New to Nutbox?

আমার নিজের লেখা গল্প, কবিতা এবং আমার নিজের করা ফটোগ্রাফি।।। পর্ব- 116

0 comments

taskiaakther
68
9 hours agoSteemit3 min read
আসসালামুআলাইকুম

কপালে ভাঁজ পড়ল তিতিরের। বউদির কথা অনুযায়ী নয়শো হয়। সে একটা একশো টাকার নোট বের করতে ভদ্রলোক নির্দ্বিধায় সেটা তুলে নিলেন।
বাড়িতে যখন সে ফিরে এল তখন মা টিভির সামনে বসে। বাংলা সিরিয়াল চলছে। এটা শেষ না হওয়া পর্যন্ত মা কথা বলবে না। তিতির দেখল বউদি ঘরে নেই। অর্থাৎ এখন বাড়ি ফাঁকা।
পোশাক পালটে মায়ের পাশে এসে বসল সে। বড়লোক স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছে। স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ঘোষণা করা মাত্র সিরিয়াল শেষ হল। বিরক্ত হয়ে মা বলল, 'এমন
জায়গায় শেষ করে যে রাগ হয়ে যায়।' 'কেন?' তিতির হাসল।
'কালকের জন্য হাঁ করে বসে থাকতে হয়। শুনলাম তুই বাড়িতে ফিরে এসেছিলি, আবার কোথায় বেরিয়েছিলি?' মায়ের খেয়াল হল।
'একটু দর্জির দোকনে।'
'কেন?'
'জামা বানাতে দিলাম। শাড়ির সঙ্গে পরব।'
'হঠাৎ? শাড়ি কিনতে চাস না পরবি না বলে, জামা বানাতে দিলি, কার সঙ্গে পরবি? তোর

1731557928648.jpg

For work I use:


মোবাইল
Redmi Note 11s
ফটোগ্রাফার
@taskiaakther
লোকেশন
ঢাকা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

শাড়ি তো হাতে গোনা।' মা অবাক।
'বউদির কাছে চেয়ে নেব।'
'কেন? আবার চাওয়া-চাওয়ি কেন? তোর তো এই স্বভাব আগে ছিল না।'
'পরতাম না বলে চাইনি। বউদির অনেক শাড়ি আছে, চেয়ে নিয়ে পরলে কি রামায়ণ অশুদ্ধ
হয়ে যাবে? রেগে গেল তিতির।
মা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, 'ক'টা জামা বানাতে দিলি?'
'পাঁচটা!'
'একসঙ্গে পাঁচটা? কত নেবে?'
'সাড়ে সাতশো!'
'এত টাকা হুট করে খরচ হবে, একটু ভাববি না?'
'আমার জমানো টাকা থেকে দিয়ে দেব। তোমাকে ভাবতে হবে না।'
'তা তো বলবিই। এখন যে ডানা বেরিয়েছে।'
তিতির কথা বাড়াল না। মা টিভিটা বন্ধ করে দিল। এখন একটু শোওয়ার অভ্যাস। তিতির জিজ্ঞাসা করল, 'মা, চার দেওয়াল তোমার কেমন লাগে?'
'সবচেয়ে ভাল। একদম গাঁজাখুরি নয়। কেন রে?'

1731557928695.jpg

For work I use:


মোবাইল
Redmi Note 11s
ফটোগ্রাফার
@taskiaakther
লোকেশন
ঢাকা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

' ওর যিনি পরিচালক তার নাম বিভাসবাবু, আলাপ হল।' 'হ্যাঁ হ্যাঁ, বিভাসই তো। কোথায় আলাপ হল?'
'সুবর্ণার একটা দরকার ছিল ওদের অফিসে, সঙ্গে গিয়েছিলাম।' 'সুবর্ণা তো ওখানে অভিনয় করছে।'
'হ্যাঁ। জানো মা, বিভাসবাবু আমাকে বলেছেন সুযোগ দিতে পারেন।' 'তোকে বলেছে?' মায়ের গলায় সন্দেহ।
'হ্যাঁ গো। ওঁদের অফিসের পরিবেশ খুব ভদ্র।'
'তুই অভিনয় করবি? তুই কী জানিস অভিনয়ের?'
বাঃ। স্কুলের নাটকে করিনি?' '
সে আর এ এক হল? সিনেমায় অভিনয় করা সোজা কথা নয়।' '
এটা সিনেমা নয় মা, টিভি সিরিয়াল।' '
'কিন্তু আমি পারব। আমার রিহার্সাল দেখে ওরা প্রশংসা করেছে।'
ওই একই হল।' '
তুই রিহার্সালও দিয়েছিস?' '
'দিতে বলল, দিলাম। এখন ডেইলি পাঁচশো টাকা দেবে। এখন সাত দিনের কাজ। তার মানে সাড়ে তিন হাজার পাব। আর জামা বানাবার খরচ ওই সাড়ে সাতশো টাকা বিল জমা দিলেই দিয়ে দেবে ওরা।'

ধন্যবাদ।আল্লাহ হাফেজ।

Comments

Sort byBest