New to Nutbox?

নাটক রিভিউ :- ভবঘুরে পর্ব -২৫।

5 comments

tuhin002
72
5 days agoSteemit6 min read

হ্যালো...
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ ( ১৭ - ১১ - ২০২৪)


Screenshot_2024-11-17-19-35-36-267_com.google.android.youtube.jpg

মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
আসলামু আলাইকুম,আমার স্টিম বন্ধুগন। আশা করি আল্লাহুর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি @tuhin002। আজকে আমি নতুন করে খুব সুন্দর একটি নাটক রিভিউ করার ইচ্ছা পোষণ করেছি। আর তাই আজকে আমি যে নাটকটি শেয়ার করতে যাচ্ছি, সেই নাটকের নাম "ভবঘুরে" , পর্ব- ২৫"। আমি বরাবরই পুরনো নাটক গুলো দেখতে ভীষণ ভালোবাসি। এই নাটক গুলোর মধ্যে শিক্ষনীয় বিষয় গুলো বেশি থাকে। এই নাটকটির প্রথম পর্ব নিচে স্ক্রিনশটের মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরা হলো ....


নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য।


নাটকের নাম"ভবঘুরে" পর্ব - ২৫।
পরিচালকআল- হাজেন।
অভিনয়আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, জয়রাজ, রহমত আলী, লুৎফর রহমান জর্জ, দিহান, কচি খন্দকার, আ-খ- ম হাসান, প্রাণ রায়, আরফান আহমেদ, হান্নান শেলী, মাসুদ রানা মিঠু, ডলি জহুর, শাহনাজ খুশি, নাদিয়া, আলভী, সাইকা আহমেদ ও মায়া ঘোষ।
দৈর্ঘ্য১৯ মিনিট ৫৯ সেকেন্ড
ভাষাবাংলা
মুক্তির তারিখ১৮ এপ্রিল ২০২২ ইং।


নাটকের সারসংক্ষেপ


IMG_20241117_195504.jpg

মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
প্রথমে দেখা যায় একজন পুকুরে মাছ ধরছে। পাশ দিয়ে যাচ্ছিল একজন মুরুব্বী। তার মাছধরা দেখে তাকে বলছিল তুমি মাছ ধরছো অথচ পুকুর তো তোমার না এটা কি কাজ ঠিক হচ্ছে। এই নিয়েই তাদের মধ্যে বেশ কিছু কথাবার্তা চলছিল। যে ব্যক্তি মাছ ধরছিল সে আবার একটু নেতা অর্থাৎ সামনে হয়তো বা সে ইলেকশন করবে। তাই সে কথা বলছিল যেহেতু তুমি এখান কর একটা ভালো এই মানুষ এগুলো তোমার দ্বারা করা কি ভালো। তার সাথে কথা বলছিল এমন সময় তার পাশ দিয়ে একজন লোক যাচ্ছিল সেই লোকটাকে দেখে সাথে সাথে যে ব্যক্তি মাছ ধরছিল তার গালে একটা চড় মারল। বয়স্ক লোকটি একেবারে থমকে গেল। যে চোর সে চুরি করল কিন্তু দোষ দিলে ভালো মানুষের উপর। এরপরে তাকে নানাভাবে অপমান হবো দোস্ত করতে লাগলো। পাশ দিয়ে যে লোকটি গিয়েছিল সে তাকে বলছিল আপনাকে এত ভালো মনে করে রাখুন এসব কাজ করেন। অর্থাৎ ফরমালে ফেলে তাকেও সে অপমান করালে এবং দোষারোপ করল।


IMG_20241117_195524.jpg

মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
এমন অপমান এবং বয়স্ক মানুষের গায়ে হাত দিয়ে অর্থাৎ মার খাওয়ার পরে তার মনটা ভেঙে গেছে সে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলো। এমন অবস্থায় এসে বসেছিল ভাঙ্গা মন নিয়ে তা দেখে তার মেয়ে এগিয়ে আসলে এবং তাকে বলছিল বাবা তোমার কিছু হয়েছে কি? তার বাবা সত্যটা বলতে নারাজ ছিল তখন সে বলছিল যে মাছ ধরে এনেছো এই যে এগুলো সব কিছু কার। তখন সে বলছে একজন মাছ ধরছিল ছুঁয়ে গেছে যার হবে সে এসে নিয়ে যাবে। যদিও তার কথার মধ্যে কিছু গন্ডগোল ছিল সেই বিষয়টি তার মেয়ে ঠিক ভালোই বুঝতে পারছিল। তারপরও বারবার জিজ্ঞাসা করার পরে যখন কিছু বলছিল না তখন তো আমি সন্দেহ হয়েছিল যে নিশ্চয়ই কিছু একটা হয়েছে।


IMG_20241117_195544.jpg

মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
একজন বয়স্কর মুরুব্বি মানুষ জেনে ছিলেন ভালো এবং তার কোন দোষ ছিল না তারপরও মিথ্যাচার দিয়ে তাকে দোষারোপ করা হয়েছিল। সেখান থেকে এসে তার সাথে যে একজন ব্যক্তি ছিল তার বাড়িতে এসে খাবার খেয়ে খাচ্ছিল। বাড়িওয়ালার একটা বোন ছিল সে তাকে বলছিল প্রত্যেকদিন বাহিরে খাবার খেয়ে পেটে গ্যাস্ট্রিক আলসার না বাড়িয়ে আমার বাড়িতে এসে তো খেয়ে যেতে পারো। এই কথা শুনে সে বলছিল তা কি হয় আমি যদি প্রতিদিন তোমাদের বাড়িতে খেতে আসি তাহলে পাড়ার মানুষ কি ভাববে। তার ছোট ভাই অর্থাৎ তার সাথে যে ব্যক্তি ছিল সে বলছিল আপু তো ঠিকই বলেছে যদি আপনার কিছু সমস্যা না থাকে তাহলে এসে খেয়ে যেতে পারেন। এ বলে সেই মহিলাটি সেখান থেকে চলে যায় এবং এই দুই ব্যক্তির একে অপরের সাথে কথা বলতে থাকে।


IMG_20241117_195604.jpg

মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
গ্রামের চার-পাঁচটা যদি মন্ডল মাতব্বর বা গুন্ডা পান্ডা থাকে তাহলে দেখবেন সবাই একত্রে বসে চা খায় এবং বিভিন্ন গল্প করে। নাটকের এই অংশ ঠিক তেমনি এরা এখানে ভাড়াটে থাকে এবং এর মধ্যে একজন রয়েছে সে তাদেরকে বুদ্ধি দিচ্ছে যে, আমরা এখানে থেকে এ যাবৎ পর্যন্ত যত ভাড়া দিয়েছি যে টাকা হয়েছে সেই টাকা যে দাম সে হিসেবে জমি সেই পরিমাণ দাম নেই। এর অর্থ হলো আমাদের এই টাকা দিয়ে জমি কিনে নেয়া যায় অর্থাৎ আমরা টাকা দিয়েছি জমি এখন আমরা কিনে নিয়েছি। সে নানাভাবে তার পাশে থাকা লোকজনের কে সে বোঝা ছিল অর্থাৎ সে কৌশলগত দিক নিয়েছিল। আর নাটকটি এখানেই শেষ হয়ে যায়।


আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।


ব্যক্তিগত মতামত
ভবঘুরে নাটকের এটি ২৫ তম পর্ব। নাটকের এই পর্ব পর্যন্ত অর্থাৎ এই ২৫ তম পরও আমার কাছে খুবই বাজে লেগেছে আমার কাছে দারুণ লেগেছে। সত্যি বলতে আমি যে স্ক্রিনশট দেবো বেশ কিছু ছবি সে বিষয়টা আমি নিতে পারিনি অর্থাৎ এখানে অভিনয়টা খুবই কম ছিল এবং একই ব্যক্তির ঘুরে পড়ে অভিনয় গুলো ছিল। তারপরও হয়তোবা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে এই পর্যন্তই, ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,ধন্যবাদ সকলকে।


ব্যক্তিগত রেটিং ।
নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট ১০ এর মধ্যে ৬.৮ দিবো।

Source


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Comments

Sort byBest