আমার নিজের লেখা গল্প, কবিতা এবং আমার নিজের করা ফটোগ্রাফি।।। পর্ব- 146
0 comments
গোবিন্দ হাতজোড় করল, 'দিদি, আজকের দিনটা কোনওমতে ম্যানেজ করে নিন। কাল এই 'প্রবলেমটা হবে না।'
কঙ্কনা কাঁধ ঝাঁকালেন, 'অসম্ভব। এভাবে কাজ করা যাবে না। একটা লাল কফি পাঠিয়ে দাও। মেজাজটাই খারাপ হয়ে গেল।'
গোবিন্দ যেন চলে যেতে পেরে বেঁচে গেল। সোফায় বসে ব্যাগ থেকে দামি লম্বা সিগারেটের প্যাকেট বের করে লাইটার জ্বেলে একটা ধরাল কঙ্কনা। জণ্ডদা চুপচাপ তিতিরের মেকআপ করে যাচ্ছিলেন। এইসময় অশোক দরজায় এসে দাঁড়াল, 'গুডমর্নিং কঙ্কনা। শুনলাম সমস্যায় পড়েছেন।'
'কী করা যায় বলুন তো। যে কয়েকটা মেকআপরুম আছে তাই তো শেয়ার করতে হবে।
আমরা চাইছি শিল্পীরা একটু সহযোগিতা করুন।' অশোক বলল। 'তাই তো করছি। আপনার কি মনে হচ্ছে করছি না।'
'গুড। জওদা।'
'বলো ভাই।'
'তিতিরেরটা শেষ হয়ে গেলে কঙ্কনাদেবীকে ধরবেন।' অশোক বলল, 'আপনি মেকআপন চার্ট
পেয়ে গেছেন তো?'
'হ্যাঁ। কঙ্কনাকে চল্লিশের কাছাকাছি চাইছ অথচ চুল পাকবে না। তাই তো?'
'ঠিক তাই।'
হঠাৎ কঙ্কনা বললেন, 'ওমা, আমাকে বুড়ি করবেন নাকি?'
For work I use:
মোবাইল |
Redmi Note 11s |
ফটোগ্রাফার |
@taskiaakther |
লোকেশন |
ঢাকা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
'আপনি স্ক্রিপ্ট পড়েননি?'
'ও হ্যাঁ। না মানে, একদম সময় পাইনি।'
'কী আশ্চর্য! আপনাকে কিন্তু হোমওয়ার্ক করে আসতে বলা হয়েছিল।'
'হোমওয়ার্ক। আজ পনেরো বছর ধরে কাজ করে আসছি, কঙ্কনা দত্তকে খারাপ অভিনয় করতে কেউ দেখেনি। কিন্তু বেশি বয়সের চরিত্র বলে তো কেউ বলেনি। এখনই যদি ওই বয়সের চরিত্র
করতে শুরু করি তা হলে আমার বারোটা বেজে যাবে।'
'তা হলে?' অশোক জিজ্ঞাসা করল।
'তা হলে কী করবেন আপনি ভাবুন।'
'দেখুন, আপনাকে স্ক্রিপ্ট পৌছে দিয়েছি সাতদিন আগে। যদি আপত্তি করার থাকত তা হলে
আগে করলে এই মুহূর্তে সমস্যাটা তৈরি হত না।'
'বয়সটাকে কমিয়ে দিন না। তিরিশ-বত্রিশ।' কঙ্কনা চোখ নামালেন। 'আপনার ছেলের বয়স বাইশ। সে আপনার বর্হিমুখী জীবনযাপন পছন্দ করছে না। আপনার
বয়স বত্রিশ হলে সেটা কি সম্ভব?'
'বাইশ বছরের ছেলে? অসম্ভব? এরপর তো সবাই ওই ধরনের চরিত্র দেবে।'
'তা কেন? অভিনয়ের প্রয়োজনে-।'
For work I use:
মোবাইল |
Redmi Note 11s |
ফটোগ্রাফার |
@taskiaakther |
লোকেশন |
ঢাকা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
'ওসব জ্ঞান আমাকে দিয়ে লাভ নেই অশোকবাবু।'
'তা হলে?'
'আমি স্পষ্ট বলছি অত বয়সের চরিত্র আমি করতে পারব না। ছেলের দশ-বারো করে দিন।'
'এখন তো আমার পক্ষে গল্প পালটানো সম্ভব নয়। আপনি যদি জেদ ধরে থাকেন তা হলে
রিপ্লেসমেন্টের কথা ভাবতে হয়।'
'তার মানে?'
'আপনি যদি করতে না চান তা হলে শুটিং তো বন্ধ হয়ে যেতে পারে না।'
'আমার জায়গায় অন্য কাউকে নেবেন?'
'বাধ্য হয়ে। তার আগে আর্টিস্ট ফোরামকে জানাতে হবে।'
'আপনি আজকেই অন্য অভিনেত্রী পাবেন?'
পাব না কেন? এই পৃথিবীতে কেউই ইনডিসপেনসিবল নয়।' '
'ঠিক আছে। আমি করছি কিন্তু চুল সাদা করতে বলবেন না।'
'সেটা তো প্রথমেই শুনেছেন। আপনার চুল সাদা হবে না। আজকাল অসুখ না থাকলে কোনও মহিলার চুল আটত্রিশে সাদা হয় না।' অশোক চলে গেল।
Comments