New to Nutbox?

ক্ষমা হোক অন্যের জন্য আর নিজের জন্যে?

1 comment

thinking.element
74
last monthSteemit2 min read
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের মানুষ হিসেবে খুব মহৎ একটি গুণ হলো ক্ষমা করা। অর্থাৎ আমরা যারা মানুষকে অনেক বেশি ক্ষমা করতে পারি। একটু খেয়াল করলে দেখবেন যে আমাদেরকে মানুষ অনেক বেশি ভালোবাসে এবং এটা আসলে আমাদের সকলের ধর্মেও রয়েছে। অর্থাৎ কোনোভাবেই মানুষকে সব সময় অভিশাপ দেওয়া যাবে না কিংবা শাস্তির আওতায় আনা যাবে না। কারণ আসলে আমরা মানুষ হিসেবে ভুল করতেই পারি। সে কারণে ক্ষমা করে দেওয়াটাই সবচেয়ে সুন্দর।

কিন্তু আমার মতামত এটা একটু ভিন্ন। অর্থাৎ আমার মতামত হলো, অন্য কেউ যদি ভুল করে থাকে। তাহলে তাকে অবশ্যই ক্ষমা করে দেওয়া উচিত। কিন্তু আমরা যদি নিজে ভুল করে তাহলে কিন্তু আমাদেরকে নিজেদেরকে নিজে ক্ষমা করা উচিত নয়। কারণ একটা ব্যাপার হলো, ক্ষমা করার অর্থ হলো, সেই ব্যাপারটি ভুলে যাওয়া। এখন আমরা যদি নিজেরাই ভুল করে নিজেদেরকে ক্ষমা করে দেই। তাহলে কিন্তু আমরা আমাদের দোষটা কিংবা আমাদের আমরা আমাদের ভুলটা ভুলে যাচ্ছি।

তাই আমরা যদি নিজেরা কোনো ভুল করে থাকি। তাহলে কোনোভাবে নিজেদেরকে ক্ষমা করে দেওয়া যাবে না। সব সময় সেই ভুলটি মনে রাখতে হবে এবং নিজেকে অপরাধী ভেবে সামনে এগিয়ে যেতে হবে। এতে দেখবেন আপনি যেই অপরাধটা করেছেন। সেই অপরাধটা ভবিষ্যতে আর কোনোভাবেই আপনার হবে না। সে কারণেই আসলে আমার টাইটেলটি আজকে এটাই যে ক্ষমা অন্যকে করা যাবে. কিন্তু তাই বলে যে নিজেই নিজেকে ক্ষমা করে দিবো,এমনটা করা যাবে না।

আমরা যতপ নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবো এবং নিজেদের ভুলগুলো মনে রাখবো। ততই কিন্তু আমাদের জন্য মঙ্গল। কারণ আমরা যতো আমাদের নিজেদের ভুল মনে রাখবো। ততোই আমরা আমাদের কাজগুলোকে সুন্দরভাবে করতে পারবো অর্থাৎ নির্ভুলভাবে। নিজেদের ভুল মনে রাখাটা কিন্তু বড় একটি ব্যাপার।কারণ এটা সকলে পারেনা।তাই নিজেদের ভুলটা মনে রাখি সবসময় আমরা।এতেই তো আমাদের জীবনের উন্নতি!

Comments

Sort byBest