New to Nutbox?

একটি মেহেদি ডিজাইনের আর্ট

14 comments

tangera
80
17 days agoSteemit2 min read
আসসালামুআলাইকুম

সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

polish_save.png

আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি একটি মেহেদি ডিজাইনের আর্ট নিয়ে।আজকের আর্টিটি একেবারে সিম্পল নয়, বেশ কিছু কাজ রয়েছে।আর এই আর্টটি করতে বেশ কিছু সময় লেগেছে।আসলে সময় নিয়ে যে কোন কাজ করতে পারলে অনেক পারফেক্ট হয়, কিন্তু প্রবলেম হচ্ছে সময় ম্যানেজ করা।যাইহোক হাতে পড়লে কিন্তু দারুন লাগবে দেখতে।বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার এই অংকন প্রক্রিয়াটি। আশা করছি আপনাদের ভালো লাগবে।

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে মেহেদি ডিজাইন করার কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ

IMG_5096.jpeg

প্রথমে এভাবে একটি স্কয়ার এঁকে নিয়েছি।

IMG_5097.jpeg

এরপর স্কয়ারটিকে কেন্দ্র করে আরও একটি স্কয়ার এঁকে নিয়েছি।

IMG_5098.jpeg

এরপর স্কয়ারের মধ্যে এভাবে পাতা সহ একটি শাপলা ফুলের মত এঁকে নিয়েছি।

IMG_5099.jpeg

এরপর স্কয়ারের ভেতরে শাপলার চারিপাশে এভাবে পেন্সিল দিয়ে ভরাট করে নিয়েছি।

IMG_5100.jpeg

এরপর বাইরে স্কয়ারের চারপাশে এভাবে একটু ডিজাইন করে চারিপাশে এভাবে পাপড়ির মতো এঁকে নিয়েছি।

IMG_5101.jpeg

এরপর পাপড়িগুলোর উপরে ও নিচে এভাবে ডিজাইন করে নিয়েছি।

IMG_5102.jpeg

IMG_5103.jpeg

এরপর উপরে ডিজাইনের পাশে এভাবে এঁকে নিয়েছি।

IMG_5104.jpeg

IMG_5105.jpeg

IMG_5107.jpeg

এরপর উপরের দিকে এভাবে পর্যায়ক্রমে একটির পর একটি ধাপ সম্পন্ন করে আমার অংকন শেষ করেছি।

IMG_5108.jpeg

IMG_5109.jpeg

হয়ে গেল একটি মেহেদি ডিজাইনের আর্ট।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Comments

Sort byBest