স্বরচিত কবিতা: অন্তরালে তুমি।
7 comments
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
রোজ বৃহস্পতিবার ।
আমার বাংলা ব্লগের সকল সদস্য বৃন্দ........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। শীতের আমেজ চলে এসেছে। সকালটা হালকা কুয়াশায় ঢাকা, রাতেও বেশ শীত অনুভব হচ্ছে। তবে মোটা কাঁথা বা কম্বল গায়ে দেওয়ার মতো যথেষ্ট পরিমান শীত পড়েনি। কিছুক্ষন গায়ে কাঁথা গায়ে দিলে গা ঘেমে যাচ্ছে, আবার গায়ে কাঁথা না দিলে শরীর ঠান্ডা হয়ে যায় এর ফলে শরীর অসুস্থ হয়ে পড়ছে। তাই এই আবহাওয়াতে আমাদের সতর্ক থাকতে হবে বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে।
আজকে আমি আপনাদের মাঝে আমার লেখা স্বরচিত কবিতা শেয়ার করবো। প্রতি সপ্তাহে আমি একটা করে কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালোই লাগে জেনে মনটা ভালো হয়ে যায়। আজকে আমি "অন্তরালে তুমি" কবিতা আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি এই কবিতাটাও আপনাদে কাছে ভালো লাগবে।
অন্তরালে জেগে আছি অন্ধকারে,
তোমার স্পর্শ খুঁজি বাতাসের কোলাহলে।
তোমার ছোঁয়া যেন নিঃশ্বাসের গান,
অচেনা মেঘে লুকানো জ্যোৎস্নার অঙ্গন।
তারাদের কাছে গল্প বলি চুপিচুপি,
তোমার চোখে দেখা স্বপ্নের কারচুপী।
যেন তারা হাসে চুপিসারে বলে,
স্মৃতির বুননে বাঁধা এক সময়ের মায়া।
বাতাসে ভেসে আসে চেনা সেই গন্ধ,
তোমার চিঠিতে লুকানো বৃষ্টির ছন্দ।
তোমার ছায়া কি কাছে নাকি দূরে?
হারিয়ে গিয়েও রয়ে যাও হৃদয়ের গহীনে।
তবু তো আকাশে জ্বলে জোনাকির আলো,
তোমার স্মৃতিতে আজ হৃদয় হলো পিয়ানো।
তোমার জন্য বাজে মনের অন্তরালে ,
হারিয়ে যাওয়া সেই চেনা সুর।
সমাপ্ত
পোস্টের বিষয় | স্বরচিত কবিতা |
---|---|
পোস্টকারী | মোহাঃ আশিকুর রহমান |
ডিভাইস | গ্যালাক্সি এ ১৫ |
লোকেশন | পাবনা |
Comments