New to Nutbox?

আমি সিরাজ মেম্বারের নাতি। নানা ভালো নেই 😕

6 comments

emranhasan
75
14 hours agoSteemit2 min read
আমি সিরাজ মেম্বারের নাতি
নানা ভালো নেই 😕

IMG20241222144117~2.jpg

শুভ রাত্রি আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন।
আমি ময়মনসিংহ এসেছি শেকড়ের টানে, সময়টা সত্যিই নিজের মতো করে উপভোগ করার চেষ্টা করছি। আজ সকালে এসেছি নানার বাড়িতে। নানার বাড়ি নেত্রকোনা জেলার প্রত্যন্ত গ্রামে। নানা ছিলেন এলাকার খুব প্রভাবশালী এবং ধনী ব্যক্তি। তখনকার সময়ে তিনি মেম্বার নির্বাচন করেন এবং জয়ী হোন। এরপর তিনি বেছে নেন বেহিসেবি জীবনযাপন এবং প্রচুর অর্থ সম্পদ নষ্ট করছেন মানুষের পেছনে।

এমনো গল্প শুনেছি তিনি এলাকার গন্যমান্য লোকজন নিয়ে একটি খাসি একবারে খেয়ে উঠতেন। যাইহোক আমি যখন বুঝতে শিখেছি তখন দেখলাম তার সম্পদ ফুরিয়ে আসতে শুরু করেছে, তখন তিনি কাপড়ের ব্যাবসা করতেন। কিন্তু তখনো হিসেবে তেমন সতর্ক ছিলেন না। ধীরে ধীরে তার সম্পদ আরো কমতে থাকে, একটা সময় তিনি বেশ বিপদে পরতে থাকেন। যাইহোক তিনি এখন প্রায় নব্বই বছর বয়সী একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, বিভিন্ন অসুখ বিসুখে জর্জরিত। উনার একটি চোখ নষ্ট হয়ে গেছে এবং কথা খুব সামান্য পরিমাণ দেখতে পান, তার শরীর একদম শুকিয়ে গেছে। দেখে সত্যিই খারাপ লাগলো, মনে হলো যেন আর একবার এসে হয়তো দেখবো না 😞

নানার জন্য আমার বাবা মা উমরাহ হজ্জ করা কালীন জুব্বা কিনে এনেছিলেন, সেটাই তাকে উপহার দিলাম এবং আমি তার প্রয়োজনীয় বেশ কিছু জিনিস উপহার দিলাম। নানা এতোটাই খুশি হয়েছেন দেখে ভীষণ ভালো লাগলো। তিনি মন ভরে দোয়া করলেন, সত্যিই ভেতর থেকে ভীষণ ভালো লাগলো।

IMG20241222144052.jpg

আমার বাবা নানার সাথে অনেকক্ষণ কথা বলেছিলেন। নানা আমাদের জন্য হাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলেন। এটা যে আমার জন্য কতবড় প্রাপ্তি তা হয়তো লিখে বোঝাতে পারবো না। দুপুরে নানার বাড়িতে খাবার খেয়ে দাদুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। সন্ধ্যায় দাদুর বাড়ির উঠানে পা দিলাম। তবে প্রথমেই দাদা দাদুর কবর জিয়ারত করেছি 🥺 কেউ বেঁচে নেই এখন, দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছি।।।।



First_Memecoin_From_Steemit_Platform.png



Black and White Modern Company Presentation (1).gif

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Comments

Sort byBest