New to Nutbox?

স্বরচিত কবিতা : " অপেক্ষার প্রহর "

29 comments

tasonya
77
24 days agoSteemit3 min read

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20240418_121447_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

আসলে কিছু কিছু মুহূর্ত রয়েছে, যেই মুহূর্তগুলো আমরা আমাদের প্রিয় মানুষের সাথে কাটাতে খুবই পছন্দ করি। বিশেষ করে সুন্দর আবহাওয়া কিংবা সুন্দর পরিবেশের সময় নিজের প্রিয় মানুষের কথা খুবই মনে পড়ে। আর তখন আমরা অপেক্ষা করতে থাকি কখন সে আসবে। কিন্তু দেখা যায় যদি প্রিয় মানুষ না আসে তখন খুবই খারাপ লাগে। আর এত খারাপ লাগা আমরা সহ্য করতে পারি না। কারণ আমরা সবাই নিজের প্রিয় মানুষকে কাছে পেতে পছন্দ করি। তার সাথে সুন্দর সময় কাটাতে পছন্দ করি। এই সুন্দর সময়গুলোতে যেন অপেক্ষার প্রহর শেষ হয় না। প্রতিনিয়ত এই অপেক্ষার মাধ্যমে দিন কাটতে হয়। হয়তো আমাদের অনেকের পক্ষে এই অপেক্ষা করা সম্ভব না। আবার দেখা যায় কেউ কেউ অপেক্ষার মাধ্যমেই সে তার জীবন পার করে। তবে প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই যায়। এই বিষয়গুলো নিয়ে আজকের কবিতা লেখার চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগবে।

" অপেক্ষার প্রহর "

বৃষ্টি ভেজা এই দিনে,
যদি তুমি থাকতে পাশে।
কোথায় যেন হারিয়ে গেলে,
খুঁজে বেড়াই সারাদেশে।

তোমার অপেক্ষায় দিন গুনি,
সারাদিন ভেবে বসে থাকি।
খুঁজে পাই না কোথাও তোমায়,
নিরবে ‌ বসে দিন কাটি।

রাতে ঘুমালে স্বপ্ন দেখি,
এই বুঝি এলে তুমি।
চোখ খুললে দেখিনা তোমায়,
তাই জন্য হতাশ আমি।

চারিদিকে সুন্দর হাওয়া,
বসে থাকি তোমারি অপেক্ষায়,
একটুখানি যদি মনে পড়ে আমার কথা,
সামনে এসে ভাঙ্গো প্রতীক্ষা।

কত পরীক্ষায় ফেলবে আমায়,
কোন দয়া হয় নাকি তোমার।
আমার এই অপেক্ষার প্রহর,
গুছবে কি কখনো আমার।

আকাশ যখন মেঘলা থাকে,
আমি ভাবি তোমার কথা।
বৃষ্টি আসলেই মন হয় উতলা,
তুমি না আসলে লাগে ব্যথা।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Comments

Sort byBest