New to Nutbox?

আর্ট :- কালারফুল ফুলদানির আর্ট।

2 comments

sadia7
71
17 hours agoSteemit

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম বন্ধুরা , কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি নিজেও খুবই ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির একটি পোস্ট নিয়ে আসলাম। আমি আপনাদের সাথে অনেক সুন্দর একটি আর্ট শেয়ার করব।

1000009911.jpg

আঁকার উপকরণ

• খাতা
• রং
• কলম

1000012523.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি কালো কালারের একটি কলম নিলাম। এরপর কলম দিয়ে একটি সুন্দর ফুলদানি এঁকে নিলাম।

1000009612.jpg

ধাপ - ২ :

এরপর হলুদ এবং লাল কালার দিয়ে কিছু অংশ রং করে করে নিলাম।

1000009617.jpg

ধাপ - ৩ :

এরপর সবুজ কালার দিয়ে পাতাগুলো রং করে নিলাম সুন্দরভাবে।

1000009618.jpg

ধাপ - ৪ :

এরপর গোলাপী কালার দিয়ে কিছু ফুল রং করে নিলাম।

1000009619.jpg

ধাপ - ৫ :

নীল কালার দিয়ে বাকি অংশটি রং করে নিলাম।

1000009621.jpg

শেষ ধাপ :

1000009911.jpg

এভাবে আমি পুরো আর্ট করা শেষ করি। আশা করবো আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20220603-WA0000.jpg

ধন্যবাদ

Comments

Sort byBest