New to Nutbox?

স্পোর্টস রিভিউ: আফগানিস্তান (এ) বনাম শ্রীলঙ্কা (এ) দলের ফাইনাল ম্যাচ।

6 comments

ayaan001
67
2 days agoSteemit4 min read
আসসালামু আলাইকুম

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।

আজ ২৯ অক্টোবর মে ২০২৪ ইং: রোজ মঙ্গলবার ।

বাংলায় ১৩ কার্তিক ১৪৩১ খ্রিষ্টাব্দ।

1000005080.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আফগানিস্তান ( এ) ও) শ্রীলঙ্কা (এ ) এর মধ্যেকার ম্যাচটি রিভিউ নিয়ে এসেছি। ম্যাচটা আমার কাছে দারুন লেগেছে। দারুন খেলেছে আফগারা। তাদের খেলা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর খেলা সচারাচর দেখা যায় না। খুবই মজা পেয়েছিলাম দেখার সময়। ছোট দুইটি দল থেকে এমন ম্যাচ দেখতে পারবো বলে আমি কোন দিন আশা করি নাই। চলুন তাহলে কথা না বাড়িয়ে ম্যাচের রিভিউতে যাওয়া যাক।

টসে জয়ী

1000005081.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

টসে শ্রীলঙ্কা দল জিতে যায় এবং তারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

শ্রীলংকা (এ) লাইন আপ

1000005082.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

আফগানিস্তান ( এ) দলের লাইন আপ

1000005083.jpg

1000005084.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

টসে জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার ওপেনার ইয়াসোদা প্রথম বলেই সহজ ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যায়।

1000005085.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

দুই ওভার‍ যেতে না যেতেই গাজানফারের বলে আউট হয়ে যায় নুওয়ান্দু। ২.২ ওভারে ৭ রানে দুই উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার।

1000005086.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

শ্রীলংকার ব্যাটিংরা যেন কোন কিছুই করতে পারছিল না আফগানদের বল যেন তাদের সামনে পারমাণবিক বোমার মতো পড়ছিলো। দুই ওভার যেতে না যেতেই আবারো আরেকটু উইকেটে পতন ঘটেছিলাম। চার অবশেষে ১৩ রান সংগ্রহ করে হারিয়ে ফেলে ৩ টি উইকেট ।

এরপর আবারো তার ওভার ২ বলের মাথায় পড়ে যায় আরেকটি উইকেট দলীয় ১৫ রানের মাথায় ৪টি উইকেট হারাতে হয় শ্রীলংকার।

1000005088.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

শ্রীলংকা দলের দায়িত্ব নেয় শান। কারণ তার ব্যাট একমাত্র ভালো করেছেনল।দলকে জেতানোর জন্য একমাত্র তার ব্যাটই হেসেছি। শান মাত্র ৪৭ বলে ৬৪ রান করে যা তার দলের জন্য অনেক বড় ভূমিকা রাখে। যদিও দলীয় রান যা সংগ্রহ করেছে এতে করে ফাইনাল খেলায় জেতা সম্ভব নয়। তবে তার ব্যাগ থেকে রান্না আসলে হয়তো শ্রীলংকা একে বারেই হারিয়ে যেতো। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা দল।

1000005089.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

শ্রীলংকার মতো আফগানিস্তানের ও প্রথম বলে উইকেট পড়ে যাই। ভেবেছিলাম খেলাটি হয়তো অনেক জমজমাট হবে। তবে পরবর্তীতে ম্যাচের মোড় ঘুরে যায় একটি মাত্র উইকেট পড়ার পর বেশ কয়েকটি ওভার চলে যায় কিন্তু শ্রীলংকা উইকেট শিকার করতে পারেনা। অবশেষে নয় ওভারে তারা একটি উইকেট সংগ্রহ করে।

1000005090.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

কিন্তু এদিকে আফগানিস্তান নয় ওভারে ৪৯ রান সংগ্রহ করে ফেলে। এরপর মাঠে আসে করিম মাঠে আসার পর থেকে আফগানিস্তানের খেলা একেবারে বদলে যাই। চার আর ছয়ের বন্য বয়ে যায়। কিন্তু করিম বেশিক্ষণ মাঠে থাকতে পারেনা ২৭ বলে ৩৩ রান করে আউট হয়ে যায়।

1000005092.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

এদিকে আফগানিস্তানের দলীয় রান ১৫ ওভারে ৯৫ মাত্র ৩ উইকেট হারিয়ে। জেতার জন্য তাদের আর খুব বেশি রানের প্রয়োজন ছিল না। হাতে ওভারের সাথে সাথে তাদের বেশ কয়েকটি উইকেট ছিল যার কারণে আফগানিস্তানের জয় নিশ্চিত হয়ে যায়।

1000005091.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

করিম আউট হয়ে যাওয়ার পরেই ব্যাট খোলে সাফিকুল্লার। তার পেটের উপর ভর করে সহজ জয় পায় আফগানিস্তান। সাদেকুল্লা ৫৫ বলে ৫৫ রান করে দলে জয় তুলে দেয়।

ম্যাচ নিয়ে মন্তব্য

ম্যাচটি আমার কাছে দারুন লেগেছে। এমন খেলা খুব কম দেখেছি আমি। আফগানিস্তান দল প্রথম থেকে অনেক ভালো খেলেছে যার কারণে আজ তারা চ্যাম্পিয়ন হয়েছে। আমার কাছে তাদের বোলিং লাইনটা অনেক ভালো মনে হয়েছে তবে ব্যাটিংয়ের কথাও বাদ দেয়া যাবে না। ব্যাটিং বোলিং উভয় মিলে আফগানিস্তান দল একটি ভালো দলে পরিণত হয়েছে বলে আমি মনে করছি।


পোস্ট বিবরণ
শ্রেণীস্পোর্টস
ডিভাইসগ্যালাক্সি এ ১৫
চ্যানেলএশিয়ান ক্রিকেট
স্ক্রিনশটইউটিউব
লোকেশনপাবনা


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।
আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner_New.png

1000003559.png

1000003652.png

Comments

Sort byBest