New to Nutbox?

চাটমোহর ফায়ার স্টেশনে শীতের প্রথম মহড়া।

5 comments

ayaan001
68
20 hours agoSteemit5 min read
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

০৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ।

রোজ রবিবার ।


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। শীতের আমেজ পুরোদমে চলে এসেছে। শীত কাল মানেই অন্য রকম একটা ভালো লাগা। কারন শীতের সময় নানা রকম পিঠা পুলি আর ঘোরাঘুরির উত্তম সময়। এই সময় মানুষ আনন্দ এর মধ্যে মানুষ সময় পার করে। কিন্তু সবার জন্যই আবার সুখকর নয়। অনেক মানুষ আছে যারা অনেক কষ্টে দিন পার করে।

1000009666.jpg

যাই হোক এবার কাজের কথায় আসা যাক আজকে আমি আপনাদের মাঝে একটি জেনারেল রাইটিং পোস্ট নিয়ে হাজির হয়েছি। কম বেশি সবাই হয়তো জানেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা সেবা মূলক কাজ করে থাকে। তাই আমাদের অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজ ছড়াও আরও কিছু কাজ আছে। যেমন টপোগ্রাফি, গন সংযোগ ও মহড়া। মাসে ৩ থেকে ৪ টা আমাদেরকে টপোগ্রাফি, গণসংযোগ ও মহড়া করতে হয়। গতকাল শনিবার গিয়েছিলাম একটি মহড়া করতে। আমারা আমাদের রুটিনের সময় অর্থাৎ ১০টা ১০ মিনিটের সময় আমাদের কন্টোলে ১ম কল গাড়ি আউট করে বের হয়ে পারলাম মহড়ার উদ্দেশ্যে। আমারা বের হলাম গুয়াখরা নামক একটি স্থানের উদ্দেশ্য। আমারা একেক দিন একেক জায়গায় গিয়ে মহড়া, গনসংযোগ ও টপোগ্রাফি করি। যাতে করে আমারা একটি নির্দিষ্ট থানার সকল জায়গার সম্পর্কে অবগত থাকতে পারি।

1000009671.jpg

আমাদের মহড়ার প্রয়োজনীয় জিনিস পত্র গাড়িতে উঠে আমরা বের হয়ে গেলাম মহড়ার উদ্দেশ্যে আমাদের স্টেশন থেকে আমাদের কাঙ্খিত জায়গাটা যেতে সর্বোচ্চ ১০ মিনিট সময় লাগে। সেখানে গিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র গাড়ি থেকে দ্রুত নামিয়ে রাখি এবং গুয়াখরা বাজারের সকল মানুষকে আমরা ডেকে নিয়ে এসে এক জায়গায় জড়ো করি। সবথেকে বেশি খারাপ লাগে যখন আমরা সচেতন করার জন্য ডাক দেই তখন মানুষের সাড়া না পাওয়াটা। অনেকে মনে করে আমরা শুধু শুধু এই ধরনের কাজগুলা করে বেড়ায়। আসলে এর তো তখনই বুঝতে পারে যখন তারা অগ্নিসংযোগ /দুর্ঘটনায় পতিত হয়।

1000009672.jpg

যাইহোক বেশ কিছুক্ষণ ধরে ডাকাডাকি করার পর সেখানেও কিছু মানুষ একসাথে জড়ো হল। এরপর আমরা আমাদের কার্যক্রম শুরু করে দেই। পাশে একটি টিউবওয়েল থেকে আমরা ড্রামে পানি ভর্তি করি। এরপর পানির ভেতরে পেট্রোল এবং অকটেন তেল মিশিয়ে পানির উপরে আগুন ধরায় এবং যেভাবে সেটাকে নির্বাপন করতে হয় সেটা সবার মাঝে উপস্থাপন করি। এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আমরা মুখে বলে দেয়। এরপর আমরা স্থানীয় কিছু লোক নিয়ে তাদেরকেও এই প্রশিক্ষণটা হাতে-কলমে করানোর চেষ্টা করি। যদিও স্থানীয় লোকরা আগুনকে অনেক ভয় পায় তার আগুনে কাছে যেতে চাইনা।

1000009673.jpg

কিন্তু তারা একটা বুঝতে চায় না যে যখন তাদের বসতবাড়ি বা অন্য কোন জায়গায় আগুন ধরবে তখন কি করবে। তখন তো আগুনকে ভয় পেলে চলবে না। মাথা ঠান্ডা রেখে আমাদেরকে সঠিক পদক্ষেপ নিতে হবে। আমরা যদি বেশি তাড়াহুড়া না করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারি তাহলে খুব সহজে আমরা অগ্নি নির্বাপন করতে পারি। আগুন নিভানোর বিষয় কিভাবে আগুন নেভানো সম্ভব সেই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমরা বড় বড় বিপদ থেকে বেঁচে যেতে পারবো।

গুরুত্বপূর্ণ কিছু কথা.....

১/ আমাদের প্রথমে মনে রাখতে হবে অগ্নিকান্ড এর মূল কারণ হলো অসচেতনতা। তাই আমাদের সবসময় সচেতন থাকতে হবে।

২/ রান্নার পরে চুলার আগুন, গ্যাসে রান্না করার পর রান্না ঘরের জানালা আটকে না দেওয়া, ৬ মাস অন্তর অন্তর ঘরে বৈদ্যুতিক লাইন পরীক্ষা করা সহ বাচ্চারা যাতে আগুন নিয়ে খেলাধুলা করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকা। তাছাড়া বিড়ি সিগারেট আগুন যেখানে সেখানে না ফেলা, সিগারেটের বাড়তি অংশ একটি নির্দিষ্ট স্থানে ফেলে পা দিয়ে আগুন দিয়ে দেয়া।

৩/ যদি বিদ্যুতের আগুন হয় তাহলে পানি ব্যবহার করার পূর্বে অবশ্যই বৈদ্যুতিক লাইন বন্ধ করে দেওয়া।

৪/ যদি রান্না ঘরের গ্যাসের আগুন হয়ে থাকে তাহলে সিলিন্ডারের আগুন নির্বাপন করতে হলে ভেজা কাঁথা, কম্বল অথবা পাটের বস্তা ভিজিয়ে সিলিন্ডার উপরে ছুঁড়ে দিয়ে আগুন নির্বাপন করার চেষ্টা করতে হবে।

৫/ সর্বশেষ যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হল এখনই তাড়াহুড়া করা যাবে না যদি আগুন ছোট হয় তাহলে নিজেই নির্বাচন করার চেষ্টা করতে হবে আর যদি মনে হয় না নিজেদের দ্বারা আগুন নেভানো সম্ভব না সে ক্ষেত্রে দ্রুত স্থানীয় ফায়ার সার্ভিসকে কল করা।


সমাপ্ত


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য। আশা করছি আমার এই পোস্টটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন পোস্টের মাধ্যমে। আল্লাহ হাফেজ।


পোস্টের বিষয়জেনারেল রাইটিং।
পোস্টকারীমোঃ আশিকুর রহমান
ডিভাইসগ্যালাক্সি এ ১৫
লোকেশনপাবনা


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

1000006183.png

1000006184.png

1000008780.png

Comments

Sort byBest