শুভ সন্ধ্যা স্টিমিয়ান বন্ধুরা,
শীতের সকালের শুভেচ্ছা। মানুষ বা অন্য যে কোন প্রানী শীত এলেই যেন ঠান্ডায় কাবু হয়ে যায়। মানুষ তো জামা কাপড় পরে শীত নিবারণ করে, কিন্তু পশু পাখিদের নিজেদের উষ্ণ রাখার একমাত্র অবলম্বন সূর্যের আলো। সাধারণত দিনের বেলা বিশেষ করে সকালে যেখানে সূর্য এর আলো পড়ে সেখানে পশু পাখি দল বেধে রোদ পোহায়।
কিছুদিন আগে তেমন ই এক দৃশ্য দেখতে পেয়ে ক্যামেরায় তা ধারণ করি। আজকে সেই ফটোগ্রাফি গুলোই আপনাদের সাথে শেয়ার করবো।
সাদাকালো এই ছাগলটিকে রোদে দেখতে খুব ভালো।লাগছিল। বিশেষ করে এর চোখ গুলো একটু অদ্ভূদ ছিল। তাই এই ছাগলের বেশ কিছু Portrait নেই।
তো এই ছিল আমার আজকের ফটোগ্রাফি? অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই |
Post Details
Camera | Nikon D5500 |
Category | Photography |
Photographer | @mukitsalafi |
Location | Dhaka, Bangladesh |
Comments