New to Nutbox?

"অসময়ের অঝোর বৃষ্টি"

4 comments

aongkon
71
3 days agoSteemit4 min read


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১৬ ই সেপ্টেম্বর, সোমবার, ২০২৪ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আজকের টাইটেলটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমি একই ধরনের পোস্ট করবো। কয়েক দিন ধরে সারা বাংলাদেশেই প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। সাধারণত প্রতিবছর এ সময়ে এমন বৃষ্টি দেখা যায় না বললেই চলে। কারণ আষাঢ়-শ্রাবণ মাস পেরিয়ে এখন ভাদ্র মাস চলছে। আমাদের বাংলাদেশে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় আসার এবং শ্রাবণ মাসে আর এই দুটি মাস নিয়েই বর্ষাকাল। আপনারা যারা গ্রামে থাকেন তাদের এই বর্ষাকাল নিয়ে শৈশবের চমৎকার চমৎকার সব স্মৃতি রয়েছে। অসময়ের এই অঝোর বৃষ্টি অনেক জায়গায় বন্যা আবার অনেক জায়গায় ভীষণ জলবদ্ধতা সৃষ্টি করছে যেটা জনজীবনে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। অসময়ের অঝর বৃষ্টি নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক। তাহলে চলুন দেরি না করে শুরু করি।



1000122038.webp

https://pixabay.com/images/search/rain/

আমাদের বাংলাদেশে গত কয়েকদিন ধরে প্রচন্ড বৃষ্টিপাতের ফলে দেশের বিভিন্ন জায়গায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। অসময়ের এই অঝোর বৃষ্টি মানুষকে ফেলে দিচ্ছে বিপদের মুখে। বিশেষ করে গ্রামের কৃষিজিবি মানুষরা সব থেকে বেশি বিপদে রয়েছে। কারণ তাদের যে, সময়ে বৃষ্টির দরকার ছিল তারা সে সময়ে বৃষ্টি পায়নি। আর এখন অসময়ের অঝোর বৃষ্টি বন্যার সৃষ্টি করে ফসলের ক্ষতি করছে।

এইতো কিছুদিন আগের নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করি। আমাদের বাড়ি গ্রামে আর আমরা কৃষক পরিবারে বেড়ে উঠেছি। আমার বাবা শিক্ষকতা করলেও অনেক আগে থেকেই কৃষি কাজের সাথে সম্পৃক্ত। কারণ গ্রামে থাকলে যে, কোন পেশায় নিয়োজিত থাকলেও কৃষিকাজটা অনেকেই করে। আর আগেকার দিনের মানুষ কৃষিকাজের উপর সব থেকে বেশি নির্ভরশীল থাকে।

আমি বাড়িতে গেলে বাবাকে যতটা সম্ভব কৃষিকাজে সাহায্য করি। গতবার যখন বাড়িতে গিয়েছিলাম তখন গ্রামে কৃষকদের ধান লাগানোর সিজন চলছিলো। গ্রামের কৃষকরা পাট কেটে তারপর সেই জমিতেই আবার নতুন করে ধান চাষ করে। আর ধান লাগানোর জন্য মাঠ অনেক সুন্দর করে প্রস্তুত করতে হয়। পাওয়ার টিলারের সাহায্যে কদদ্মাক্ত করার পরে ধান লাগানো হয়। কিন্তু যখন গ্রামের কৃষকরা ধান লাগাবে তখন কোন বৃষ্টি ছিল না।

কৃষকদের ধান লাগানোর সময় মাঠ প্রস্তুত করতে প্রচুর পানির প্রয়োজন হয়। তখন সময়টা বর্ষাকাল থাকলেও বৃষ্টির দেখা ছিল না বললেই চলে। আমার বাবা আমাদের জমিতে ধান লাগানোর সময় বৃষ্টির জন্য বেশ কয়েকদিন অপেক্ষা করেছিল। একট অপেক্ষা করার পরেও যখন বৃষ্টি এলো না তখন ছ্যালো মেশিন থেকে পানি কিনে আমরা মাঠ প্রস্তুত করেছিলাম ধান লাগানোর জন্য।

এটা যে শুধু আমরা করেছিলাম তা নয় গ্রামের বেশিরভাগ কৃষকই এভাবে পানি কিনে মাঠ প্রস্তুত করে ধান লাগিয়েছিল। তারপর বেশ কিছুদিন পেরিয়ে গেছে এখন হঠাৎ করে অসময়ের অঝোর বৃষ্টি এসব জমিতে জলবদ্ধতা সৃষ্টি করেছে। আর এই জলবদ্ধতা এসব ফসলি জমির জন্য ক্ষতিকর। এই ছোট ছোট ধানের গাছগুলো যদি পানিতে বেশ কয়েকদিন তলিয়ে থাকে তাহলে আস্তে আস্তে পচন ধরে যায়।

অসময়ের অঝর বৃষ্টি যদি এভাবে চলতে থাকে তাহলে অবস্থা আরো খারাপ হয়ে যাবে। একটু আগেই বাড়িতে ফোন করেছিলাম কথা বললাম মা বলল যে, বাড়ির সামনে রাস্তায় জল উঠে গেছে। এরকমটা সাধারণত দেখা যায় না, গত কয়েক দিনের প্রচন্ড বৃষ্টির কারণে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। অসময়ের এই অঝোর বৃষ্টি লাভের থেকে ক্ষতিই বেশি করছে।

সবকিছুর একটা পরিমাণ আছে যদি পরিমাণের বাইরে চলে যায় তাহলে সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Comments

Sort byBest