বেড়াতে যাওয়ার আগে শপিং মাস্ট🤓
9 comments
নমস্কার বন্ধুরা,
অনেকদিন পর আজকে আবার শপিং করতে গেলাম ডায়মন্ড প্লাজাতে । অলরেডি ক্রিস্টমাস উইক চলছে। কলকাতা শহরের চারদিকে লাইটিং আর লাইটিং ।অনেক জায়গায় আবার মেলা বসেছে ।শীতকালে এই দিনগুলো আবার ভীষণ ভালো লাগে। যেন মনে হয় চার দিকটা জমজমাট ।যখনই শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসি বিশাল একটা আনন্দ কাজ করে ।যেহেতু ছোটো বেলা থেকে কলকাতায় বড় হওয়া। তাই যখনই আমি আমার বাড়িতে আসি তখনই মনে হয়ে যায় একটু এদিক ওদিক কোথাও ঘুরে আসি।
ডায়মন্ড প্লাজা আমার বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিট। দুদিন পর পুরীতে ঘুরতে যাব আপনারা হয়তো জানেন আমি প্রতি বছরই পুরীতে যাই । আর কোথাও ঘুরতে যাওয়ার আগে কেন জানিনা নতুন কিছু জামা কাপড় কিনতে ইচ্ছে করে । যাইহোক রাত আটটা নাগাদ ডায়মন্ড প্লাজা চলে গেলাম। মলে গিয়ে দেখলাম প্যান্টালুনস, ট্রেনন্ডস, ম্যাক্স সব জায়গাতে প্রায় ৫০% করে ছাড় দিচ্ছে ।আর যেহেতু আজকের রবিবার ছিল,অনেক ভিড় ছিল কোনো জায়গাতে দাঁড়ানোর মত অবস্থা ছিল না ।বিশেষ করে জামা কাপড়ের দোকান গুলোর কথাই বলছি ।
প্রথমে গিয়েছিলাম প্যান্টালুনস এ ওখানে যে পরিমাণ ভিড় মনে হল জামাকাপড় কিনে ট্রাইল দিতে দিতে আমার রাত হয়ে যাবে ।আর তার মধ্যে যেহেতু আটটার সময় বেরিয়েছিলাম তাই আর ওখানে দাঁড়ালাম না, সোজা চলে এলাম ট্রেনডস এ।অনেকদিন পর ট্রেন্ডস এ ঢুকলাম ।গত এক বছর ধরে খুব একটা কালেকশন এখানে ভালো লাগছিল না। কিন্তু আজকে এসে দেখলাম প্রতিটা কালেকশন খুবই ভালো, বিশেষ করে শীতের ড্রেসগুলো ।
যে কটা জামা তুলেছি ট্রায়াল দেওয়ার জন্য। সব কটা জামাই আমার খুব ভালো লেগেছে। তার মধ্যে থেকে একটা রেখে বাদবাকি চারটে জামা নিয়ে বিলিং কাউন্টারে চলে গেলাম। ভাবছিলাম অনেকটা লেট হবে কিন্তু অনেকগুলো কাউন্টার থাকায় খুব একটা দাঁড়াতে হলো না তাড়াতাড়ি বিলিং করে চলে গেলাম ফুট কোটে। যেহেতু আমি আমার বোনকে নিয়ে এসেছিলাম তার মধ্যে এতটা শপিং করেও আমার খুব খিদে পেয়ে গিয়েছিল। তাই তাড়াতাড়ি একটা ফিশ ফ্রাই আর চাওমিন এর সাথে চিলি চিকেন কম্বো নিয়ে নিলাম। বেশ তাড়াতাড়ি আমাদের খাবার চলে এলো ।
খেয়ে যখন উঠেছি অলরেডি তখন দশটা বাজতে যায় তার মধ্যে আমাদের বাড়িও যেতে হবে,এই ভেবে যখনই গ্রাউন্ড ফ্লোরে এসে নামলাম তখন কসমেটিকসের দোকানে দেখছি অনেকটা অফ দিয়েছে । যেহেতু আমি একেবারেই সাজিনা সাজার মধ্যে কাজল আর লিপস্টিক ।তাও দোকানটাতে ঢুকে দেখলাম দারুন দারুন নেলপালিশের কালেকশন আছে। তার মধ্যে তিনটে নিলে একটা ফ্রি। আর আমার কাছে এই কালারগুলো একেবারেই ছিল না ।তাই নিজের পছন্দমত তিনটি কালার তুলে নিলাম আর ফ্রি পেতে কার না ভালো লাগে ।নিয়ে নিলাম চারটে নেল পলিশ।যাই হোক দারুন একটা সময় কাটিয়ে এবং বেশ মনের মতো করে শপিং করে বাড়ি চলে এলাম।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Comments