New to Nutbox?

আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৯ ডিসেম্বর ২০২৪

1 comment

shakilkhan
73
9 hours agoSteemit
আসসালামুআলাইকুম

IMG_20241218_163934.jpg

IMG_20241218_163708.jpg

|

তোমার, আমার পৃথিবী
রঙিন আলোয় ভরা,
যেখানে দুঃখ, কষ্টের
নেই আসা-যাওয়া।

চাঁদের আলোর নীচে
আমাদের সুখের নীড়,
তুমি-আমি সেথা থাকি
শান্তিতে, দিবা রাতি।

জীবন চলার সাথী তুমি
বিশ্বাস আর ভরসায়,
তুমি-আমি মিলে গড়ি
সুখ, ফুলেল ভালোবাসায়।

|
|-শুভ রাত্রি ✨🌹💕🌸🎶❤️|

IMG_20241218_163957.jpg
|

চলারপথ সর্বত্র কন্টকে ভরা
বিঁধবে পায়ে অসাবধান হলে
চলতে হবে অতি সন্তর্পণে
যদি ভাসতে না চাও চোখের জলে।

সবকিছু নিয়েই যে জীবন
আমরা কেহই বাইরে নয়
বাধাবিঘ্ন যতই আসুক
হাসতে হাসতে করো জয়।

হৃদয় বাগে ফোটাও ফুল
জীবনে থাক প্রাণের সাড়া!
লক্ষ্যপথে এগিয়ে চলো
বদলে নাও জীবন ধারা।
|
|-শুভ রাত্রি ✨🌹💕🌸🎶❤️|

Comments

Sort byBest