদের ব্যস্ততায় সময় কাটছে।
এই ছবিটিতে একটি মৌমাছি মধু সংগ্রহের উদ্দেশ্যে একটি ফুলের উপরে বসতে যাচ্ছে। |
---|
সরিষা ফুলের উপরে বসে মধু সংগ্রহে ব্যস্ত একটি মৌমাছি। |
---|
এই ছবিটিতে দেখা যাচ্ছে একটি মৌমাছি কিভাবে জিহ্বা দিয়ে মধু সংগ্রহ করে। |
---|
আমি প্রথম ছবি দুটি নিয়েছি ফোনের ক্যামেরা দিয়ে। আর পরের দুটি ছবি তোলার জন্য গুগল ক্যামেরা ব্যবহার করেছি।
লোকেশনঃ কৃষি অনুষদ
আজকের ফটোগ্রাফি প্রতিযোগিতাটিতে অংশ নিতে পেরে খুবই ভালো লাগছে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য, আশা করি আমার ছবি গুলো আপনাদের ভালো লেগেছে। সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন, আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। |
---|
আমার পুরোনাম জোনায়েদ আহমদ । স্টিমিট আইডি @junaidahmed।
বাসা নেত্রকোনা সদর নেত্রকোনা । আমি অর্থনীতি বিভাগে অনার্স কমপ্লিট করেছি, বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছি। আমার প্রকৃতির ছবি তুলতে সবচেয়ে বেশি ভালো লাগে।বিভিন্ন বিষয়ে গল্প লিখতেও ভালো লাগে। হলের বারান্দায় আমার কিছু গাছ আছে এগুলোর সাথে মাঝে মাঝে সময় কাটাই। আমি স্টিমিটে জয়েন করি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। আমার এই স্বল্প সময়ে আমার বাংলা ব্লগে ক্যারিয়ার শুরু করতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Comments