ফটোগ্রাফি পোস্ট।।ভাটের ফুলের ফটোগ্রাফি।।
6 comments
বিউটি অফ ক্রিয়েটিভিটির প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমি @shahid540 বাংলাদেশ থেকে। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।চলুন বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি করা সে তো আমার একটা নেশা। যেখানেই সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন কিছু চোখে পড়বে আমার সেই দৃশ্যটাই ফটোগ্রাফি করে নেওয়াটা আমার প্রবল ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমায়। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগে। আর সেগুলো থেকে পজিটিভ রেসপন্স পাই তখন ভীষণ ভালো লাগে। আর ঠিক তখনই সেগুলো সার্থক বলে মনে হয়, যখন শুনি সেগুলো আপনাদেরও ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করতে আরো বেশি উৎসাহ পাই। যাই হোক চলুন আমার করা আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি পোস্ট এর আজকের আয়োজনে রেখেছি ভাট এর ফুল। এই ফুল কে সাধারণত বাণিজ্যিক ভাবে চাষাবাদ করা না হলেও প্রকৃতির নিয়মে চমৎকার সৌন্দর্যতা প্রকাশিত হয় আমাদের মাঝে। কিছু কিছু জিনিস হয়, যেগুলো মানব সৃষ্টি নয় কেবলমাত্র প্রকৃতি সৃষ্টি। তার মধ্যে অন্যতম হচ্ছে এই ভাটের ফুল। আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন এই ফুলকে। কেননা যখন রাস্তা পাশ দিয়ে ভাটের গাছ হয় এবং এই ভাটের গাছের মধ্যে এই ফুল হয় তখন চমৎকার দেখা যায়। তখন কিন্তু রাস্তার সৌন্দর্য অনেক বেশি বেড়ে যায়। বিশেষ করে এই ফুলকে রাস্তার দুই ধারেই লক্ষ্য করা যায়। যার ফলে রাস্তা দিয়ে চলার সময় এই ফুলকে ব্যাপক হারে লক্ষ্য করা যায়। এই ফুল গাছের পাতা গুলি পানের পাতার মত বড় বড় হয়ে থাকে। আর গাছগুলো প্রায় ৫০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। গাছের লম্বা ডাটার উপর ফুল ধরে থাকে। একটি ডাটার মধ্যে পাঁচ থেকে ছয়টি ফুল হয়ে থাকে। আর ফুল থেকে উপরের দিকে এন্টেনার মত বেশ কয়েকটি পাপড়ি লক্ষ্য করা যায়। পুরো ফুলে সাদা কালার হলেও মূল কেন্দ্রবিন্দুতে লাল কালার হয়ে থাকে। মোট কথা এই ফুলের সৌন্দর্যকে অস্বীকার করার মত কিছু নেই। চমৎকার সৌন্দর্যতায় পরিপূর্ণ এই ভাটের ফুল। চলুন বন্ধুরা আমার আজকের ভাটের ফুল এর ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Comments