লাইফস্টাইল: আইয়ান বাবুর ৩য় তম জন্মদিন পালন।
14 comments
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
রোজ সোমবার ।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি লাইফস্টাইল পোস্ট নিয়ে হাজির হলাম। কয়েক দিন আগে আমার ছেলের জন্মদিন ছিলো। তবে আমার ইচ্ছা ছিল না ছেলে জন্মদিন পালন করার। কিন্তু আমার ছেলে যেদিন থেকে জানতে পারলো যে তার জন্মদিন অনেকদিন থেকেই সে কেক কাটবে বলে আমাকে বার বার জানাই। তবে সব থেকে আশ্চর্যের বিষয় এই যে আমার ছেলে আমাকে একদিন বলছে আব্বু আমি হ্যাপি টুই টুই করবো। প্রথমে তার কথা আমি বুঝতে পারছিলাম না সে কি বলতে চাইছিল। তার মুখ থেকে কয়েক বার শোনার পর হঠাৎ করে আমার মাথায় আসলো যে কয়েকদিন পর তার জন্মদিন। তাকে আমি জিজ্ঞাসা করলাম আব্বু তুমি কি হ্যাপি বার্থডে পালন করার কথা বলছো। তখন আমার ছেলে আমাকে বলল আমি কেকে কাটবো। এই কথা শোনার পর আমি সিয়র হলাম যে আমার ছেলে আমাকে হ্যাপি বার্থডে পালন করার কথায় বলছে।
আমি উৎসাহের সাথে জিজ্ঞাসা করলাম আব্বু তুমি এই কেক কাটা কোথায় দেখেছো। তখন সে আমাকে বলল আব্বু আমি তাসিন ভাইয়ার হ্যাপি টুই টুই করা দেখেছি। এ কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম কারণ অনেকদিন হয়ে গেল আমার চাচা শশুরের নাতি ছেলের জন্মদিন পালন করেছিলাম সেই সময় আইয়ানের বয়স হয়তো ২ বছর বা তার কম বেশি হতে পারে। সে কিভাবে এত দিনের পুরনো কথা মনে রাখতে পেরেছে এটা জেনে আমার কাছে খুবই ছাড়তে লাগছিল। তবে মনে মনে আমি অনেক খুশি হয়েছি যে তার এই বিষয়টা আজও মনে আছে। তার মুখ থেকে একথা শোনার পর আমি তার জন্মদিন পালন করার প্রতি আগ্রহ প্রকাশ করি। ছেলের জন্য তো তেমন কিছুই করা হয় না আর এই এটুকু বয়সে শখ করেছি হ্যাপি বার্থডে পালন করবে তাহলে তো না বলার কোন কথায় আসে না।
সল্প পরিসরে অফিসের বড় ভাইদের সাথে নিয়ে পালন করা হলো আইয়ানের শুভ জন্মদিন। ভেবেছিলাম কাউকে জানাবো না কোন কেক কাটাকাটি হবে না ছেলে কেকে খাওয়ার শখ হয়েছে সে কেক খেলেই হলো। পরে ভাবলাম সব কিছুই যখন করছি আর এই টুকু করতে সমস্যা কোথায়। বিকালে অফিসের সবাইকে বিষয়টা জানালাম। সবাই দেখলাম শুনে অনেক খুশি হলো। এমনিতেই আইয়ানকে আমার অফিসের সবাই অনেক ভালোবাসে।
সেখানে পনিরুল ভাইয়ের ছেলে ছিলো যে আইয়ানের কয়েক মাসের ছোট। সে তার বন্ধুর জন্মদিনে এসে খুবই খুশি হয়েছিলো। যেহেতু পনির ভাইয়ের ছেলে তেমন কিছুই খেতে পারে না। কারন তার খাওয়াতে হলে সব কিছু ব্লেন্ড করতে হয়। যাই হোক আমারা সবাই অনেক আনন্দ করেছিলাম। খুব সুন্দর ভাবেই আইয়ান বাবুর জন্মদিন পালন করা হয়।
সমাপ্ত
পোস্টের বিষয় | লাইফস্টাইল |
---|---|
পোস্টকারী | মোহাঃ আশিকুর রহমান |
ডিভাইস | গ্যালাক্সি এ ১৫ |
লোকেশন | পাবনা |
Comments