আমার কবিতার খাতা থেকে:*আশার আলো*।।
8 comments
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার আরেকটি কবিতা শুরু করছি।
সন্ধ্যা নেমে আসছে ধীরে,
রাস্তার আলো ম্লান হয়ে যাচ্ছে।
ফেরার পথ ধরে ছেলেটি,
মনে এক টুকরো ক্লান্তি নিয়ে।
বাড়ির খোলা জানালা থেকে
ঝরে পড়ছে সুরের কণা,
আলো ছড়াচ্ছে দূর থেকে
তাকে হাতছানি দিয়ে ডাকে।
দুঃখের কালো মেঘ কেটে
ভালোবাসার রোদ উঁকি দিচ্ছে,
ছেলেটির স্বপ্নের নৌকো
আবার ভাসছে অজানা স্রোতে।
চোখের পাতা ভারী হলেও
মনে এক নতুন গান বাজে,
এই পথের শেষে অপেক্ষা করে
আবার দেখা হবে আলোয়।
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Comments