New to Nutbox?

আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২১ ডিসেম্বর ২০২৪

1 comment

shakilkhan
73
19 hours agoSteemit
আসসালামুআলাইকুম

IMG_20241220_140359.jpg

IMG_20241220_140330.jpg

|

অদূরে; দাঁড়িয়ে আছি
সাগরের শেষ বেলা ভূমিতে
প্রজাপতির মতো চঞ্চল মন
দাঁড়িয়ে একা আনমনে।

ঐ নীল সাগর ডাকছে
নগ্ন ঢেউ ছুটে আসে
আমার পা'দুটো ছুঁয়ে যায়
ভালোবাসার চুম্বনে আপ্লুত করে।

মনের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছি
ভালোলাগার গোধূলিতে
ক্ষণেক্ষণে ছুঁয়ে যায়
দুরন্ত বাতাসের ঝাপটা এসে।
|
|-শুভ রাত্রি ✨💙🌷🤎✨|

IMG_20241220_140347.jpg
|

রাতের আকাশে তুমিই
উজ্জ্বল নক্ষত্র তারা,
তোমার ভালোবাসা ব্যতীত
আমি যে দিশেহারা।

চোখের মণিতে তুমিই
মায়াবী এক দৃষ্টি,
আমার হৃদয় জুড়ে তুমিই
অসাধারণ ভালোবাসার সৃষ্টি।

আমার কল্প কবিতায় সেই তুমিই
অসাধারণ সব ছন্দ,
ভালোবাসার ঘরে তুমি
ছড়িয়ে পড়া সবটুকু আনন্দ।

|
|-শুভ রাত্রি ✨💙🌷🤎✨|

Comments

Sort byBest