আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২০ ডিসেম্বর ২০২৪
1 comment
|
রঙিন রেখেছি মন,
বাধা বন্ধন সব সরিয়ে
পেয়েছি আপন জন।
জীবনকে আমি উপভোগ করে
সে কথা বুঝিয় দেবো,
এমনি ভাবেই মানুষের সাথে
খুশি ভাগ করে নেবো।
কবিতার কথায় বলছি এবার
মন আলোকিত করো,
হারিয়ে ফেলো না প্রাণের সূর্য
দুহাতে আঁকড়ে ধরো।
|
|-শুভ সকাল ☀️🍃☘🌱🫧🌾|
|
বিজয় মানে হাসি,
বিজয় মানে লক্ষ্য অসীম
বিজয় মানে খুশি।
বিজয় মানে বিশাল সাহস
বুক ফুলিয়ে চলা,
বিজয় মানে লুকিয়ে থাকা
মনের কথা বলা।
বিজয় মানে সাগর কূলের
নির্মল হাওয়া সুখ,
বিজয় মানে পাহাড় নদী
বাংলা মায়ের মুখ।
|
|-শুভ সকাল ☀️🍃☘🌱🫧🌾|
Comments