New to Nutbox?

পুঁইশাকের পাতা ও শুটকি দিয়ে লোভনীয় মজাদার চপ রেসিপি

3 comments

mahfuzanila
68
14 hours agoSteemit4 min read

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় এপার ওপার বাংলার সকল ভাই বোনেরা? আশা করি সবাই অনেক হাসিখুশি সুস্থ ও নিরাপদ জীবন পার করছেন। সবাই যেন সবসময় ভালো ও সুস্থ্য থাকে সবার জন্য এই কামনাই করি। আমিও আপনাদের সবার দোয়ায় মোটামুটি ভালো আছি। আজ ভাবলাম অনেক দিন হয়ে গেল আমার একটি রেসিপি পোস্ট শেয়ার করা হচ্ছে না আপনাদের মাঝে। আসলে দিনগুলো এমন ভাবে চলে যাচ্ছে যে দিন আর সময়ের সাথে পেরে উঠছি না। দিন আর মাসগুলো যেভাবে কেটে যাচ্ছে মনে হয় জীবনের শখ পুরণ রয়ে গেছে।আরও আগে থেকে যদি এই বর্তমানে যেই দিনগুলো কাটাচ্ছি সেগুলো পেতাম তাহলে জীবনটাকে আরও উন্নত ও ভালো করে উপভোগ করতে পারতাম।তবে আমার প্রিয় আমার বাংলা ব্লগে এসে আমার অনেককিছু অর্জন করা হয়েছে। আজ অয়েকদিন ধরে ভাবছি সময়ের জন্য অনেক দিন কোন রেসিপি পোস্ট শেয়ার করা হয় না। তাই ভাবছিলাম আপনাদের জন্য আমার শখের বাগানের পুঁই শাকের পাতার আমার পছন্দের একটি রেসিপি নিয়ে আসবো। জীবনে অনেক শখের মধ্যে বাগান করাও আমার একটি শখ। আর আজ আমার বাগানের পুঁই শাকের পাতা ও শুটকি দিয়ে মজাদার একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম।

image.png

image.png

হ্যাঁ বন্ধরা চলে এলাম আমার আরও একটি রেসিপি পোস্ট নিয়ে।এর আগে আপনাদের সাথে আমার বাগানের করলা গাছ নিয়ে একটি পোস্ট শেয়ার করেছিলাম আজ আবারও আমার বাগানের পুঁইশাকের পাতার দারুন একটি রেসিপি পোস্ট নিয়ে এলাম আপনাদের মাঝে। আসলে বিভিন্ন ইউনিক মজাদার রেসিপিগুলো মাঝে মাঝে রান্না করে খেতে আমরা সবাই অনেক পছন্দ করি। যেমন ধরেন বিভিন্ন চপ ভর্তা ভাজি এগুলো হলে কিন্তু খেতে অনেক ভালো লাগে।আর তার মধ্যে যদি হয় নিজের হাতে লাগানো কোন সবজির রেসিপি। হ্যাঁ কয়েক দিন ধরে বারান্দার বাগানে পুঁইশাকগুলো দেখছিলাম মাশাল্লাহ পাতাগুলো অনেক বড় বড় হয়েছে তাই মনে মনে ভাবলাম যে এগুলো দিয়ে শুটকি দিয়ে মজাদার বড়া বানিয়ে খাব অনেক খেতে ইচ্ছে করছিল। তাই পুঁইশাকের পাতা কেটে নিলাম আর আপনাদের মাঝে শেয়ার করবো তাই রেসিপিটির ফটোগ্রাফি করে রেখেছিলাম। বিশ্বাস করবেন না এত স্বাদ লেখেছে গরম গরম ভাতের সাথে খেতে আপনাদের সেই অনুভূতি বোঝাতে পারবো না। আপনারাও এই হালকা শীতে এই রেসিপিটি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমার বাগানের পুঁইশাকের পাতা ও শুটকি দিয়ে মজাদার চপটি কিভাবে রান্না করলাম দেখে আসি।

পুঁইশাকের পাতা ও শুটকি দিয়ে লোভনীয় মজাদার চপ রেসিপি

রেসিপিটি তৈরী করতে যা যা লেগেছে তার একটি বিবরণ

image.png

পুঁইশাকের পাতাপরিমান মত
চেপা শুটকিপরিমান মত
পেঁয়াজ কুচিপরিমান মত
রসুন কুচিপরিমান মত
হলুদগুড়াপরিমান মত
মরিচগুড়াপরিমান মত
লবনপরিমান মত
তেলপরিমান মত
কাচাঁ মরিচ কুচিপরিমান মত
ধনেপাতা কুচিপরিমান মত
সুতাপরিমান মত

প্রস্তুত প্রণালী

ধাপ-১

image.png

প্রথমে চেপা শুটকিগুলো পাটায় পিসে নিলাম।

ধাপ-২

image.png

এরপর পুইঁশাকের পাতাগুলো আমার বারান্দার বাগান থেকে কেটে সবগুলো পাতা ধুয়ে নিলাম।

ধাপ-৩

image.png

এবার এক এক করে হলুদগুড়া,মরিচগুরা,পেঁয়াজকুচি,রসুনকুচি, কাচাঁমরিচকুচি ধরেপতা কুচি ও লবন গুছিয়ে নিলাম।

ধাপ-৪

image.png

এবার শুটকিবাটা হলুদগুড়া,মরিচগুড়া, পেঁয়াজকুচি, কাচাঁমরিচকুচি, ধনেপাতাকুচি, রসুনকুচি ও লবন দিয়ে সবগুলো একসাথে মেখে নিলাম।

ধাপ-৫

image.png

এবার একটু একটু করে সেই মাখানো শুটকির উপকরণগুলো একটি করে পাতার মধ্যে দিয়ে পাতাগুলো ভাজ করে সুতা দিয়ে মুড়ে নিলাম।

ধাপ-৬

462557877_968132822016594_3637250704778639357_n.jpg

এবার চুলায় প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলগুলো যখন গরম হয়ে আসবে তখন চপগুলো সুন্দর করে ভেজে নিলাম।

ধাপ-৭

image.png

এবার ভাজা শেষে পরিবেশনের জন্য চপগুলো প্লেটে তুলে নিলাম।

শেষ-ধাপ

image.png

এবার পরিবেশনের জন্য চপের উপর দিয়ে কয়েকটি কাচাঁ মরিচ দিয়ে নিলাম।

পরিবেশন

image.png

image.png

আর এভাবেই আম আজকের আমার বাগানের পুঁইশাকের পাতা ও শুটকি দিয়ে মজাদার রেসিপিটির পোস্ট রেডি করে আপনাদের সবার মাঝে শেয়ার করে দিলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলেই আমার স্বার্থকতা। আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের এই রেসিপিটি অনেক ভালো লাগবে। কারন এই মজাদার রেসিপিটি আমার মনে হয় সবাই অনেক পছন্দ করেন। এভাবে রান্না করে গরম গরম ভাতের সাথে ঝাল মরিচ দিয়ে খাবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Comments

Sort byBest