New to Nutbox?

ব্রাইটন সমদ্র সৈকতে সকলে মিলে ছোটখাট একটি পিকনিক।।শেষ পর্ব :

2 comments

tangera
79
15 days agoSteemit3 min read
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_0069.jpeg

টানা ৪-৫ দিন শরীর খারাপ হওয়ার পর আজ মোটামুটি বেশ ভালোই ফিল করছি। মোটামুটি আমার পরিবারের সকলেই এখন বেশ ভালোই রয়েছে। ছোট মেয়েকে নিয়ে একটু টেনশনে ছিলাম কারণ ও ফ্লুতে আক্রান্ত হয়নি, যদি ওরও হয়ে যায়। শুধু একটু কাশি ছিল, এখন দেখা যাচ্ছে বেশ ভালোই আছে।দুজনই এখন স্কুলে যাচ্ছে। আমাদের এখানের ওয়েদারটা তেমন বেশি ভালো না। এ কারণে সকলে অসুস্থ হয়ে পড়ছে। প্রায় পরিবারই দেখা যাচ্ছে ফ্লুতে আক্রান্ত। এখনো গরম পড়া শুরু হয়নি। তাপমাত্রা ৩ থেকে ১০° সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে রয়েছে।যাইহোক এখন চলে যাচ্ছি মূল পর্বে।আজকে ব্রাইটন সমদ্র সৈকতে সকলে মিলে পিকনিকের শেষ পর্ব নিয়ে হাজির হয়েছি।

আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে আমাদের পিকনিকের চার-পাঁচটি পর্ব শেষ করে ফেলেছি। আর আমাদের এই পিকনিকের আয়োজনটি আমেরিকা থেকে যে খালা শাশুড়ি এসেছিলেন তাকে কেন্দ্র করে। চার-পাঁচটি পরিবারের সদস্য নিয়ে আমাদের এই আয়োজনটি ছিল। সকলে মিলে দারুণ উপভোগ করেছিলাম ওই দিনটি। আসলে আত্মীয়-স্বজন সকলে একত্রিত হলে খুবই আনন্দ হয়। কিন্তু ব্যস্ততার কারণে এই সুযোগটি আমরা সচরাচর পাই না।যাই হোক সকলে মিলে আমরা ওই দিনটি ম্যানেজ করেছিলাম। সকলে মিলে সমুদ্র দেখা, এরপর সেখানে বসে সকলেই একত্রিত হয়ে খাওয়া-দাওয়া করা সত্যিই অনেক আনন্দের ব্যাপার। গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটি ক্যাসেলের কিছু ফটোগ্রাফি। ক্যাসেলটি সমুদ্রের পাশেই ছিল তাই খুব বেশি দূরে যেতে হয়নি। এরপর ক্যাসেল থেকে ফেরার পথে আরো চমৎকার কিছু ফটোগ্রাফি মোবাইলে ধারণ করেছিলাম।সেই ফটোগ্রাফি গুলো আজ আপনাদের সাথে শেয়ার করব। যদিও এই ফটোগ্রাফি গুলো আমার আগের মোবাইলে ছিল।মোবাইল হারিয়ে যাওয়ার কারণে গুগল ফটো থেকে এই ফটোগুলো কালেকশন করেছি। আশা করছি ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

IMG_8710_Original.jpeg

IMG_8709_Original.jpeg

IMG_8711_Original.jpeg

ক্যাসেল থেকে ফেরার পথে আমাদের রাত হয়ে যায়। রাতে নীল আকাশ দেখতে কত চমৎকার লাগছে তাইনা?

IMG_8712_Original.jpeg

IMG_8724_Original.jpeg

IMG_8716_Original.jpeg

দরজার সাথে লেখা দেখতে পাচ্ছেন ব্রাইটন ডোম।ডোমের কথা শুনলেই কেমন যেন গা শিরশির করে ওঠে। একেবারে রাস্তার পাশেই ছিল এই ডোম।

IMG_8723_Original.jpeg

IMG_8718_Original.jpeg

খুবই চমৎকার গম্বুজের মত। মনে হচ্ছিল যেন একটি মসজিদ।

IMG_8725_Original.jpeg

IMG_8713_Original.jpeg

IMG_8717_Original.jpeg

আজ তাহলে এতটুকুই, আশা করছি পিকনিকের পর্বগুলো আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Comments

Sort byBest