New to Nutbox?

বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে ভিসা করতে যাওয়া

15 comments

tanuja
83
last yearSteemit2 min read

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।সামনে দুর্গাপূজা আসছে সেই উপলক্ষ্যে কেনাকাটা করতে অনেকে ব্যাস্ত।তবে এবার ভেবেছি দুর্গাপূজায় বাংলাদেশ যাবো। গতবার চেয়েছিলাম যেতে কিন্তু টিনটিন বাবুর পাসপোর্ট না পাওয়ায় যেতে পারিনি।আর বাংলাদেশ আমাদের দুঃসম্পর্কের কিছু আত্মীয়-স্বজন রয়েছে।তারা ভীষণ ধরেছিলো পূজায় যেতে।কিন্তু গতবার না যেতে পারায় এইবার সিদ্ধান্ত নিয়েছি যাওয়ার। সেখানে যেতে গেলে আগে করনীয় ভিসা করা। তাই চলে গেলাম ভিসা অফিসে ভিসা করার জন্য।

IMG_20230912_151254.jpg

IMG_20230912_151302.jpg
আমরা সকালে দ্রুত সব কাজ শেষ করে রওয়ানা দিলাম।আমরা ১২ টার আগে ভিসা অফিসে পৌঁছায় গেলাম।অফিসটি অনেক বড় ছিলো এবং চাকচিক্য ছিলো। তবে অফিসের ভিতরে ছবি তোলা নিষেধ ছিলো। তাই লুকিয়ে কিছু ছবি তুলে ছিলাম। ভিসা করতে গিয়ে হটাৎ করেই সিদ্ধান্ত হলো কোলকাতা কফি হাউজ যাবো। তবে অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করবো। গতবার খুবই ইচ্ছা ছিলো বাংলাদেশে গিয়ে পূজা দেখার। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে উঠলো না। তবে আমার কাছে মনে হয় বাংলাদেশের থেকে আমাদের এখানে অনেক সুন্দর পূজা হয়। তাই আমার যাওয়ার খুব একটা ইচ্ছা নেই। কিন্তু আমার প্রিয় মানুষটির কথা ও ফেলতে পারি না। আবার আত্মীয় স্বজনের কথা ও কি ফেলা যায়। তাই ভাবলাম যাই কিছুদিনের জন্য ঘুরে আসা যাক।

IMG_20230912_140341.jpg
যদিও গ্রামে গিয়ে বাবুর থাকতে একটু অসুবিধা হয়। কারণ বাবু শহরে থেকে বড় হচ্ছে তাই গ্রামের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ওর অনেক অসুবিধা। হয়।তবে আমার কাছে গ্রাম খুবই ভালো লাগে। আর
গ্রামের ভিতর পূজা দেখার মজাই আলাদা।ভাই বোন সকলে মিলে মায়ের সামনে অঞ্জলী দিতে যাওয়া। আবার সন্ধ্যায় ঠাকুর দেখতে যাওয়া। আমি গ্রামের মেয়ে তাই গ্রামের পূজা আমার খুব ভালো লাগে। তবে এবার বাংলাদেশে পূজা দেখতে পারবো। ভাবতেই খুব ভালো লাগছে।

IMG_20230912_140401.jpg

IMG_20230912_141151.jpg
তবে আশা করছি বাংলাদেশ যাবো পূজার সময়। কিন্তু জানিনা সময় মতো ভিসা পাবো কি না। তাই এখনো নিশ্চিন্ত হতে পারছি না। কারণ গতবার যেতে চেয়ে ও যেতে পারিনি। তাই একটু চিন্তায় আছি। যাই হোক এই পর্যন্তই। আবার নতুন কোন পোস্ট নিয়ে আসবো।সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Comments

Sort byBest