New to Nutbox?

বাংলাদেশ টেক আওয়ার্ড প্রোগ্রামের একটা কাহিনী

0 comments

fxsajol
70
last monthSteemit2 min read

আমি একজন ছোটখাটো ইউটিউবার । আর সেই হিসেবে বাংলাদেশে কোন কোন টেক প্রোগ্রাম হলে আমাকে অবশ্যই তারা ইনভাইট করে , আর সে হিসেবে বেশ কিছুদিন আগে একটা প্রোগ্রামে আমি ইনভাইটেশন পেয়েছিলাম এবং এটা ছিল বাংলাদেশ টেক এওয়ার্ড প্রোগ্রাম । এই প্রোগ্রামের সাথে আমার অনেক ভয়ঙ্কর স্মৃতি জড়িয়ে আছে তার কারণ হলো এই প্রোগ্রামে আমি যেতেই পারছিলাম না প্রথমে , প্রথম থেকে শুরু করি তাহলে বুঝতে পারবেন ভালো

IMG_3110.jpg

আমাকে যখন ইনভাইট করা হয় তখন আমাকে বলা হয়েছিল প্রোগ্রামটা হবে শ্যামলীতে , তো আমি সেই হিসাব করে মোটামুটি বাসা থেকে একটা উবের নিয়ে আমি শ্যামলের উদ্দেশ্যে চলে যাই , শ্যামলী যাওয়ার পর আমি কোনভাবে খুজে পাচ্ছিলাম না যে কোথায় আসলে প্রোগ্রামটা হচ্ছে । পরে একজনের সাথে যোগাযোগ করে বুঝতে পারলাম যে প্রোগ্রামটা আসলে শ্যামলীতে নয় প্রোগ্রামটা হবে মিরপুর 1 এ । তারপর কি আর করার আবার একটা উবার নিলাম নিয়ে আমি সোজা চলে গেলাম মিরপুর 1 এ

অংশগ্রহণ করার এক পর্বে আমাকে একটি স্পিচ দেওয়ার জন্য বলা হলো এবং আমি মোটামুটি স্টেজে দাঁড়িয়ে সবার সামনে বেশ কিছু কথাবার্তা বললাম এস এ টেক ইউটিউবার হিসেবে , এবং মোটামুটি এক এক করে সবার স্পিচ দেওয়া শেষে আমাদের সবাইকে কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল ।

IMG_3107.jpg

তবে এই আওয়ার্ড এর বিষয়টা ছিল এরকম যে এক একটা জেলা থেকে শুধুমাত্র একজনই এই আমারটা পাবে , এবং আমার দেশের ভাষা যেহেতু খুলনাতে তো সেই হিসেবে খুলনার মধ্যে আমি বেস্ট একজন টেক ইউটিউবার সেই হিসেবে আমি আমারটা পেয়েছিলাম , তাছাড়া এই প্রোগ্রামে আসার পরে অনেকের সাথে আমার দেখা হয়েছিল অনেক আপন যুদ্ধের সাথে পরিচিতদের সাথে ক্লায়েন্টদের সাথে কাস্টমারদের সাথে অনেকের সাথে । সত্যি কথা বলতে এই প্রোগ্রামটা নিয়ে আসলে কথা যদি বলি তাহলে অনেক কিছু বলতে হয় আরো একদিন অন্য একদিন শেয়ার করবো

Comments

Sort byBest