অভাবী প্রেম
8 comments
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার একটি কবিতা শুরু করছি।
ভিখারীর প্রেম
কোনো ভিখারীর প্রেমে কি মন্দির যায় থেমে?
তার তো নেই কোনো সোনার পূজা, না দীপ্ত খেমে।
তবু তার হৃদয়ে থাকে এক বিশাল স্বপ্ন,
ভালোবাসার গান, কোনো ধ্বংসের মন্ত্র।
পথের ধূলায় মাখা তার দুটি হাত,
তবু সে তো জানে মনের খাঁটি প্রার্থনার কথা।
মন্দিরের চূড়োয় ওঠে না তার কণ্ঠস্বরে,
তবু তার হৃদয় থেমে থাকে গভীর তন্ময়তারে।
সোনার ঘণ্টার শব্দে কি ঠেকে প্রেম?
পাথরের মূর্তিতে কি থামে হৃদয়ের ক্ষেম?
ভিখারীর প্রেম তো মাটির কাছাকাছি,
সে তো জানে, ঈশ্বর থাকে হৃদয়ের তলে নিচি।
মন্দির কি তার প্রেমকে ফিরিয়ে দিতে পারে?
না, সে তো জানে, ঈশ্বর সবখানে ভরে।
ভিখারীর প্রেমেও আছে আকাশের বিস্তার,
যেখানে মন্দিরের চেয়ে বড় প্রেমের দরবার।
তাই বলি, কোনো ভিখারীর প্রেমে থেমে না কিছু,
ঈশ্বর নিজেই প্রেমের গভীর প্রতিচ্ছবি।
হৃদয় যেখানে খাঁটি, সেখানেই সে আসে,
ভিখারীর প্রেমে হয়তো মন্দিরও মাথা নত করে ভাসে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Comments