New to Nutbox?

ভ্রমণ :- মুসাপুর ঘুরতে যাওয়ার মুহূর্ত। (পর্ব ২)

10 comments

tasonya
77
24 days agoSteemit4 min read

IMG-20240314-WA0033.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। ভ্রমন করতে কম বেশি আমরা সবাই পছন্দ করি। আর ভ্রমণ করতে কার না ভালো লাগে বলুন, আমি তো যেকোনো জায়গায় ঘুরতে খুবই পছন্দ করি। তাই জন্য মাঝেমধ্যেই সময় পেলে ঘোরাঘুরি করার চেষ্টা করি। আসলে সারাদিন ঘরে থাকলে প্রতিনিয়ত কাজের মধ্যেই কাটে। আর মাথার মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাপ ঘুরে বেড়ায়। তাই জন্য যদি একটু বাইরে থেকে ঘুরে আসতে পারি ভীষণ ভালোই লাগে। তেমনি আজকে আপনাদের মাঝে ভ্রমণ করার মুহূর্ত শেয়ার করব। আশা করি আপনাদের ও ভীষণ ভালো লাগবে।

IMG-20240330-WA0005.jpg

কিছুদিন আগে আপনাদের মাঝে মুসাপুর ভ্রমণের প্রথম পর্ব শেয়ার করেছিলাম। আসলে মুসাপুরের মধ্যে সময় কাটানোর মত প্রায় দুই থেকে তিনটা জায়গা রয়েছে সময় কাটানোর মতো। আমি যদিও প্রায় কয়েকবার মুসাপুর গিয়েছিলাম। তবে এবারে মশা পড়ে গিয়ে ভীষণ ভালো লাগলো। প্রথমে আমরা একদম সমুদ্রের পাড়ে সময় কাটানোর পর আবারও সামনের দিকে চলে আসলাম। এখানে ছিল আলাদা একটা সৌন্দর্য। এটা ছিল সমুদ্রের পাড়ের একটা অংশ। যার পাশে আবার বড় একটা জায়গা এমনকি বড় একটা বাগান ও রয়েছে।

IMG-20240330-WA0004.jpg

IMG-20240330-WA0003.jpg

এখানে আবার অনেক বড় একটা ঝাউবন রয়েছে। সমুদ্রের পাড়ে অনেকগুলো দোকানপাট রয়েছে। আসলে এখানে যারা আসে এখান থেকেই খাওয়া-দাওয়া কিংবা বিভিন্ন ধরনের কেনাকাটা করতে পারে। তবে আমরা এখানে কিছুক্ষণ বসে ছিলাম। এখানে বসার জন্য একটা খুব সুন্দর জায়গা ছিল । দেখলাম এখানে একজন রং চা বিক্রি করতেছে। পরে আমরা তার থেকে রং চা নিলাম খাওয়ার জন্য। আসলে চাটা এত বেশি মজার ছিল কি বলবো। আমার কাছে এই ধরনের চা খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে এই চায়ের মধ্যে চাল ভাজা দিয়েছিল।

আসলে রং চা এর সাথে চাল বাজা খেতে ভীষণ মজা। তো চা খেতে খেতে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। যদিও আমরা এখানে বিকেলের দিকে এসেছিলাম কিন্তু প্রায় সন্ধ্যা হতে চলল। এখানে কিছুক্ষণ বসার পর নাশিয়াতো তো বায়না ধরেছে বাড়িতে যাওয়ার জন্য। পরে ওকে বললাম কয়েকটা ফটোগ্রাফি করি। ফটোগ্রাফি করবো বলার সাথে সাথেই ও বিভিন্ন রকমের পোজ দেওয়া শুরু করল। আসলে সেটা দেখে আরো বেশি হাসি পেল। নিচের দিকে বিভিন্ন রকমের স্টাইল করছিল। মনে হচ্ছিল যেন কেউ শিখিয়ে দিচ্ছে।

IMG-20240330-WA0001.jpg

IMG-20240314-WA0036.jpg

আসলে এখনকার বাচ্চাদের কোন কিছু শিখিয়ে দেওয়া লাগেনা। ওরা আগে থেকেই স্মার্ট। ওর কিছুটা ফটোগ্রাফি করার পর সমুদ্রের কয়েকটা ফটোগ্রাফি করলাম। আসলে আমি সমুদ্রের পাড়ে সময় কাটাতে কিন্তু ভীষণ ভালো লাগে। বিশেষ করে যত বেশি সন্ধ্যা হয়ে আসছিল এখানে সময় কাটাতে ও ভীষণ ভালো লাগতেছিল। আমি তো ভাবলাম এখানে সন্দেহ কাটিয়ে তারপর যাবো। শুনেছি এর পাশে একটা মেলা বসেছে। ভাবলাম দেখে আসি মেলা বসেছে কিনা। পরে সেখানে গিয়ে দেখি সবেমাত্র মেলা দোকানপাট গুলো সাজাচ্ছিল।

IMG-20240314-WA0033.jpg

মানে এখনো কোনো কিছুই গোছানো হয়নি। এমনকি মেলাটা শুরু হয়নি। যদি মেলাটা শুরু হতো তাহলে কিন্তু ভীষণ ভালো লাগতো। চারদিকে একটু ঘুরে দেখতাম। পরবর্তীতে যখন মেলা বসিনি আমরা আবারো কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে যেহেতু বাড়িটা অনেক দূরে এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। তার উপরে আবার বাইক নিয়ে লং জার্নি। আমরা বাড়িতে আসতে আসতে প্রায় রাত হয়ে গিয়েছিল। বাইকে করে এতদূর এসে অবস্থা খারাপ হয়ে গেল। তবে ওইখানে কিন্তু ভীষণ ভালো সময় কাটিয়েছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। পরবর্তীতে আবার ও নতুন কিছু নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন।

IMG-20240314-WA0028.jpg

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Comments

Sort byBest